ভারতীয় সংবিধানের উপ প্রধানমন্ত্রী পদের কোন উল্লেখ নেই । কিন্তু স্বাধীন ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভা গঠনের সময় থেকে আজ পর্যন্ত বহুবার প্রধানমন্ত্রীর শাসনকালে কেন্দ্রীয় ক্যাবিনেটের এক বা একাধিক সদস্যকে উপ প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করতে দেখা গেছে । Administrative Reforms Commission এর প্রতিবেদনে উপ-প্রধানমন্ত্রীর অস্তিত্বের যৌক্তিকতাকে সমর্থন করা হয়েছে ।
ভারতের উপপ্রধানমন্ত্রী ও তাদের তালিকা
1) প্রধানমন্ত্রীর নাম - জহরলাল নেহেরু
যে রাজনৈতিক দল বা জোটের মন্ত্রিসভায় - কংগ্রেস
সমকালীন উপপ্রধানমন্ত্রীর নাম - বল্লভ ভাই প্যাটেল
2) প্রধানমন্ত্রীর নাম - ইন্দ্রিরা গান্ধী ( প্রথম মন্ত্রিসভায় )
যে রাজনৈতিক দল বা জোটের মন্ত্রিসভায় - কংগ্রেস
সমকালীন উপপ্রধানমন্ত্রীর নাম - মোরারজি দেশাই
3) প্রধানমন্ত্রীর নাম - মোরারজি দেশাই
যে রাজনৈতিক দল বা জোটের মন্ত্রিসভায় - জনতা দল
সমকালীন উপপ্রধানমন্ত্রীর নাম - শ্রী চরণ সিং , জগজীবন রাম
4) প্রধানমন্ত্রীর নাম - চরণ সিং (তদারিক মন্ত্রিসভায়)
যে রাজনৈতিক দল বা জোটের মন্ত্রিসভায় - জনতা দল
সমকালীন উপপ্রধানমন্ত্রীর নাম - ওয়াই ভি চোহান
5) প্রধানমন্ত্রীর নাম - ভি.পি. সিং
যে রাজনৈতিক দল বা জোটের মন্ত্রিসভায় - জনতা দল
সমকালীন উপপ্রধানমন্ত্রীর নাম - দেবীলাল
6) প্রধানমন্ত্রীর নাম - চন্দ্রশেখর
যে রাজনৈতিক দল বা জোটের মন্ত্রিসভায় - জনতা দল (খন্ডিত)
সমকালীন উপপ্রধানমন্ত্রীর নাম - দেবী লাল
7) প্রধানমন্ত্রীর নাম - অটল বিহারী বাজপেয়ী
যে রাজনৈতিক দল বা জোটের মন্ত্রিসভায় - N.D.A সরকার
সমকালীন উপপ্রধানমন্ত্রীর নাম - লালকৃষ্ণ আদবানি
ভারতের উপপ্রধানমন্ত্রী
স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছেে, যখন ক্ষমতাসীন রাজনৈতিক দলে একই সময়ে দুজন নেতা রাজনৈতিক বিচক্ষণতা, জনপ্রিয়তা এবং দলের অন্যান্য সাংসদদের কাছে নেতা রূপে নিজের গ্রহণযোগ্যতায় খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন তখন তাদের মধ্যে একজন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করেছেন এবং অন্যজন উপ প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ।
যেহুতু উপ-প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্য, তাই লোকসভা অথবা রাজ্যসভার সাংসদ ভাষান্তরে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার জন্য যে যে যোগ্যতা প্রয়োজন সেইগুলি উপ প্রধানমন্ত্রী পদের জন্য ও প্রযোজ্য । কোনো গুরুত্বপূর্ণ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রীকেই উপ প্রধানমন্ত্রী পদ অলংকৃত করতে দেখা গেছে স্বাধীনোত্তর ভারতের কেন্দ্রীয় রাজনৈতিক পটভূমিতে ।
ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল । বল্লভ ভাই প্যাটেল তিনি একজন ভারতীয় পন্ডিত ও জাতীয়তাবাদী নেতা ছিলেন । বল্লভ ভাই প্যাটেল কে ভারতের লৌহ মানব বলা হয় । তিনি স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন ।
লেবেল