উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ ও সেগুলির রচিয়তা

Notable ancient texts and their authors

বুদ্ধচরিত ও সূত্রালঙ্কার গ্রন্থের রচয়িতা অশ্বঘোষ । শতসাহস্রিকা-প্রজ্ঞাপারমিতা, মাধ্যমিক সূত্র, গ্রন্থের রচয়িতা নাগার্জুন । মুদ্রারাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থের রচয়িতা বিশাখদত্ত । কামসুত্র গ্রন্থের রচয়িতা বাৎসায়ন । নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা ভরত মুনি। কিরাতার্জুনীয়ম গ্রন্থের রচয়িতা ভারবি । বৃহৎসংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা, সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা বরাহমিহির । মত্ত বিলাস (প্রহসন) গ্রন্থের রচয়িতা মহেন্দ্র বর্মন । দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থের রচয়িতা বল্লাল সেন । আর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা আর্য ভট্ট । রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ গ্রন্থের রচয়িতা হর্ষবর্ধন । অভিজ্ঞান শকুন্তলম, মেঘদুত, কুমারসম্ভব, মালবিকাগ্নিমিত্রম গ্রন্থের রচয়িতা কালিদাস । মিলিন্দপঞহো গ্রন্থের রচয়িতা নাগসেন । বৃহৎকথা গ্রন্থের রচয়িতা গুণাঢ্য । রাজনীতি গ্রন্থের রচয়িতা শুক্রাচার্য । চরক সংহিতা গ্রন্থের রচয়িতা চরক । সুশ্রুত সংহিতা গ্রন্থের রচয়িতা শুশ্রুত । অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা পাণিনি । আয়ুর্বেদ দীপিকা গ্রন্থের রচয়িতা চক্রপাণি দত্ত । গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতা জয়দেব । মঙ্গল কাব্য গ্রন্থের রচয়িতা বিজয় গুপ্ত । কাদম্বরী গ্রন্থের রচয়িতা বানভট্ট । এছাড়াও  অনেক উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ ও  ও তার রচয়িতার সম্পর্কে নিচে আলোচনা করা হলো । 


   ●  প্রাচীন গ্রন্থ ও সেগুলির রচিয়তা 


         গ্রন্থ         রচয়িতা              

1) বুদ্ধচরিত    -  অশ্বঘোষ 

2) সূত্রালঙ্কার  -  অশ্বঘোষ 

3) শতসাহস্রিকা-প্রজ্ঞাপারমিতা - নাগার্জুন 

4) মাধ্যমিক সূত্র - নাগার্জুন 

5) মুদ্রারাক্ষস - বিশাখদত্ত

6) দেবী চন্দ্রগুপ্তম - বিশাখদত্ত 

7) কামসুত্র - বাৎসায়ন

8) নাট্যশাস্ত্র - ভরত মুনি 

9) কিরাতার্জুনীয়ম - ভারবি 

10) বৃহৎসংহিতা -  বরাহমিহির

11) পঞ্চসিদ্ধান্তিকা - বরাহমিহির

12) সূর্যসিদ্ধান্ত - বরাহমিহির 

13) মত্ত বিলাস (প্রহসন) - মহেন্দ্র বর্মন 

14) দানসাগর - বল্লাল সেন

15) অদ্ভুতসাগর - বল্লাল সেন 

16) আর্য সিদ্ধান্ত - আর্য ভট্ট

17) রত্নাবলী - হর্ষবর্ধন

18) প্রিয়দর্শিকা - হর্ষবর্ধন

19) নাগানন্দ - হর্ষবর্ধন 

20) অভিজ্ঞান শকুন্তলম - কালিদাস

21) মেঘদুত - কালিদাস

22) কুমারসম্ভব - কালিদাস

23) মালবিকাগ্নিমিত্রম - কালিদাস 

24) মিলিন্দপঞহো - নাগসেন 

25) বৃহৎকথা - গুণাঢ্য

26) রাজনীতি - শুক্রাচার্য

27) চরক সংহিতা - চরক

28) সুশ্রুত সংহিতা - শুশ্রুত

29) অষ্টাধ্যায়ী - পাণিনি

30) আয়ুর্বেদ দীপিকা - চক্রপাণি দত্ত 

31) গীতগোবিন্দ - জয়দেব

32) মঙ্গল কাব্য - বিজয় গুপ্ত

33) কাদম্বরী - বানভট্ট