SAMSUNG, LG, SONY, APPLE, CANON, NOKIA, HONDA প্রভৃতি পৃথিবী বিখ্যাত কিছু কোম্পানি সাধারণ মানুষের জীবন যাপনের মান আরো অনেক সহজ করে দিয়েছে সেই সব বিখ্যাত কিছু কোম্পানির সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে ।
পৃথিবী বিখ্যাত কিছু কোম্পানি
1) দক্ষিণ কোরিয়া
➠ স্যামসাং, এলজি, হন্ডাই, দেয়ু
2) জাপান
➠ সোনি, আকাই, স্যানসুই, সুজুকি, ক্যানন, হিতাচি, ইয়ামাহা, নিকন, ফুজি, প্যানাসনিক, তোশিবা, হণ্ডা, টয়োটা, মিৎসুবিশি, নোভিনো, নিপ্পো, শার্প, মিনল্টা, জে ভি জি, অলিম্পাস, স্যানিও, সিটিজেন, নিশান,
3) নেদারল্যান্ডস
➠ ফিলিপস
4) ফিনল্যান্ড
➠ নোকিয়া
5) সুইডেন
➠ এরিকসন, ইলেকট্রোলাক্স
6) তাইওয়ান
➠ বেনকিউ, এইচ টি সি
7) আমেরিকা যুক্তরাষ্ট্র (USA)
➠ মাইক্রোসফট, কোডাক, মোটোরোলা, জি ই, এ আই জি, ইনটেল, আই বি এম, জেরক্স, এইচ টি, কমপ্যাক, সান মাইক্রোসিস্টেম, লেডিস, প্রোক্টার অ্যান্ড গ্যাম্বল, জি এম, ফোর্ড, এ টি অ্যান্ড টি, জনসন অ্যান্ড জনসন, কোক, পেপসি, ম্যাকডোনাল্ড, ফাইজার, কেবল অ্যান্ড অয়্যারলেস, ফেসবুক, অ্যাপল, টুইটার
8) ইটালি
➠ ফিয়াট, সেন্ট গোবন, পারফেক্টলি, প্যাজিও, ফেরারি,
9) জার্মানি
➠ সিমেন্স, আইসার, বি এম ডবলিউ, ডেইমলার ক্রাইসলার, হেনকেল, নিভিয়া, ওসরাম, ফেবার ক্যাসল, সোয়ারজকফ, বায়ার, হেইনজ, অডি
10) ফ্রান্স
➠ গার্নিয়ার, লোরিয়েল, অ্যালিয়াঞ্জ, রেনো
11) সুইজারল্যান্ড
➠ নেসলে, সিকা, রাডো
12) যুক্তরাজ্য (UK)
➠ লিভার ব্রাদার্স, ইউনিলিভার, ভোডাফোন, সিঙ্গার
13) চিন
➠ হায়ার
14) চেক প্রজাতন্ত্র
➠ বাটা
15) ভারত
➠ টাটা, রিলায়েন্স, বিড়লা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, গোদরেজ, হিরো সাইকেল, টি ভি এস, ইনফোসিস, উইপ্রো, বম্বে ডাইং, ডিএলএফ, মাইক্রোম্যাক্স
লেবেল