ভারতের গণপরিষদের 100 % কমন যোগ্য MCQ প্রশ্ন উত্তর

ভারতের গণপরিষদের 100 % কমন যোগ্য MCQ প্রশ্ন উত্তর

গণপরিষদের সভাপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ । ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ । ভারতের সংবিধান 26 শে জানুয়ারি 1950 সালে ঘোষণা হয় । এছাড়াও ভারতের গণপরিষদের থেকে বিগত পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি নিচে আলোচনা করা হয়েছে, এক নজরে দেখে নিন । 


ভারতের গণপরিষদের বিগত সব বছরের পরীক্ষার প্রশ্ন উত্তর 


1) গণপরিষদের সভাপতি কে ছিলেন ?

ANS: ডঃ রাজেন্দ্র প্রসাদ

2) কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ ? 

ANS: ক্যাবিনেট মিশন প্ল্যান

3) ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা হয় ? 

ANS: 26 শে জানুয়ারি, 1950 সালে 

4) ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দিন থেকে কার্যকরী হয় ?

ANS: 26 শে জানুয়ারি, 1950 সালে 

5) কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে ?

ANS: 1950 সালে

6) কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা ?

ANS: 9 ডিসেম্বর, 1946 সালে

7) ভারতের সংবিধান রচনা করেছে কারা ?

ANS: ভারতের গণপরিষদ 

8) নিম্নলিখিত সময় গুলির মধ্যে কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে ? 

ANS: ডিসেম্বর 1946 - নভেম্বর 1949 সালে

9) ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ? 

ANS: ডঃ বি আর আম্বেদকর 

10) গণপরিষদের সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত ছিলেন ? 

ANS: প্রাদেশিক আইন সভার সদস্যগণ দ্বারা নির্বাচিত

11) কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ?

ANS: ডঃ বি আর আম্বেদকর 

12) ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ?

ANS: 1949 সালের 26 শে নভেম্বর

13) ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ?

ANS: 308 জন 

14) 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন কে ?

ANS: ডা: সচিদানন্দ সিনহা 

15) ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে ?

ANS: গণপরিষদ দ্বারা 

16) কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল ?

ANS: 1935 সালে 

17) গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ?

ANS: ডক্টর সচিদানন্দ সিনহা 

18) 1946 সালের 11 ডিসেম্বর, কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে কে নির্বাচিত হন ?

ANS: রাজেন্দ্র প্রসাদ 

19) গণপরিষদ যখন গঠিত হয় তখন তার সদস্য সংখ্যা কত ছিল ? 

ANS: 389 জন 

20) ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল ? 

ANS: 13 টি 

21) কাকে ভারতীয় সংবিধানের স্থাপিত বলে মনে করা হয় ?

ANS: বি . আর আম্বেদকর কে 

22) মুসলিম লীগের সদস্যগণ নাম প্রত্যাহার করে নেবার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিলে ?

ANS: 299 জন 

23) চেয়ারম্যানসহ ড্রাফটিং কমিটি তে মোট কতজন সদস্য ছিলেন ?

ANS: 7 জন 

24) কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায় ? 

ANS: স্বরাজ পার্টি 

25) কি পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো ?

ANS: সর্বসম্মতিক্রমে 

26) নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণপরিষদ গঠনের অংশগ্রহণ করেনি ?

ANS: কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 

27) কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন ?

ANS: বি.এন রাউ 

28) কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন ?

ANS: জহরলাল নেহরু 

29) গণপরিষদের প্রথম সভায় আয়োজিত হয়েছিল কবে ?

ANS: 9 ডিসেম্বর, 1946 সালে 

30) কে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ? 

ANS: বি আর আম্বেদকর 

31) ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল কবে ?

ANS: 26 শে জানুয়ারি 1950 সালে 

32) ভারতবর্ষের সংবিধান হলো -

ANS: পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান 

33) নিচের কোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ ?

ANS: ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 সালে 

34) কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ?

ANS: ডা: সচিদানন্দ সিনহা 

35) সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ?

ANS: 1948 সালে 

36) জহরলাল নেহরু গণপরিষদের উদ্দেশ্য মূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন কবে ? 

ANS: 1947 সালের, 22 শে জানুয়ারি 

37) 1949 সালের 26 শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি কার্যকর হয় ? 

ANS: নাগরিকতা সংক্রান্ত বিধিব্যবস্থা, নির্বাচন, কার্যনির্বাহী সংসদ 

38) গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহার নাম গণ পরিষদের কার্যনির্বাহী সভাপতির রূপে ঘোষিত হয়েছিল কারণ তিনি ছিলেন ? 

ANS: গণপরিষদের প্রবীণতম সদস্য 

39) গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনার নাম কার্যনির্বাহী সভাপতি পদের জন্য প্রস্তাব করেন কে ?

ANS: জে.বি কৃপালিনী