ভারতের প্রথম মহিলা রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্য মন্ত্রী, লোক সভার অধ্যক্ষ, রাজ্যপাল, রাষ্ট্রদূত, হাইকোর্টের বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতির, স্নাতক, সাম্মানিক স্নাতক, এম এ উত্তীর্ণ, সুপ্রিম কোর্টের বিচারপতি, আইপিএস অফিসার, মহিলা মন্ত্রী (কেন্দ্রীয়), মহিলা মন্ত্রী (রাজ্য), ভারতরত্ন পুরস্কার প্রাপক, আন্টার্টিকা অভিযানকারী, চলচ্চিত্রাভিনেত্রী, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, ভারতের বৃহত্তম ব্যাংকের (SBI) চেয়ারপারসন, বুকার পুরস্কার প্রাপক, ভারতরত্নে ভূষিত সংগীতশিল্পী, জাতীয় কংগ্রেস সভাপতি (বিদেশিনী), জাতীয় কংগ্রেস সভাপতি (ভারতীয়), এশিয়াডে সোনাজয়ী, নোবেল পুরস্কার বিজয়ী, অলিম্পিক অ্যাথলেটিক অংশগ্রহণকারী, অলিম্পিক পদকজয়ী (ব্রোঞ্জ), নোবেল পুরস্কার বিজয়ী, দাবায় গ্র্যান্ডমাস্টার, বাংলা সাহিত্যে উপন্যাসিক, রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর, মার্চেন্ট নেভি অফিসার, ভাইস এয়ার মার্শাল, স্থলবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল, দ্বিশত রানের অধিকারী ক্রিকেটার, পুলিশের মহানির্দেশক, ইন্ডিয়ান এয়ারলাইন্স চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর, কনিষ্ঠতম এভারেজ আরোহণকারী, দুবার এভারেস্ট আরোহণ কারী, বিশ্ব অ্যাথলেটিক্স পদক বিজয়ী, ব্যারিস্টার, আইনজীবী, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, বিদেশ সচিব সম্পর্কে নীচে আলোচনা করা হলো ।
ভারতের প্রথম মহিলা
1) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?
ANS: প্রতিভা পাটিল (2007)
2) ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষের নাম কি ?
ANS: মীরা কুমার (2009)
3) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ছিল ?
ANS: ইন্দিরা গান্ধী (1966)
4) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ছিল ?
ANS: সুচেতা কৃপালিনী (উত্তর প্রদেশ)
5) ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?
ANS: সরোজিনী নাইডু (উত্তর প্রদেশ)
6) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত এর নাম কি ছিল ?
ANS: বিজয় লক্ষী পন্ডিত
7) ভারতের প্রথম হাইকোর্টের মহিলা বিচারপতির নাম কি ?
ANS: আন্না চন্ডী
8) ভারতের প্রথম হাইকোর্টের মহিলা প্রধান বিচারপতির নাম কি ছিল
ANS: লীলা শেঠ
9) ভারতের প্রথম মহিলা স্নাতক এর নাম কি ?
ANS: কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখি বসু
10) ভারতের প্রথম মহিলা সাম্মানিক স্নাতক কে ছিলেন ?
ANS: কামিনী রায়
11) ভারতে প্রথম মহিলা এমএ উত্তীর্ণ কে হয়েছিলেন ?
ANS: চন্দ্রমুখি বসু
12) ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি কে ছিলেন ?
ANS: মীরাসাহিব ফতিমা বিবি
13) ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি ?
ANS: কিরন বেদি
14) ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন ?
ANS: আন্না জর্জ মালহোত্রা
15) ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে ছিলেন ?
ANS: বাচেন্দ্রী পাল (1984)
16) ভারতের প্রথম মহিলা প্রতিবন্ধী এভারেস্ট জয়ী কে ছিলেন ?
ANS: অরুনিমা সিনহা
17) ভারতের প্রথম মহিলা বিমান চালক এর নাম কি ?
ANS: দূর্বা ব্যানার্জি
18) ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন ?
ANS: কল্পনা চাওলা (1997 সালে)
19) ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মহিলা সাঁতারু কে ছিলেন ?
ANS: আরতী সাহা (1959)
20) ভারতের প্রথম জিব্রাল্টার প্রণালী অতিক্রম কারী মহিলা সাঁতারু কে ছিলেন ?
ANS: আরতী প্রধান
21) ভারতের প্রথম মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম কি ?
ANS: দেবিকা রানি (1969)
22) ভারতের প্রথম ইংরেজি ভাষায় মহিলা কবি কে ছিলেন ?
ANS: তরু দত্ত
23) ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ?
ANS: রমাদেবি
24) ভারতের প্রথম মহিলা চিত্রকর কে ছিলেন ?
ANS: সুনয়নী দেবী
25) ভারতের প্রথম মহিলা পদ্মশ্রী প্রাপক ও রাজ্যসভার সদস্য কে ছিলেন ?
ANS: নার্গিস দত্ত
26) ভারতের প্রথম মহিলা মন্ত্রী (কেন্দ্রীয়) কে ছিলেন ?
ANS: রাজকুমারী অমৃত কাউর
27) ভারতের প্রথম মহিলা মন্ত্রী (রাজ্য) কে ছিলেন ?
ANS: বিজয় লক্ষী পন্ডিত (উত্তর প্রদেশ)
28) ভারতের প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি ?
ANS: ইন্দিরা গান্ধী (1971)
29) ভারতের প্রথম মহিলা আন্টার্কটিকা অভিযান কারীর নাম কি ছিল
ANS: মেহের মুস
30) ভারতের প্রথম মহিলা চলচ্চিত্রাভিনেত্রী কে ছিলেন ?
ANS: কমলাবাঈ গোখলে
31) ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক এর নাম কি ?
ANS: আশাপূর্ণা দেবী
32) ভারতের বৃহত্তম ব্যাংকের এসবিআই প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিলেন ?
ANS: অরুন্ধতী ভট্টাচার্য
33) ভারতের প্রথম বুকার পুরস্কার প্রাপক মহিলা নাম কি ?
ANS: অরুন্ধতী রায়
34) ভারতরত্নে ভূষিত প্রথম মহিলা সংগীতশিল্পী কে ছিলেন ?
ANS: এমএস শুভ লক্ষী
35) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি (বিদেশিনী) কে ছিলেন ?
ANS: অ্যানি বেসান্ত (1917)
36) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি (ভারতীয়) কে ছিলেন ?
ANS: সরোজিনী নাইডু (1925)
37) এশিয়াডে সোনা জয়ী প্রথম মহিলা কে ছিলেন ?
ANS: কমলজিত সিং সাধু (1978)
38) ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী মহিলা নাম কি ?
ANS: মাদার টেরেসা (1979, শান্তি )
39) অলিম্পিক অ্যাথলেটিক অংশগ্রহণকারী প্রথম মহিলার নাম কি ?
ANS: নিলিমা ঘোষ ও মেরি ডিসুজা (1952)
40) অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি ?
ANS: কর্ণম মালেশ্বরী (ভারোত্তোলন)
41) ভারতের দাবায় গ্র্যান্ডমাস্টার প্রথম মহিলার নাম কি ?
ANS: কোনেরু হাম্পি
42) বাংলা সাহিত্যে উপন্যাসিক ভারতের প্রথম মহিলা নাম কি ?
ANS: স্বর্ণকুমারী দেবী
43) ভারতের প্রথম রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মহিলার নাম কি
ANS: জে কে উদেসি
44) ভারতের প্রথম মার্চেন্ট নেভি অফিসার মহিলার নাম কি ?
ANS: সোনালী ব্যানার্জি
45) ভারতের প্রথম ভাইস এয়ার মার্শাল মহিলার নাম কি ?
ANS: পি বন্দ্যোপাধ্যায় ।
46) ভারতীয় স্থলবাহিনী লেফটেন্যান্ট জেনারেল প্রথম মহিলা নাম কি
ANS: পুণিতা অরোরা
47) দ্বি- শতরানের অধিকারী প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটারের নাম কি ?
ANS: মিতালি রাজ
48) পুলিশের মহানির্দেশক প্রথম ভারতীয় মহিলার নাম কি ?
ANS: কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য
49) ইন্ডিয়ান এয়ার লাইন্সের চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর প্রথম ভারতীয় মহিলার নাম কি ?
ANS: সুষমা চাওলা
50) কনিষ্ঠতম এভারেস্ট আহরণ কারী ভারতীয় মহিলার নাম কি ?
ANS: মালাবাত পূর্ণা (13 বছর)
51) দুবার এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলার নাম কী ?
ANS: সন্তোষ যাদব
52) বিশ্ব অ্যাথলেটিক্স পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা নাম কি ?
ANS: অঞ্জু ববি জর্জ
53) প্রথম ভারতীয় মহিলা ব্যারিস্টার নাম কি ?
ANS: কর্নেলিয়া সোরাবজি
54) প্রথম ভারতীয় মহিলা আইনজীবীর নাম কি ?
ANS: রেজিনা গুহ
55) প্রথম ভারতীয় মহিলা মিস ইউনিভার্স কে হয়েছিলেন ?
ANS: সুস্মিতা সেন (1994)
56) প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন ?
ANS: রিতা ফারিয়া (1966)
57) প্রথম ভারতীয় মহিলা বিদেশ সচিব কে ছিলেন ?
ANS: লক্ষ্মী এন মেনন
লেবেল