WBP মেইন পরীক্ষা 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

WBP Main Exam 2022 Current Affairs

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) নতুন ডিজিটাল জেনারেল পদে নিযুক্ত হলেন সত্য নারায়ন প্রধান । নিচে WBP মেইন পরীক্ষা 2022 কমন যোগ্য  কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সম্পর্কে আলোচনা করা হল এক নজরে দেখে নেয়া যাক । 


WBP মেইন পরীক্ষা 2022 কারেন্ট অ্যাফেয়ার্স 


1) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?

ANS:  সৌরভ গঙ্গোপাধ্যায় 

2) সম্প্রতি কোন ভারতীয় ইন্টারন্যাশনাল ল কমিশন নিযুক্ত হলেন ?

ANS:  বিমল পটেল 

3) সম্প্রতি 'দ্য রোড ফ্রম প্যারিস: ইন্ডিয়া'জ প্রোগ্রেস টুওয়ার্ডস   ক্লাইমেট প্লেজ'  নামক রিপোর্ট প্রকাশ করল কোন সংস্থা ?

ANS:  ন্যাশনাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল 

4) মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশ সম্প্রতি কোন ভারতীয় ভাষা 'রাজ্যোৎসব' দিবস হিসেবে উদযাপন করলো ?

ANS:  কন্নড় 

5) ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেন ?

ANS:  মোরিনারি ওয়াতানাবে 

6) করণা টিকা করনের লক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর কর্তৃক গৃহীত প্রকল্পের নাম কি ? 

ANS:  ‌" হর ঘর দস্তক

7) নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) নতুন ডিজিটাল জেনারেল পদে কে নিযুক্ত হলেন ? 

ANS:  সত্যনারায়ন প্রধান 

8) চীনা কমিউনিস্ট পার্টির প্লে নামে এক ঐতিহাসিক প্রস্তাব পাস করিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাতে তৃতীয়বারের জন্য পার্টির সর্বময় কর্তৃত্ব তুলে দেয়া হলো এই ঘটনাকে কি নামে অভিহিত করা হয়েছে ?

ANS:  'হিস্টোরিক্যাল রেজোলিউশন

9) ধর্মীয় পর্যটনের প্রচারের উদ্দেশ্যে আইআরসিটিসি সম্প্রতি কোন প্রকল্পের উদ্বোধন করলেন ?

ANS:  'শ্রী রামায়ণ যাত্রা ট্রেন

10) ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশন সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশনের 75 তম প্রতিষ্ঠা দিবস পালন হল কোন শহরে ?

ANS:  ফ্রান্সের প্যারিসে 

11) সম্প্রতি কোন রাজ্য দুয়ারে রেশন প্রকল্প চালু করল ? 

ANS:  পশ্চিমবঙ্গ 

12) সুদানের প্রধানমন্ত্রী পদে কে পুনর্নির্বাচিত হলেন ?

ANS:  আবদাল্লা হ্যামডক 

13) কোন দেশের সেনা প্রধানকে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর জেনারেল সম্মানিক রেঙ্ক প্রদান করা হলো ?

ANS:  নেপালের আর্মি চীফ জেনারেল প্রভু রাম শর্মা 

14) ভারতের মুখ্য নির্বাচন কমিশনার আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন পরিদর্শন করলেন ?

ANS:  উজবেকিস্তান 

15) কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) এর ডিরেক্টর জেনারেল পদে কে সম্প্রতি  নিযুক্ত হলেন ?

ANS:  চন্দ্রনাথ ব্যানার্জি 

16) ভারতের কোন ব্যাঙ্ক প্রথম ভিডিও লাইফ সার্টিফিকেট সার্ভিস চালু করল ? 

ANS:  স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 

17) নাসা প্রকাশিত রিপোর্টে পরিবেশ, পরিবর্তনের জন্য কোন শস্যের উৎপাদন 17% বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে ?

ANS:  গম 

18) ভারতের 71 তম গ্র্যান্ডমাস্টার কে হলেন ? 

ANS:  সংকল্প গুপ্তা 

19) কোন দেশ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জিতল ?

ANS:  অস্ট্রেলিয়া 

20) 2022 এ রাষ্ট্রপুঞ্জের ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স - কনফারেন্স অফ পার্টিজ (সি ও পি )  আয়োজিত হবে কোন দেশে ?

ANS:  মিশর 

21) ভারতের ডলফিন গণনার কাজ কোন রাজ্য থেকে শুরু হল ?

ANS:  পাঞ্জাব 

22) রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কাকে নিযুক্ত করা হলো ?

 ANS:  পি সি মোদি 

23) কোয়্যাককোয়েরেলি  সাইমন্ডস (কিউ এস) প্রকাশিত এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শীর্ষস্থান দখল করল কোন প্রতিষ্ঠান ? 

ANS:  ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর 

24) সম্প্রতি কোন দেশ মহাত্মা গান্ধী স্মারক মুদ্রা প্রকাশ করল ?

ANS:  ব্রিটেন 

25) 2021 সালের কোন শব্দকে ' ওয়ার্ড অফ দ্য ইয়ার ' বর্ষসেরা শব্দ নির্বাচন করল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ?

ANS:  'VAX' অর্থাৎ ভ্যাকসিন বা ভ্যাকসিনেশন 

26) প্রথম চিনা মহিলা হিসেবে কে মহাকাশে হেঁটে নজির স্থাপন করলেন ?

ANS:  অ্যাং ইয়াপিং 

27) ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন প্রদত্ত লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় ?

ANS:  প্রকাশ পাদুকোন 

28) 18 হাজার কোটি টাকার বিনিময়ে নিলামে এয়ার ইন্ডিয়া কিনে নিল কোন বাণিজ্য গোষ্ঠী ?

ANS:  টাটা 

29) ভারতের প্রথম কোন টু হুইলার কোম্পানি ইউনাইটেড নেশন গ্লোবাল কম্প্যাক্ট এর সদস্য হলো ?

ANS:  TVS মোটর 

30) প্রথম বাঙালি হিসাবে সিলিন্ডার এর সাহায্যে ছারাই বিশ্বের সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগরির( 8167 মিটার ) শীর্ষ ছুঁয়ে কে নজির গড়লেন ?

ANS:  পিয়ালি বসাক  

31) এনফর্সমেন্ট ডিরেক্টোরেট (ED) এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ?

ANS:  সঞ্জয় কুমার মিশ্র 


উপরের দেওয়া কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর গুলি আগামী WBP মেইন পরীক্ষা 2022 খুব কাজে লাগবে তাই তোমরা অবশ্যই এই পোস্টটি ভাল করে দেখবে। আর এই পোস্টটি থেকে যদি কোন উপকার পেয়ে থাকো তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে।