দিল্লিতে অবস্থিত বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে ।
বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল
1) রাজঘাট
➠ মহাত্মা গান্ধীর সমাধিস্থল
2) বিজয়ঘাট
➠ লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল
3) কিষাণ ঘাট
➠ চৌধুরী চরণ সিং
4) অভয় ঘাট
➠ মোরারজি দেশাই
5) মহাপ্রয়াণ ঘাট
➠ ড : রাজেন্দ্র প্রসাদ
6) শান্তিবন
➠ জওহরলাল নেহরু
7) শক্তিস্থল
➠ ইন্দিরা গান্ধী
8) একতাস্থল
➠ জ্ঞানী জৈল সিং , চন্দ্রশেখর
9) সমতাস্থল
➠ জগজীবন রাম
10) বীরভূমি
➠ রাজীব গান্ধী
11) কর্মভূমি
➠ ড : শঙ্করদয়াল শর্মা
12) উদয়ভূমি
➠ কে আর নারায়ন
এই POST টি থেকে যদি তুমি কোনো উপকার পেয়ে থাকো , তো অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে POST টি শেয়ার করো । সম্পূর্ণ POST টি পড়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই ।
লেবেল