Wbp 2021 Geography MCQ GK in Bengali | এক নজরে সৌরজগৎ

 The solar system

সৌরজগতের বিভিন্ন গ্রহ ও নক্ষত্র গুলি সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি আলোচনা করা হয়েছে । যে প্রশ্ন গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে । 


এক নজরে সৌরজগৎ 


1) সৌরজগৎ নিকটতম নক্ষত্রের নাম কি ? 

ANS:  প্রক্সিমা সেন্টাউরি  

2) সৌরজগতের বাইরে উজ্জ্বল তম নক্ষত্র কোন টি ?

ANS:  সিরিয়াস (অপর নাম ডগ স্টার)

3) পৃথিবীর যমজ গ্রহ কোনটি ?

ANS:  শুক্র 

4) 'গ্রেড রেড স্পট' কোন গ্রহে দেখা যায় ?

ANS:  বৃহস্পতি 

5) কোন কোন গ্রহে বলয় দেখা যায় ?

ANS:  বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 

6) পৃথিবীর একমাত্র উপগ্রহ কোন টি ?

ANS:  চাঁদ 

7) মঙ্গলের উপগ্রহের নাম কি ?

ANS:  ফোবোস ও ডিমোস 

8) কোন গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান 

ANS:  শুক্র 

9) কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান  ?

ANS:  মঙ্গল 

10) কোন কোন গ্রহকে অন্তঃস্থ গ্রহ বলা হয় ?

ANS:  বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল ।

11) কোন কোন গ্রহকে বহিঃস্থ গ্রহ বলা হয় ?

ANS:  বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 

12) কোন দুটি গ্রহ কে বহিঃস্থ জমজ গ্রহ বলা হয় 

ANS:  ইউরেনাস এবং নেপচুন 

13) কোন দুটি গ্রহের মধ্যে গ্রহাণু পুঞ্জো অবস্থিত  

ANS:  মঙ্গল ও বৃহস্পতি 

14) সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি ?

ANS:  গ্যানিমিড (বৃহস্পতির উপগ্রহ)

15) কোন কোন গ্রহে বরফের আচ্ছাদন আছে ?

ANS:  পৃথিবী ও মঙ্গল 

16) শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি ?

ANS:  টাইটান 

17) কোন গ্রহের বায়ুমন্ডলে অধিকাংশ কার্বন-ডাই-অক্সাইড রয়েছে ?

ANS:  শুক্র গ্রহ (96.5%)

18) গ্যালিলিও উপগ্রহ কি ?

ANS:  লো, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো 

19) কোন উপগ্রহের পৃথিবীর মতো বায়ুমণ্ডল আছে ?

ANS:  টাইটান

20) সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?

ANS:  বুধ 

21) কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে ?

ANS:  বৃহস্পতি (69 টি উপগ্রহ)

22) সবচেয়ে দ্রুত কোন গ্রহ সূর্যকে পরিক্রমণ করে ?

ANS:  বুধ

23) দ্রুততম আবর্তন কারি গ্রহের নাম কি ?

ANS:  বৃহস্পতি 

24) একমাত্র কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে ?

ANS:  শুক্র 

25) কোন গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায় ?

ANS:  নেপচুন 

26) কোন গ্রহ সূর্যকে পরিক্রমণ এর ক্ষেত্রে ধীরতম ?

ANS:  নেপচুন 

27) কোন গ্রহ আবর্তন এর দিক থেকে ধীরতম ?

ANS:  শুক্র 

28) চাঁদের মতো গহ্বরময় পৃষ্ঠ কোন গ্রহে আছে 

ANS:  বুধ 

29) মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম কি ?

ANS:  অলিম্পাস মনস (মাউন্ট এভারেস্টের উচ্চতার তিনগুণ) 

30) সূর্য থেকে বড় নক্ষত্রের নাম কি ?

ANS:  নিউটন স্টার অথবা পালসার 

31) চাঁদ সংক্রান্ত গবেষণার নাম কি ?

ANS:  সেলেনোলজি 

32) সৌরজগৎ কোন ছায়াপথের (Galaxy) অন্তর্গত ?

ANS:  আকাশগঙ্গা (Milky Way)