এই POST টিতে WBCS পরীক্ষার বিগত 2011 সালের ইতিহাসের সমস্ত MCQ প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে । যে প্রশ্ন গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে ।
WBCS History Previous Years Questions Paper 2011
1) 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন ?
ANS: লর্ড কর্ণওয়ালিস
2) All ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ANS: M.N. যোশী
3) 'বিফোর মেমরি ফেডস' অ্যান অটোবায়োগ্রাফি' কার লেখা ?
ANS: ফালি এস . নারিমান
4) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন
ANS: বদরুদ্দিন তায়বজী
5) প্রধান বৌদ্ধ ধর্ম গ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত
ANS: পালি ভাষায়
6) কাকে বলা হয় ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা
ANS: রাজা রামমোহন রায় কে
7) আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন ?
ANS: 19 মাস
8) ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
ANS: জে.বি. কৃপালিনি
9) 'বাবরনামার' লেখক কে ?
ANS: বাবর
10) বুদ্ধ কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন ?
ANS: সারনাথে
11) 'লৌহমানব' কাকে বলা হয় ?
ANS: সর্দার বল্লভভাই প্যাটেল কে
12) সাতবাহন রাজাদের আমলে একটি উল্লেখযোগ্য বন্দরের নাম কী
ANS: সোপারা
13) মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল ?
ANS: 1899 - 1900 খ্রিস্টাব্দে
14) "দীন-ই-ইলাহি" কে প্রবর্তন করেন ?
ANS: আকবর
15) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন ?
ANS: হরিষেণ
16) তহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?
ANS: আলবেরুনি
17) ইম্পরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে ?
ANS: 1883 সালে
18) কোন গভর্নর জেনারেলর কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল ?
ANS: লর্ড ডালহৌসি
19) কে 'অমিত্রাঘাত'নামে পরিচিত ছিলেন ?
ANS: বিন্দুসার
20) বাংলায় নীল বিদ্রোহ কবে হয়েছিল ?
ANS: 1859 খ্রিস্টাব্দে
21) বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
ANS: গিয়াসউদ্দিন মামুদ শাহ
22) নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন ?
ANS: গৌতমীপুত্র সাতকর্ণী
23) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
ANS: সারনাথে
24) কোন বছর কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল
ANS: 1857 খ্রিস্টাব্দে
25) ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন
ANS: মহম্মদ বিন তুঘলক
26) কোন অঞ্চল দখলের জন্য বাহমনী রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছিল ?
ANS: রায়চুর দোয়াব
27) দিল্লীর কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?
ANS: ফিরোজ শাহ তুঘলক
28) কে বলেছিলেন "কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহন করতে ইচ্ছুক হয় " তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে ?
ANS: গান্ধীজি
29) কোন সুলতানের রাজত্বকালে চিঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন ?
ANS: ইলতুৎমিস
30) গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
ANS: চম্পারনে
31) দিল্লীতে কুতুব মিনার কে নির্মাণ করেন ?
ANS: কুতুবুদ্দিন আইবক
32) মুর্শিদকুলি খান ঢাকা থেকে তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ?
ANS: মুর্শিদাবাদ
33) "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগান কে দিয়েছিলেন ?
ANS: ভগৎ সিং
34) কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি
ANS: আসাম
35) ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্ররণাদাতা কে ছিলেন
ANS: ডিরোজিও
36) সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন
ANS: এই কমিশনে কোন ভারতীয় দের সদস্যরুপে নেওয়া হয়নি ?
37) গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?
ANS: পাল বংশের
38) 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন ?
ANS: বাহাদুর শাহ জাফর
39) বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ-বিদ্রোহ ঘটেছিল ?
ANS: 1946 সালে
40) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেন ?
ANS: জাহাঙ্গীর
41) জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে
ANS: 1919 খ্রিস্টাব্দে
42) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন
ANS: ওয়েলেসলি
43) লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমনকারী বাংলা জয় করেছিলেন ?
ANS: বখতিয়ার খলজী
44) সার্ভেন্ট অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ANS: M.N. যোশী
45) দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ?
ANS: ফিরোজ শাহ তুঘলক
46) গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল ?
ANS: আমেরিকায়
লেবেল