এই POST টিতে ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্বনাম গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে । যে নাম গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায়় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে ।
ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্বনাম :-
1) ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল ?
ANS: জম্বুদ্বীপ
2) দক্ষিণ ভারতের পূর্ব নাম কি ছিল ?
ANS: দাক্ষিণাত্য বা দক্ষিণাপথ
3) উত্তর ভারত পূর্ব নাম কি ছিল ?
ANS: আর্যাবত বা উত্তরাপথ
4) উত্তর বঙ্গ পূর্ব নাম কি ছিল ?
ANS: পুণ্ড্র
5) পূর্ব বঙ্গ পূর্ব নাম কি ছিল ?
ANS: সমতট
6) দিল্লি পূর্ব নাম কি ছিল ?
ANS: ইন্দ্রপ্রস্ত
7) পুরোনো দিল্লি পূর্ব নাম কি ছিল ?
ANS: শাহজাহানাবাদ
8) মহারাষ্ট্র পূর্ব নাম কি ছিল ?
ANS: বিদর্ভ
9) গুজরাট পূর্ব নাম কি ছিল ?
ANS: সৌরাস্ট্র
10) অসম পূর্ব নাম কি ছিল ?
ANS: কামরূপ বা প্রাগজ্যোতিষপুর
11) অরুণাচল প্রদেশের পূর্ব নাম কি ছিল
ANS: নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি
12) ওড়িশা পূর্ব নাম কি ছিল ?
ANS: কলিঙ্গ বা উৎকল
13) কর্ণাটক পূর্ব নাম কি ছিল ?
ANS: মহিশূর
14) মিজোরাম পূর্ব নাম কি ছিল ?
ANS: লুসাই হিলস্
15) দক্ষিণ বিহার পূর্ব নাম কি ছিল ?
ANS: মগধ
16) উত্তর বিহার পূর্ব নাম কি ছিল ?
ANS: ভাজ্জি
17) পূর্ব বিহার পূর্ব নাম কি ছিল ?
ANS: অঙ্গ
18) বিহার শরিফ পূর্ব নাম কি ছিল ?
ANS: ওদন্তপুরি
19) পাটনা পূর্ব নাম কি ছিল ?
ANS: পাটলিপুত্র
20) বাংলা পূর্ব নাম কি ছিল ?
ANS: গৌড়বঙ্গ
21) বেঙ্গালুরুর পূর্ব নাম কি ছিল ?
ANS: ব্যাঙ্গালোর
22) মুম্বাই পূর্ব নাম কি ছিল ?
ANS: বোম্বে
23) চেন্নাই পূর্ব নাম কি ছিল ?
ANS: মাদ্রাজ
24) রাজস্থান পূর্ব নাম কি ছিল ?
ANS: রাজপুতানা
25) পাঞ্জাব পূর্ব নাম কি ছিল ?
ANS: পৌরব
26) জলন্ধর পূর্ব নাম কি ছিল ?
ANS: কর্তৃপুর
27) কলকাতা পূর্ব নাম কি ছিল ?
ANS: আলিনগর
28) তিরুবনন্তপুরম পূর্ব নাম কি ছিল ?
ANS: ত্রিবান্দ্রম
29) জয়পুর পূর্ব নাম কি ছিল ?
ANS: মৎস্য
30) এলাহাবাদ পূর্ব নাম কি ছিল ?
ANS: বৎসর, প্রয়াগরাজ
31) অযোধ্যা পূর্ব নাম কি ছিল ?
ANS: কোশল
32) আহমেদাবাদ পূর্ব নাম কি ছিল ?
ANS: কর্ণাবতী
33) ডিগবয় পূর্ব নাম কি ছিল ?
ANS: বরবিল
34) দৌলতাবাদ পূর্ব নাম কি ছিল ?
ANS: দেবগিরি
35) রাজগির পূর্ব নাম কি ছিল ?
ANS: রাজগৃহ
36) কাশ্মীর পূর্ব নাম কি ছিল ?
ANS: তক্ষশীলা
37) মুঙ্গের পূর্ব নাম কি ছিল ?
ANS: মন্দাগিরি
38) তমলুক পূর্ব নাম কি ছিল ?
ANS: তাম্প্রলিপ্ত
39) মালদহ পূর্ব নাম কি ছিল ?
ANS: লক্ষণাবতী
40) বাঁকুড়া পূর্ব নাম কি ছিল ?
ANS: মল্লভূমি
41) কোচবিহার পূর্ব নাম কি ছিল ?
ANS: কামতাপুর
42) কর্ণসুবর্ণ পূর্ব নাম কি ছিল ?
ANS: রাঙ্গামাটি বা রাঙ্গাভূমি
43) বহরমপুর পূর্ব নাম কি ছিল ?
ANS: ব্রহ্মপুর
44) মুর্শিদাবাদ পূর্ব নাম কি ছিল ?
ANS: মুকসুদাবাদ
45) কোজিকোড পূর্ব নাম কি ছিল ?
ANS: কালিকট
46) মালয় পূর্ব নাম কি ছিল ?
ANS: অবন্তি
47) শম্ভাজিনগর পূর্ব নাম কি ছিল ?
ANS: ঔরঙ্গাবাদ
48) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পূর্ব নাম কি ছিল ?
ANS: শহিদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ
লেবেল