বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম গুলি অবশ্যই জেনে রাখা দরকার । কারন বেশিরভাগ সব পরীক্ষার ক্ষেত্রেই এই উপনাম গুলি এসে থাকে । নীচে সমস্ত গুরুত্বপূর্ণ উপনাম গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে ।
বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম
1) উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় ?
ANS: জাপান
2) সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয় ?
ANS: জাপান
3) নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয় ?
ANS: নরওয়ে
4) নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর কাকে বলা হয় ?
ANS: লাসা (তিব্বত)
5) সোনালী পশমের দেশ কাকে বলা হয় ?
ANS: অস্ট্রেলিয়া
6) সোনালী মাছির ভূমি কোন দেশকে বলা হয় ?
ANS: অস্ট্রেলিয়া
7) ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয় ?
ANS: অস্ট্রেলিয়া
8) দ্বীপ মহাদেশ কাকে বলা হয় ?
ANS: অস্ট্রেলিয়া
9) সহশ্র হ্রদের দেশ কাকে বলা হয় ?
ANS: ফিনল্যান্ড
10) সোনালী তন্তুর দেশ কাকে বলা হয় ?
ANS: বাংলাদেশ
11) কফি বন্দর কোন দেশকে বলা হয় ?
ANS: রিও ডি জেনিরো (ব্রাজিল)
12) দক্ষিণের ব্রিটেন কোন দেশকে বলা হয় ?
ANS: নিউজিল্যান্ড
13) গগনচুম্বী অট্টালিকার শহর কাকে বলা হয়
ANS: নিউইয়র্ক শহরকে
14) সাম্রাজ্যোর শহর কাকে বলা হয় ?
ANS: নিউইয়র্ক শহরকে
15) শঙ্খবৃত্তাকৃতি স্বপ্নের শহর কাকে বলা হয়
ANS: অক্সফোর্ড ( ইংল্যান্ড )
16) স্বর্ণদ্বার শহর কাকে বলা হয় ?
ANS: সানফ্রান্সিসকো ( মার্কিন যুক্তরাষ্ট্র )
17) সপ্ত পাহাড়ের দেশ কাকে বলা হয় ?
ANS: রোম (ইতালি)
18) নীরব শহর বা চিরস্থায়ী শহর কাকে বলা হয়
ANS: রোম ( ইতালি )
19) ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয় ?
ANS: বেলজিয়ামকে
20) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় ?
ANS: আফ্রিকা
21) পান্নার দ্বীপ কোন দেশকে বলা হয় ?
ANS: আয়ারল্যান্ড
22) অশ্রুর প্রবেশদ্বার কোন দেশকে বলা হয়
ANS: বাব-এল-মান্দাব (জেরুজালেম)
23) নীলনদের উপহার বা দান কোন দেশকে বলা হয় ?
ANS: ইজিপ্ট (মিশর)
24) ইংল্যান্ডের উদ্যান কোন কাকে বলা হয় ?
ANS: কেন্ট (ইংল্যান্ড)
25) চীনের দুঃখ কোন নদীকে বলা হয় ?
ANS: হোয়াংহো নদীকে
26) গ্রানাইট শহর কোন দেশকে বলা হয় ?
ANS: অ্যাবারদিন স্কটল্যান্ড
27) পবিত্র ভূমি কোন দেশকে বলা হয় ?
ANS: প্যালেস্টাইন কে
28) নির্জন বাসি সন্নাসীদের সাম্রাজ্যো বা সকাল বেলার শান্তি কোন দেশকে বলা হয় ?
ANS: কোরিয়া
29) আগুনের দ্বীপ কোন দেশকে বলা হয় ?
ANS: আইসল্যান্ড
30) ভূমিকম্পের শহর বা কোয়াকার সিটি কাকে বলা হয় ?
ANS: ফিলাডেলফিয়া (মার্কিন যুক্তরাষ্ট্র)
31) লবঙ্গ দ্বীপ কাকে বলা হয় ?
ANS: জাঞ্জিবার
32) চিনির পাত্র বা অ্যান্টিলসের মুক্ত কোন দেশকে বলা হয় ?
ANS: কিউবা
33) বসন্তের দ্বীপ কোন দেশকে বলা হয় ?
ANS: জামাইকা
34) উড়ন্ত মাছের দেশ কোন দেশকে বলা হয়
ANS: বার্বাডোজ
35) স্বর্ণ প্যাগোডার দেশ কাকে বলা হয় ?
ANS: মায়ানমার
36) লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ কাকে বলা হয় ?
ANS: কানাডা
37) কেকের দেশ কাকে বলা হয় ?
ANS: স্কটল্যান্ড
38) মুক্তার দ্বীপ কাকে বলা হয় ?
ANS: বাহারেন
39) সোনার শহর কাকে বলা হয় ?
ANS: জোহানেসবার্গ (দক্ষিণ আফ্রিকা)
40) মসজিদের শহর কাকে বলা হয় ?
ANS: ঢাকা (বাংলাদেশ)
41) বাজারের শহর কাকে বলা হয় ?
ANS: কায়রো
42) শ্বেত হস্তির দেশ কাকে বলা হয় ?
ANS: থাইল্যান্ড
43) বজ্রপাতের দেশ কাকে বলা হয় ?
ANS: ভুটান
44) ইউরোপের ক্রিয়া ভূমি কোন দেশকে বলা হয়
ANS: সুইটজারল্যান্ড
45) ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হয়
ANS: তুরস্ককে
46) উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয় ?
ANS: স্টকহোম (সুইডেন)
47) সাদা শহর কাকে বলা হয় ?
ANS: বেলগ্রেড (যুগোস্লাভিয়া)
48) বাতাসের শহর বা পৃথিবীর কসাইখানা কাকে বলে ?
ANS: শিকাগো ( মার্কিন যুক্তরাষ্ট্র )
49) সাদা মানুষের কবর কাকে বলা হয় ?
ANS: গিনি উপকূল (গায়না কোস্ট) , নাগাল্যান্ড (ভারত)
50) পৃথিবীর নির্জন দ্বীপ কাকে বলা হয় ?
ANS: ট্রিস্টান দ্য কুনহা
51) পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় ?
ANS: উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল কে
52) চিরবসন্তের দেশ কাকে বলা হয় ?
ANS: কুইটো (ইকুয়েডর)
53) ভুমধ্যসাগরের চাবি কাকে বলা হয় ?
ANS: জিব্রাল্টার
54) বায়ুকলের দেশ কাকে বলা হয় ?
ANS: নেদারল্যান্ডস
55) হারকিউলিসের স্তম্ভ কাকে বলা হয় ?
ANS: জিব্রাল্টার প্রণালী কে
56) প্রাচ্যের মুক্ত শহর কাকে বলা হয় ?
ANS: হংকং
57) প্রশান্ত মহাসাগরের মুক্ত কাকে বলা হয় ?
ANS: গুয়াকিল বন্দর (ইকুয়েডর)
58) অ্যাড্রিয়াটিক এর রানী কাকে বলা হয় ?
ANS: ভেনিস (ইতালি)
59) পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হয় ?
ANS: ভূমধ্যসাগরীয় অঞ্চল কে
60) দারুচিনি দ্বীপ কাকে বলা হয় ?
ANS: শ্রীলঙ্কা
61) রামধনুর দেশ কাকে বলা হয় ?
ANS: হাওয়াই দ্বীপ
62) পঞ্চহ্রদের বন্দর কাকে বলা হয় ?
ANS: মস্কো
63) হেরিং পুকুর কাকে বলা হয় ?
ANS: আটলান্টিক মহাসাগর
লেবেল