Staff Selection Commission Exam Last minute suggestions

Staff Selection Commission Exam Last minute suggestions

স্টাফ সিলেকশন কমিশন এর নেওয়া আট বাহিনীর কনস্টেবল পদের লিখিত পরীক্ষা হবে 16 নভেম্বর 2021 । এই আট বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন গুলি নীচে আলোচনা করা হয়েছে । যে প্রশ্নগুলি আগামী 8 বাহিনীর কনস্টেবল পদ ও বিভিন্ন রকম সরকারি পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে । 

Staff Selection Commission Exam Last minute suggestions 


1) হর্ষচরিত কার রচনা ?

ANS:  বানভট্ট 

2) 'রাজতরঙ্গিনী ' রচয়িতা কে ?

ANS:  কলহন 

(3) 'ব্রিটিশ ভারতের ইতিহাস' কে লিখেছেন ? 

ANS:  জেমস মিল 

4) সিন্ধু অধিবাসীদের কোন জন্তু অজ্ঞাত ছিল ?

ANS:  ঘোড়া 

5) সিন্ধু অধিবাসীদের কোন ধাতুর ব্যবহার জানতো না ?

ANS:  লোহা 

6) বিখ্যাত সংস্কৃত নাটক 'নাগানন্দ' ও 'রত্নাবলী' কে রচনা করেন ?

ANS:  হর্ষবর্ধন 

7) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কত সালে ?

ANS:   1919 সালে 

8) মধ্যযুগের ইতিহাসে কে 'জিন্দাপীর' নামে সুপ্রসিদ্ধ ছিলেন ?

ANS:  ওরঙ্গজেব 

9) কোন জাতীয় নেতা স্বাধীনতা সংগ্রামের সময় 'দেশপ্রিয়' নামে পরিচিত ছিলেন ? 

ANS:  যতীন্দ্রমোহন সেনগুপ্ত 

10) আইহোল শিলালিপিতে কোন সম্রাটের কীর্তি কথা লেখা হয়েছে ?

ANS:  দ্বিতীয় পুলকেশী 

11) পশ্চিমঘাট পর্বতমালার উত্তরাংশ কি নামে পরিচিত ?

ANS:  সহ্যাদ্রি 

12) ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয় ?

ANS:  অগ্নাশয়ের প্যানক্রিয়াস 

13) লেড পেন্সিল এর উপাদান কি ?

ANS:  গ্রাফাইট 

14) মার্স গ্যাস কি ?

ANS:  মিথেন 

15) কুইনাইন কোন গাছ থেকে ক্ষরিত হয় ?

ANS:  সিঙ্কোনা গাছ থেকে 

16) মানবদেহের ক্রেনিয়াল নার্ভ এর সংখ্যা কত জোড়া ?

ANS:  12 জোড়া 

17) সর্বাপেক্ষা বৃহৎ প্রাণী কোষ কি ?

ANS:  উট পাখির ডিম 

18) পেস্টিসাইড প্রধানত কোথায় ব্যবহৃত হয় ?

ANS:  শস্যক্ষেত্রে 

19) গয়াটার যে অঙ্গে হয় তার নাম কি ?

ANS:  থাইরয়েড 

20) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?

ANS:  ভিটামিন D 

21) এইডস রোগের কারণ কি ?

ANS:  ভাইরাস 

22) সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?

ANS:  ডা: সচিদানন্দ সিনহা 

23) বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত আছে ?

ANS:  6 টি 

24) বর্তমানে আর কোনটি মৌলিক অধিকার নয় ?

ANS:  সম্পত্তির অধিকার 

25) রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে কত বছর বয়সের প্রয়োজন ?

ANS:  35 বছর 

26) ভারতের CAG কে নিয়োগ করেন ?

ANS:  রাষ্ট্রপতি 

27) ভারতের পরিকল্পনা কমিশনের মোট সদস্য সংখ্যা কত জন ?

ANS:  11 জন 

28) ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় ?

ANS:   1950 সালের মার্চ মাসে 

29) কত সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক স্থাপিত হয় ?

ANS:  1935 সালের 1 লা এপ্রিল 

30) আধুনিক ভারতের বৃহত্তম শিল্প কোনটি ?

ANS:  বস্ত্র শিল্প 

31) জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়েছিল 

ANS:  1951 সালে 

32) বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি ?

ANS:  জামনগর 

33) চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?

ANS:  উত্তর প্রদেশ 

34) কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

ANS:  নওগাঁ (আসাম ) 

35) তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?

ANS:  ওড়িশা 

36) ন্যূনতম কত বছর বয়সে রাষ্ট্রপতি হওয়া যায় ?

ANS:  35 বছর 

37) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান এখন কে ? 

ANS:  অধ্যাপক ধীরেন্দ্র পাল সিং 

38) 2017 সালে বাংলা সাহিত্যে কে সাহিত্য একাডেমী পুরস্কার পেয়েছেন ?

ANS:  সাহিত্যিক আফসার আহমেদ 

39) ভারতের কোন শহরে সম্পতি রোবট থিমের প্রথম রেস্তোরাঁ চালু হলো ?

ANS:  চেন্নাই 

40) ভারতের কোন রাজ্যে গো সুরক্ষা কমিটি তৈরি হতে চলেছে ?

ANS:  উত্তর প্রদেশ 

41) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে ?

ANS:  জয়রাম ঠাকুর 

42) বেতলা জাতীয় উদ্যান (BNP) ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

ANS:  ঝাড়খন্ড 

43) 2018 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) এর বার্ষিক সম্মেলন কোন দেশের কোন শহরে অনুষ্ঠিত হয় ?

ANS:  সুইটজারল্যান্ডের দাভোস শহরে 

44) বিশ্ব জল দিবস (GGD) কবে পালিত হয় ?

ANS:  22 মার্চ 

45) মৌসুমী রাজ্য বলা হয় কাকে ?

ANS:  পশ্চিমবঙ্গ 

46) পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি ?

ANS:  আসানসোল 

47) কত সালে ভারত অলিম্পিকে প্রথম স্বর্ণপদক পায় ?

ANS:  1928 সালে 

48) কোন দেশ ওপেকের সদস্য পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে ?

ANS:  ইন্দোনেশিয়া 

49) ম্যালেরিয়া প্রোটোজোয়ার বাহক কে ?

ANS:  স্ত্রী অ্যানোফিলিস মশা 

50) বেকারি শিল্পে কোন পদার্থ ব্যবহার করা হয় ?

ANS:  বেকিং পাউডার 

51) সাবান তৈরির সময় উপজাত পদার্থ হিসেবে কোন পদার্থ বেশি পরিমাণে পাওয়া যায় ?

ANS:  গ্লিসারল 

52) 'রচেলি সল্ট ' কী ?

ANS:  সোডিয়াম পটাশিয়াম টারট্রেট 

53) মাস্টার্ড গ্যাস কোন কাজে ব্যবহার করা হয় ?

ANS:  যুদ্ধের ময়দানে বিষাক্ত গ্যাস রূপে 

54) কৃত্তিম বৃষ্টি সৃষ্টির জন্য বীজ হিসাবে যে পদার্থ ব্যবহার করা হয় তার নাম কি ?

ANS:  সিলভার আয়োডাইড 

55) কোন মৌলকে সুপার হ্যালোজেন বলে ?

ANS:  ফ্লোরিন 

56) শেরশাহ সূরীর আমলে কোন এককে দূরত্ব পরিমাপ করা হতো ?

ANS:  ক্রোশ 

57) দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর ?

ANS:  দ্রাবিড় জাতি 

58) সমুদ্রগুপ্তের স্ত্রীর নাম কি ছিল ?

ANS:  রানী দত্তা দেবী 

59) আন্ধ্রা বংশের শেষ রাজা কে ছিলেন ?

ANS:  পুলোমারি 

60) 'দ্বাদশাদিত্য' কার উপাধি ছিল ?

ANS:  তৃতীয় চন্দ্রগুপ্তের 

61) অভিনব ভারত বিপ্লবী সমিতি কে গঠন করেন ?

ANS:  দামোদর সাভারকার 1904 সালে 

62) ভারতে প্রথম পশু চিকিৎসালয় কে তৈরি করেন ?

ANS:  সম্রাট অশোক 

63) প্রাচীনকালে চেদি রাজ্য একালের কোথায় রয়েছে ?

ANS:  বর্তমানে ভারতের বুন্দেলখন্ড 

64) 'প্রকাণ্ড'  যশা কার উপাধি ছিল ?

ANS:  জয় গুপ্তের 

65) শুঙ্গ বংশের শেষ রাজা দেব ভুতিকে কে গুপ্তভাবে হত্যা করান ?

ANS:  দেবভূতির ব্রাহ্মণ মন্ত্রী বাসুদেব 

66) গঙ্গা ও অলকানন্দা নদী কোথায় মিলিত হয়েছে ?

ANS:  দেবপ্রয়াগে 

67) সাতপুরার পূর্বাংশ কি নামে পরিচিত ?

ANS:  মহাকাল পর্বত 

68) কার্ডামম পাহাড়ে সবচেয়ে দক্ষিণের গিরিপথ টির নাম কি ?

ANS:  শেঙ্কোটা 

69) সাতপুরা কি ধরনের পর্বত ?

ANS:  স্তুপ পর্বত 

70) বানম কার উপনদী ?

ANS:  চম্বল নদীর 

71) দোদাবেতার পাদদেশে কোন বিখ্যাত শৈলশহর অবস্থিত ?

ANS:  উদগামন্ড বাউটি 

72) দাক্ষিণাত্য মালভূমির পূর্বে তরঙ্গায়িত উচ্চভূমি কি নামে পরিচিত ?

ANS:  ময়দান 

73) কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত রূপ কি নামে পরিচিত ?

ANS:  হলদি 

74) পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি থাকে কোন অবস্থানে ?

ANS:  অপসূর অবস্থানে 

75) কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বিবাদ দেখা দিলে তার মীমাংসা কে করে ?

ANS:  সুপ্রিম কোর্ট 

76) সর্বপ্রথম পারিবারিক আদালত কোথায় চালু হয় ?

ANS:  বেঙ্গালুরু 

77) ভারতের গরীব মানুষরা যাতে বিনা খরচে আইনি সাহায্য পেতে পারেন সেজন্য সংবিধানের কততম সংশোধন করা হয় ?

ANS:  42 তম 

78) কমপক্ষে বছরে কতবার বিধানসভার অধিবেশন ডাকতে হয় ?

ANS:  দুবার 

79) রাজ্য সরকারের প্রশাসন ব্যবস্থার সর্বনিম্ন একক কি ?

ANS:  ব্লক 

80) কবে ব্রিটিশ সরকার শ্বেতপত্র প্রকাশ করে ?

ANS:  1933 সালে 

81) জমি অধিগ্রহণ বিল কবে পাস হয় ? 

ANS:  2012 সালে 

82) ভারতের নতুন রাজ্য গঠনের ক্ষমতা শুধুমাত্র কার হাতে রয়েছে ?

ANS:  পার্লামেন্টের 

83) সরকারের কোন বিভাগ বিচারপতিদের পদচ্যুত করে ?

ANS:  আইন বিভাগ 

84) IDFC ফাস্ট ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে ?

ANS:  ভি. বৈদ্যনাথন 

85) মার্কিনি ওয়েব পরিষেবা প্রদানকারী কোম্পানি ইয়াহুর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?

ANS:  জিম ল্যানজন 

86) ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল এর প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?

ANS:  জি.এস. পান্নু 

87) কাকে সম্প্রতি অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করলো আন্ধ্রাপ্রদেশ সরকার ?

ANS:  ভারতীয় স্টেট ব্যাংক এর প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার 

88) তিন বছরের জন্য এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি মনোনীত হলেন ?

ANS:  হর্ষ ভূপেন্দ্র বাঙ্গারি 

89) কোন কোম্পানির সম্পত্তি পালস নামে অনলাইন প্লাটফর্ম লঞ্চ করল ?

ANS:  ফোন পে 

90) ভারতের কোন রাজ্যের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্প্রতি 300 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দান করল ?

ANS:  মহারাষ্ট্র 

91) কোন ব্যাংক সম্প্রতি বব ওয়ার্ল্ড' নামে ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম চালু করার কথা ঘোষণা করেছে ?

ANS:  ব্যাঙ্ক অফ বরোদা 

92) বিশ্বের উচ্চতম মোটর গাড়ি চলাচল যোগ্য সড়ক সম্প্রতি কোথায় তৈরি হলো ?

ANS:  লাদাখ 

93) 2021 সালে কারা 63 তম রামোন ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন ?

ANS:  রবার্তো ব্যালন (ফিলিপিন্স),  মোঃ আমজাদ শাকিব (পাকিস্তান),  ফিরদৌসি কাদরি (বাংলাদেশ), স্টিভেন মুন্সি (দক্ষিণ-পূর্ব এশিয়া) ও ওয়াচডগ (ইন্দোনেশিয়া ) 

94) রাজ্যসভার সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?

ANS:  ডা: পরাশরাম পট্টাভি কেশব রামাচার্যুলু । 

95) ভারতীয় স্টেট ব্যাংক সম্প্রতি কোথায় একটি হাউজ বোর্ডের উপর ভাসমান এটিএম চালু করল ?

ANS:  জম্বু কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকে 

96) প্রথম ও একমাত্র ভারতীয় হিসাবে কে সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হলেন ? 

ANS:  দোর্জে আংচুক 

97) ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এর ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?

ANS:  ডাক্তার বালাসুব্রামানিয়াম ভেঙ্কট রামন 

98) উত্তরখণ্ডের রাজ্যপাল হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?

ANS:  গুরমিত সিং 

99) বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ দু বছরের বেশি বয়সী শিশুদের কোভিড-19 টিকা দিচ্ছে ?

ANS:  কিউবা 

100) সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ডেল স্টেইন কোন দেশের ক্রিকেটার ? 

ANS:  দক্ষিন আফ্রিকা