সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স WBP 2021 প্রিলিমিনারী Exam পরীক্ষার্থীদের বিশেষভাবে সাহায্য করবে। যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাবছ তাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশন টি অবশ্যই একবার দেখে নাও ।
WBP 2021 প্রিলিমিনারী Exam লাস্ট মিনিট 100% কমন যোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স
1) আফগানিস্তানের নতুন নাম কি ?
ANS: ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান
2) কোন সংস্থা সম্প্রতি ভারতের প্রথম দেশীয় মোটর চালিত হুইলচেয়ার গাড়ি 'NeoBolt' তৈরি করল ?
ANS: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাসা
3) 'আন্তর্জাতিক কুকুর দিবস' কবে পালিত হয় ?
ANS: 26 আগস্ট
4) করোনায় স্বামী হারানো মহিলাদের সাহায্য করতে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'মিশন বাৎসল্য' প্রকল্প চালু করল ?
ANS: মহারাষ্ট্র
5) "ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন " সম্প্রতি কোথায় ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্ট তৈরি করল ?
ANS: উত্তরপ্রদেশের মথুরা
6) "ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন" এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?
ANS: প্রমোদ কুমার মেহেরদা
7) দিল্লি সরকারের দেশকে mentors' উদ্যোগ এর প্রচার দূত হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?
ANS: বলিউড অভিনেতা সোনু সুদ
8) এবছর 28 আগস্ট প্রধানমন্ত্রী "জন ধন যোজনা " কত বছর পূর্ণ করল ?
ANS: সাত বছর (2014 সালের 28 শে আগস্ট এই যোজনা শুরু হয়েছিল)
9) কোথায় সম্প্রতিক আইকনিক মিউজিয়াম অন হুইলস উদ্বোধন হলো ?
ANS: কলকাতা
10) কোথায় সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাতীয় জিন ব্যাংকের উদ্বোধন হলো ?
ANS: ন্যাশনাল ব্যুরো অফ প্লান্ট জেনেটিক রিসোর্সেস (পুসা না দিল্লিতে)
11) কোন দেশ সম্প্রতি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি রকেট "ফতা-১' সফল পরীক্ষা করলো ?
ANS: পাকিস্তান
12) সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে উদ্ধোধন হতে চলেছে বিশ্বের সবথেকে বড় ও উঁচু পর্যবেক্ষণীয় চাকা । চাকা টির নাম কি ?
ANS: Ain Dubai
13) সম্প্রতি প্রয়াত সিদ্ধার্থ শুক্লা (বয়স 40 বছর ) কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
ANS: অভিনেতা
14) ভারতের কোন রাজ্য সরকার 'সম্প্রতি আত্মনির্ভর কৃষি যোজনা' চালু করল ?
ANS: অরুণাচল প্রদেশ
15) রাষ্ট্রীয় ইস্পাত নিগাম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?
ANS: অতুল ভাট
16) সম্প্রতি কটিদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলো ?
ANS: তিনটি (বাংলাদেশ উরুগুয়ে ও সংযুক্ত আরব আমিরশাহী
17) কোন কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য 'সাথ ' নামে একটি গ্রামীণ উদ্যোগ কর্মসূচি চালু করল ?
ANS: জম্বু ও কাশ্মীর
18) সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?
ANS: সুমন শর্মা
19) ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে 'SIMBEX' নামে নৌসেনা অনুষ্ঠানে অংশ নিয়েছিল ?
ANS: সিঙ্গাপুর
20) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের জন্য 27 পার্সেন্ট সংরক্ষণের ঘোষণা করল ?
ANS: মধ্যপ্রদেশ
খেলাধুলা
21) 2020 সালের টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রথম সোনার পদক পেলেন কে ?
ANS: নীরাজ চোপরা ( ৮৭.৫৮) মিটার ছুড়ে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনার পদক পেয়েছেন তিনি ।
22) 2020 সালে টোকিও অলিম্পিকে ভারত মোট কয়ট পদক পেয়েছে ?
ANS: 7টি (১টি সোনার পদক, ২টি রুপোর পদক, ও ৪ টি ব্রোঞ্জ পদক )
23) 2020 সালের টোকিও প্যারা অলিম্পিক গেমসে ভারত থেকে মোট কতজন খেলোয়াড় অংশ নিয়েছেন ?
ANS: 58 জন
24) সম্প্রতি অবসর নেওয়া 'উন্মুক্ত চাঁদ' কোন খেলার সঙ্গে যুক্ত ?
ANS: ক্রিকেট
25) 130 তম ডুরান্ড কাপ কোন শহরে অনুষ্ঠিত হবে ?
ANS: কলকাতা
26) সম্প্রতি প্রয়াত ও গোপাল ভেংরা (75 বছর) কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
ANS: হকি
27) সম্প্রতি প্রয়াত গার্ড মুলার (75 বছর) কোন দেশের প্রখ্যাত ফুটবলার ছিলেন ?
ANS: জার্মানি
28) 2021 সালে কে নবম আন্তর্জাতিক দাবা ফেডারেশন বিশ্বকাপ জিতলেন ?
ANS: পোলান্ডের 23 বছর বয়সী গ্র্যান্ডমাস্টার জান- ক্রজিসটফ দুদা ( রাশিয়ার সের্জে কার্জাকিনকে হারিয়ে )
29) সম্প্রতি প্রকাশিত ওয়াল্ড অ্যাথলেটিকস রেংকিং এ ভারতীয় জ্যাভলিন থ্রো আর নীরাজ চোপরা স্থান কত ?
ANS: দ্বিতীয় ( প্রথম স্থানে আছেন জার্মান জ্যাভলিন থ্রোয়ার জোহানেস বেটার )
30) 'বার্সেলোনার ' সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর লিওনেল মেসি কোন ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন ?
ANS: প্যারিস সেইন্ট-জার্মেইন
31) টোকিও অলিম্পিকে সোনার পদক জয়ী নীরাজ চোপরা কে সম্মান জানাতে এবার থেকে কোন দিনটি জ্যাভলিন থ্রো দিবস হিসেবে পালিত হবে ?
ANS: 7 আগস্ট
32) 2021 সালে ইন্টার ন্যাশনাল আর্মি গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে ?
ANS: রাশিয়া
33) সম্প্রতি প্রয়াত চিন্ময় চাটার্জী (68 বছর) কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
ANS: ফুটবল
34) 2021 সালে কে 19 তম স্পিলিমবার্গো ওপন দাবা টুর্নামেন্ট জিতলেন ?
ANS: 14 বছর বয়সি ভারতীয় গ্র্যান্ডমাস্টার রৌনক সাধওয়ানি
35) ভারতের সিনিয়র মহিলা ফুটবল দলের প্রধান কোচ হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন ?
ANS: সুইডেনের থমাস ডেনেরবি
লেবেল