আগামী অলিম্পিক গেমস, ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, হকি বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস ও T-20 ক্রিকেট বিশ্বকাপ খেলার তারিখ ও আয়োজক দেশের নাম

আগামী অলিম্পিক গেমস 2021  ফুটবল বিশ্বকাপ  2022  ক্রিকেট বিশ্বকাপ  2023  হকি বিশ্বকাপ  2023  কমনওয়েলথ গেমস 2022 এশিয়ান গেমস  2022  T-20 ক্রিকেট বিশ্বকাপ 2021 খেলার তারিখ ও আয়োজক দেশের নাম 




1) অলিম্পিক গেমস 2021 জাপান (IOC)

প্রথম  =  776 খ্রি: পূর্বাব্দে
আধুনিক =  6 এপ্রিল 1896 এথেন্স (গ্রিস )
সর্বশেষ =  2016  (ব্রাজিল )
আগামী = 2020  (জাপান) বাতিল COVID -19 এর জন্য
আগামী =  2021  টোকিও  (জাপান )
প্রতি  4 বছর পর পর খেলা হয় 

https://www.gkbangla.in

2)  ফুটবল বিশ্বকাপ 2022 কাতার ( FIFA )

প্রথম =  1930  (উরুগুয়ে )
সর্বশেষ =  2018  (রাশিয়া )
বিজয়ী দল =  (ফ্রান্স ) 
পরাজিত দল = (ক্রোশিয়া )
আগামী =  2022  (কাতার )
প্রতি 4 বছর পর পর খেলা হয়

https://www.gkbangla.in



3)  ক্রিকেট বিশ্বকাপ 2023 ভারত ( ICC )

প্রথম =  1975  (ইংল্যান্ড )
সর্বশেষ =  2019  (ইংল্যান্ড )
বিজয়ী দল = (ইংল্যান্ড ) 
পরাজিত দল = (নিউজিল্যান্ড )
আগামী =  2023  (ভারত )
প্রতি 4 বছর পর পর খেলা হয়

https://www.gkbangla.in



4) হকি বিশ্বকাপ 2023 ভারত ( FIH )

প্রথম =  1971  (স্পেন )
সর্বশেষ 14 তম =  2018  (ভারত ) 
বিজয়ী দল =   (বেলজিয়াম )
পরাজিত দল =  (নেদারল্যান্ড )
আগামী  15 তম =  2023  (ভারত )
প্রতি 4 বছর পর পর খেলা হয়

https://www.gkbangla.in


5)  কমনওয়েলথ গেমস 2022  ইংল্যান্ড ( CGF )

প্রথম =  1930 (কানাডা )
সর্বশেষ 21 তম = 2018 গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া) 
আগামী 22 তম = 2022 বার্মিংহাম (ইংল্যান্ড ) 
প্রতি 4 বছর পর পর খেলা হয়

https://www.gkbangla.in

6)  এশিয়ান গেমস 2022 চিন (OCA)

প্রথম =  1951 নিউ দিল্লি ( ভারত )
সর্বশেষ 18 তম  = 2018 জার্কাতা (ইন্দোনেশিয়া ) 
আগামী 19 তম  =  2022 হাংচৌ (চিন )
পরবর্তী 20 তম  =  2026 নাগোয়া (জাপান )
প্রতি 4 বছর পর পর খেলা  হয়

https://www.gkbangla.in


7)  T-20 ক্রিকেট বিশ্বকাপ 2021 ( ভারত )

প্রথম = 2007  (দক্ষিন আফ্রিকা )
সর্বশেষ = 2016 (ভারত )
বিজয়ী দল = ওয়েস্ট ইন্ডিজ
পরাজিত দল = ইংল্যান্ড
আগামী = 2020  (অস্ট্রেলিয়া ) বাতিল COVID-19 এর জন্য
2021 = ভারত  (প্রস্তাবিত )


💥জেনে রাখা ভালো 💥

1) অলিম্পিক গেমসের প্রতিক কি ?

ANS:  5 টি রিং

2) অলিম্পিক গেমসের 5 টি রিং কি কি ?

ANS:  লাল , নীল , কালো , সবুজ , হলুদ 

3) অলিম্পিক গেমসের লাল রিং কোন মহাদেশকে বোঝায় ?

ANS:  আমেরিকা মহাদেশ 

4) অলিম্পিক গেমসের নীল রিং কোন মহাদেশকে বোঝায় ?

ANS:  ইউরোপ মহাদেশ

5) অলিম্পিক গেমসের কালো রিং কোন মহাদেশকে বোঝায় ?

 ANS:  আফ্রিকা মহাদেশ

6) অলিম্পিক গেমসের সবুজ রিং কোন মহাদেশকে বোঝায় ?

ANS:  ওশিনিয়া মহাদেশ

7) অলিম্পিক গেমসের হলুদ রিং কোন মহাদেশকে বোঝায় ?

ANS:  এশিয়া মহাদেশ

8) অলিম্পিক গেমসের হেড অফিস কোথায় অবস্থিত ?

ANS:  লোজান  ( সুইজারল্যান্ড )

9) বর্তমানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি কে ?

ANS:  টমাস বাখ

10) অলিম্পিক গেমসে সবথেকে বেশি সোন জয়ী ব্যাক্তির নাম কি ?

ANS:  মাইকেল ফ্লেপস  ( USA )

11) 2016 অলিম্পিক গেমসে ভারতের স্থান কত ?

ANS:  67 তম দুটি পদক পেয়ে

12) অলিম্পিক গেমসে ভারতের মধ্যে প্রথম সোনার মেডেল কে পায় ?

ANS:  অভিনব বিন্দ্রা 2008 সালে বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল সুটিংসে

13) ভারত অলিম্পিক হকিতে কতবার সোনা জিতেছে ?

ANS:  আট বার

14) অলিম্পিক গেমসে প্রথম কবে থেকে ম্যাসকট চালু হয় ?

ANS: 1980 সালে মস্কো অলিম্পিক গেমসে । নাম মিসা