ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভাইসরয়, জাতীয় কংগ্রেসের সভাপতি, রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, নোবেল পুরস্কার প্রাপক, শিক্ষামন্ত্রী, মুসলিম রাষ্ট্রপতি, শিক রাষ্ট্রপতি, মহাকাশচারী, ফিল্ড মার্শাল, লোকসভার অধ্যক্ষ, উপরাষ্ট্রপতি, পরম বীর চক্র প্রাপক, প্রধান বিচারপতি, মুখ্য নির্বাচন কমিশনার, চৈনিক পরিব্রাজক, ভারতীয় পাইলট, দক্ষিণ মেরু বিজয়ী, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, স্বরাষ্ট্রমন্ত্রী, ম্যাগসেসে পুরস্কার বিজেতা উত্তর মেরু বিজয়ী, মহাকাশ পর্যটক, মিস্টার ওয়ার্ল্ড, আন্টার্টিকা বিজয়ী, ফর্মুলা ওয়ান গাড়িচালক, অলিম্পিক পদকজয়ী সোনা, প্রথম ওয়ানডে ক্রিকেট অধিনায়ক, প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক, প্রথম ওয়ানডে ক্রিকেট শতরানকারী, প্রথম টেস্ট ক্রিকেট শতরানকারী, স্বাধীন ভারতের ভারতীয় commander-in-chief, আন্তর্জাতিক আদালতের বিচারপতি, ভারতরত্ন পুরস্কার প্রাপক, নোবেল পুরস্কার প্রাপক প্রথম বিজ্ঞানী, ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তি, ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভারতের প্রথম ব্যাক্তিগন সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে ।
ভারতের প্রথম পুরুষ
1) ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
ANS: ওয়ারেন হেস্টিংস
2) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
ANS: লর্ড ক্যানিং
3) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন
ANS: উমেশচন্দ্র ব্যানার্জি
4) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?
ANS: বদরুদ্দীন তৈয়াবজি
5) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
ANS: লর্ড মাউন্টব্যাটেন
6) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
ANS: চক্রবর্তী রাজা গোপালাচারী
7) প্রথম আইসিএস উত্তীর্ণ কে হয়েছিলেন ?
ANS: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের
8) প্রথম আই সি এস অফিসার কে ছিলেন ?
ANS: সত্যেন্দ্রনাথ ঠাকুর
9) ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
ANS: ডঃ রাজেন্দ্র প্রসাদ
10) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন ?
ANS: পন্ডিত জহরলাল নেহেরু
11) প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম কি ?
ANS: রবীন্দ্রনাথ ঠাকুর
12) ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন
ANS: ডাক্তার জাকির হোসেন
13) ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি কে ছিলেন ?
ANS: জ্ঞানী জৈল সিং
14) ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি ?
ANS: রাকেশ শর্মা হাজার 1984
15) আন্তর্জাতিক আদালতের প্রথম ভারতীয় বিচারপতি কে ছিলেন ?
ANS: বেনেগাল নরসিংহ রাও 1952
16) প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কী ?
ANS: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ, সি রাজা গোপালাচারী ও ডাক্তার সি ভি রমন 1954
17) অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী ও পুরো মেয়াদ শেষ করার আগেই পদত্যাগী প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ANS: মোরারজি দেশাই
18) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় commander-in-chief কে ছিলেন ?
ANS: জেনারেল কে এম কারিয়াপ্পা
19) ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন ?
ANS: জেনারেল স্যাম মানেকশ
20) ভারতের প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু কার হয়েছিল ?
ANS: ডা: জাকির হুসেন
21) ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু কার হয়েছিল ?
ANS: সিএন আন্নাদুরাই
22) ভারতের প্রথম সংসদে অংশগ্রহণ না করা প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ANS: চরণ সিং
23) ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় সাঁতারু কে ছিলেন ?
ANS: মিহির সেন (1958)
24) ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক এর নাম কি ?
ANS: জি শঙ্কর কুরুপ (1965)
25) ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন ?
ANS: জিভি মাভলঙ্কার
26) ভারতের প্রথম লোকসভার বিরোধী দলনেতা কে ছিলেন
ANS: ওয়াই বি চ্যবন
27) ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ছিল ?
ANS: ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণণ
28) ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন ?
ANS: মৌলানা আবুল কালাম আজাদ
29) ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ?
ANS: সর্দার বল্লভ ভাই প্যাটেল
30) ভারতের প্রথম চিফ অফ দ্য আর্মি স্টাফ কে ছিলেন ?
ANS: জেনারেল মহারাজা শ্রী রাজেন্দ্র সিংজি জাডেজা
31) প্রথম ভারতীয় এয়ার চিফ মার্শাল কে ছিলেন
ANS: এয়ার মার্শাল সুব্রত মুখার্জি
32) ভারতের প্রথম চিফ অব নাভাল স্টাফ কে ছিলেন ?
ANS: ভাইস এডমিরাল রামদাস কাটারি
33) ভারতে প্রথম পরম বীর চক্র প্রাপকের নাম কি ?
ANS: মেজর সোমনাথ শর্মা
34) ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানীর নাম কি ?
ANS: ড: সি ভি রমন (পদার্থবিদ্যায় 1930 সালে)
35) ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি ?
ANS: সুকুমার সেন
36) ম্যাগসেসে পুরস্কার বিজেতা প্রথম ভারতীয় কে ছিলেন ?
ANS: আচার্য্য বিনোবা ভাবে (1958)
37) ভারতের প্রথম পরিভ্রমণকারি চৈনিক পরিব্রাজক এর নাম কি ?
ANS: ফা-হিয়েন
38) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
ANS: হরিলাল জে কানিয়া
39) কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা প্রথম মন্ত্রী কে ছিলেন ?
ANS: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
40) ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি ব্যক্তি কে ছিলেন ?
ANS: খান আবদুল গফফর খান (1987)
41) অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট আহরণ কারী প্রথম ভারতীয় কে ছিলেন ?
ANS: শেরপা ফু দোরজি
42) অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন ?
ANS: অমর্ত্য সেন (1998)
43) ভারতীয় বংশোদ্ভূত নোবেল শান্তি পুরস্কার প্রাপক প্রথম কে ছিলেন ?
ANS: কৈলাস সত্যার্থী
44) প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন ?
ANS: জে আর ডি টাটা
45) আন্টার্টিকা বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন ?
ANS: লেফটেন্যান্ট রামচরণ (1960)
46) দুই বার মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় কে ছিলেন ?
ANS: নওয়াং গোমবু
47) দক্ষিণ মেরু বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন ?
ANS: কর্নেল জে কে বাজাজ
48) উত্তর মেরু বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন ?
ANS: জগন্নাথ শ্রীনিবাস রাঘবন
49) ভারতে আসা আমেরিকার রাষ্ট্রপতি প্রথম কে ছিলেন ?
ANS: হোয়াইট ডি আইসেনহাওয়ার (1959)
50) ভারতে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রথম কে ছিলেন ?
ANS: হ্যারল্ড ম্যাকমিলান
51) ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন ?
ANS: কে আর নারায়ন (10 তম)
52) বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি বিজেতা প্রথম ভারতীয় কে ছিলেন ?
ANS: উইলসন জোনস
53) প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক কে ছিলেন
ANS: সন্তোষ জর্জ কুলাঙ্গারা
54) প্রথম অস্কার পুরস্কার প্রাপক ভারতীয় (লাইফটাইম অ্যাচিভমেন্ট) ও ভারতরত্ন প্রাপক চলচ্চিত্র পরিচালক কে ছিলেন ?
ANS: সত্যজিৎ রায়
55) ভারতের প্রথম অস্কার মনোনীত বিদেশি ভাষায় ছবির পরিচালক কে ছিলেন ?
ANS: মেহেবুব খান (1957, মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের জন্য)
56) ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সুরকার ( দুটি অস্কার ) কে ছিলেন ?
ANS: এ আর রহমান (2009, স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য)
57) ভারতের প্রথম অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়ার কে ছিলেন ?
ANS: রাসুল পুকুট্টি (2009, স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য)
58) ভারতের প্রথম ফর্মুলা ওয়ান গাড়ির চালক কে ছিলেন ?
ANS: নারায়ন কার্তিকেয়ন ।
59) ভারতের প্রথম মিস্টার ইউনিভার্স কে হয়েছিলেন ?
ANS: মনোতোষ রায়
60) ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন ?
ANS: রহিত খান্দেলওয়াল
61) ভারতের প্রথম অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী কে ছিলেন ?
ANS: কে ডি যাদব (1952 কুস্তি)
62) ভারতের প্রথম অলিম্পিক রুপো পদক কে জিতে ছিলেন ?
ANS: রাজ্যবর্ধন সিং রাঠোর (2004 ডাবল ট্র্যাপ শুটিং)
63) ভারতের প্রথম অলিম্পিক সোনা পদকজয়ী কে ছিলেন ?
ANS: অভিনব বিন্দ্রা (2008 সালে 10 মিটার এয়ার রাইফেল শুটিং )
64) ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক কে ছিলেন ?
ANS: সি কে নাইডু (1932 সালে)
65) ভারতে প্রথম ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক কে ছিলেন ?
ANS: অজিত ওয়াদেকর
66) ভারতের প্রথম টেস্ট ক্রিকেট শত রান কারী কে ছিলেন ?
ANS: লালা অমরনাথ
67) ভারতের প্রথম ওয়ানডে ক্রিকেট শতরানকারী কে ছিলেন ?
ANS: কপিল দেব
68) ভারতের প্রথম ওয়ানডে ক্রিকেটে দ্বিশত রান কারী কে ছিলেন ?
ANS: শচীন টেন্ডুলকার
69) ভারতের প্রথম টেস্ট ক্রিকেটে ত্রিশত রান কারী প্রথম কে ছিলেন ?
ANS: বীরেন্দ্র সহবাগ
70) ভারতের প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক কারী কে ছিলেন ?
ANS: হরভজন সিং
71) ভারতের প্রথম ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক কারী কে ছিলেন ?
ANS: চেতন শর্মা
লেবেল