ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম গুলি সম্পর্কে সকল চাকরির পরীক্ষার্থীদের বিশেষ করে জানা দরকার । এই উপনাম গুলি বেশিরভাগ ক্ষেত্রেই যে কোন পরীক্ষায় এসে থাকে ।
ভারতের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম
1) ভারতের রোম বা এশিয়ার রোম কোন শহরকে বলা হয় ?
ANS: দিল্লি
2) ভারতের মশলার বাগান ও ভগবানের নিজের দেশ কোন রাজ্যকে বলা হয় ?
ANS: কেরল
3) ভারতের যমজ শহর বলা হয় কোন শহরকে ?
ANS: হায়দ্রাবাদ - সেকেন্দ্রাবাদ
4) নীল পর্বত বলা হয় কোন পর্বতকে ?
ANS: নীলগিরি পর্বত
5) মেঘের আবাস বলা হয় কোন রাজ্যকে ?
ANS: মেঘালয়
6) উৎসবের শহর বা মন্দিরের শহর কাকে বলা হয় ?
ANS: মাদুরাই
7) স্বর্ণ মন্দিরের শহর কাকে বলা হয় ?
ANS: অমৃতসর
8) প্রাসাদ নগরী বা সিটি অফ জয় বলা হয় কোন জায়গাকে ?
ANS: কলকাতা
9) ভারতের উদ্যান কাকে শহর বলা হয় ?
ANS: বেঙ্গালুরু
10) ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
ANS: মুম্বাই শহর কে
11) গোলাপি শহর কাকে বলা হয় ?
ANS: জয়পুর কে
12) পঞ্চ নদের দেশ কাকে বলা হয় ?
ANS: পাঞ্জাব
13) আরব সাগরের রানী আলপ্পুঝা কাকে বলা হয় ?
ANS: কোচি
14) ভূস্বর্গ কাকে বলা হয় ?
ANS: কাশ্মীর
15) ভারতের বোস্টন বা ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
ANS: আহমেদাবাদ
16) হ্রদের নগরী কাকে বলা হয় ?
ANS: উদয়পুর
17) দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয় ?
ANS: পুনে
18) হিমালয়ের রানী কাকে বলা হয় ?
ANS: মুসৌরি
19) ভারতের পিটসবার্গ কাকে বলা হয় ?
ANS: জামশেদপুর
20) এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় ?
ANS: অন্ধ্রপ্রদেশ
21) ভারতের রূঢ় কাকে বলা হয় ?
ANS: দুর্গাপুর
লেবেল