পদার্থবিদ্যা ও রসায়ন সংক্রান্ত আবিষ্কার ও আবিষ্কারক এর নাম গুলি অবশ্যই জেনে রাখা দরকার। কারন বেশিরভাগ সব পরীক্ষার ক্ষেত্রেই এই আবিষ্কার ও আবিষ্কারক এর নাম গুলি থেকে প্রশ্ন এসে থাকে ।
এক নজরে আবিষ্কার ও আবিষ্কারক নাম গুলো
1) ভরের অবিনাশিতা বা নিত্যতা সূত্র, বায়ু যে মিশ্র পদার্থ তার প্রমাণ কে করেন ?
ANS: ল্যাঁভয়সিয়ে
2) পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: রবার্ট হুক
3) স্থির তরল বা গ্যাসে পদার্থের ভাসনের সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: আর্কিমিডিস
4) তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র কে আবিষ্কার করেন ?
ANS: বার্নৌলি
5) তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: পাস্কাল
6) বায়ুমন্ডলের চাপ পরিমাপক পরীক্ষা, বায়ুর চাপমাপক যন্ত্র ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
ANS: টরিসেলি
7) সরল দোলকের গতি বিষয়ক সূত্র ও পতনশীল বস্তুর সূত্র, দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন ?
ANS: গ্যালিলিও
8) গ্যাসের আয়তন ও চাপ পরিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: রবার্ট বয়েল
9) গ্যাসের আয়তন ও উষ্ণতা পরিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: চার্লস
10) চুম্বকের ওপর তড়িৎ এর ক্রিয়া সংক্রান্ত পরীক্ষা কে করেন ?
ANS: ওরস্টেড
11) চুম্বকের আণবিক তত্ত্বর ধারণা কে দেয় ?
ANS: ওয়েবার
12) কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন ?
ANS: ম্যাক্স প্লাঙ্ক
13) কোয়ান্টাম মেকানিক্সের সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: শ্রডিনজার
14) পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহমাত্রর সম্পর্কে ধারণা কে দিয়েছিলেন ?
ANS: ওহম
15) অষ্টক সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: নিউ ল্যান্ড
16) পর্যায় সারণী ধারণা কে দিয়েছিলেন ?
ANS: মেন্ডেলিফ
17) ইলেকট্রন কণা আইসোটোপ ভর বর্ণালিবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন ?
ANS: জে জে থমসন
18) প্রোটন কণা কে আবিষ্কার করেন ?
ANS: রাদারফোর্ড
19) পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস কে আবিষ্কার করেন ?
ANS: রাদারফোর্ড
20) নিউটন কণা কে আবিষ্কার করেন ?
ANS: চ্যাডউইক
21) রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দূরীকরণ কে করেন ?
ANS: নীলস বোর
22) স্থির তড়িৎ এর সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: কুলম্ব
23) আলোর প্রতিসরণের প্রথম সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: টলেমি
24) আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: স্নেল
25) এক্স রশ্মি কে আবিষ্কার করেন ?
ANS: রন্টজেন
26) world-wide-web (WWW) কে আবিষ্কার করেন ?
ANS: টিম বার্নার্স লি
27) গ্রহের গতি সংক্রান্ত সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: জোহান্স কেপলার
28) বৈদ্যুতিক মোটর কে আবিষ্কার করেন ?
ANS: মাইকেল ফ্যারাডে
29) পারমাণবিক চুল্লি কে আবিষ্কার করেন ?
ANS: এনরিকো ফার্মি
30) আপেক্ষিকতাবাদ তত্ত্ব, আলোক তড়িৎ ক্রিয়া কে আবিষ্কার করেন ?
ANS: অ্যালবার্ট আইনস্টাইন
31) তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন ?
ANS: মাইকেল ফ্যারাডে
32) মহাকর্ষ সূত্র, গতিসূত্র (প্রথম, দ্বিতীয়, তৃতীয়) কে আবিষ্কার করেন ?
ANS: আইজ্যাক নিউটন
33) তড়িৎ কোষ (তড়িৎ যুগের সূচনা) কে করেন ?
ANS: আলেসান্দ্রো ভোল্ট
34) অণুবাদ ধারনা কে দেয় ?
ANS: অ্যাভোগাড্রো
35) ভারতীয় বিজ্ঞানী, যিনি প্রথম পরমাণুর কথা বলেন তিনি কে ?
ANS: কণাদ
36) বোস সংখ্যায়ন তত্ত্ব কে আবিষ্কার করেন ?
ANS: সত্যেন্দ্রনাথ বসু
38) মহাজাগতিক রশ্মি সংক্রান্ত, 'ক্যাসকেড তত্ত্ব' কে আবিষ্কার করেন ?
ANS: ওয়াল্টার হাইটলার ও হোমিও জাহাঙ্গীর ভাবা
39) থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন কে আবিষ্কার করেন ?
ANS: মেঘনাথ সাহা
40) মারকিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন ?
ANS: প্রফুল্ল চন্দ্র রায়
41) ইউরিয়া স্টিবামাইন ( কালাজ্বরের ওষুধ ) কে আবিষ্কার করেন ?
ANS: উপেন্দ্র ব্রহ্মচারী
42) সূর্য যে স্থির এবং তা ঘোরে না - একথা প্রথম কে ঘোষণা করেন ?
ANS: আর্য ভট্ট
43) পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে তা প্রথম কে ঘোষণা করেন ?
ANS: পিথাগোরাস
44) পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এই তত্ত্ব কে আবিষ্কার করেন ?
ANS: গ্যালিলিও
45) পৃথিবী যে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে এই তথ্য প্রথম কে প্রমাণ করেন ?
ANS: কোপারনিকাস
46) তড়িৎ চুম্বকত্ব কে আবিষ্কার করেন ?
ANS: অ্যামপিয়ার
47) বিন্দু, রেখা, তল সম্বন্ধে প্রথম কে আলোকপাত করেন ?
ANS: প্লেটো
48) কনিক (Conic ) জ্যামিতি সূত্র কে আবিষ্কার করেন ?
ANS: অ্যাপোলোনিয়াস
49) স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন ?
ANS: জেমস ওয়াট
50) বাষ্প চালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন ?
ANS: জর্জ স্টিফেনসন
51) নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন ?
ANS: হামফ্রে ডেভি
52) বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন ?
ANS: থমাস আলভা এডিসন
53) বেতার তরঙ্গের সাহায্যে সংকেত প্রেরণ প্রথম কে করে দেখান ?
ANS: জগদীশচন্দ্র বসু
54) বেতার যন্ত্র রেডিও কে আবিষ্কার করেন ?
ANS: মারকনি
55) তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন ?
ANS: হেনরি বেকারেল
56) তেজস্ক্রিয় মৌল রেডিয়াম ও পোলোনিয়ম কে আবিষ্কার করেন ?
ANS: মাদাম কুরি ও পিয়ের কুরি
57) অনিশ্চয়তা তত্ত্ব কে আবিষ্কার করেন ?
ANS: হাইজেনবার্গ
58) টেলিভিশন কে আবিস্কার করেন ?
ANS: জন বেয়ার্ড
59) টেলিফোন কে আবিষ্কার করেন
ANS: গ্রাহাম বেল
60) ট্রানজিস্টার কে আবিষ্কার করেন ?
ANS: বার্ডেন, ব্রাটেন, শকলি
61) পরমাণু বোমা কে আবিস্কার করেন ?
ANS: যে রবার্ট ওপেনহাইমার
লেবেল