WBP Main Exam 2022 GK Set: 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBP Main Exam 2022 GK Set: 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBP main exam 2022 খুব শীঘ্রই হবে । এই পরীক্ষাটি চাকরি পরীক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, তাই আমরা এই পরীক্ষাযর কথা মাথায় রেখে 25 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে নিচে আলোচনা করা হলো তোমরা এক নজরে দেখে নাও । 


WBP main exam 2022 Gk Set 


1) এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ?

ANS:  ইয়াং-সি-কিয়াং নদী 

2) ধান উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম স্থানাধিকারী দেশ কোনটি ? 

ANS:  চীন 

3) এন্নোর বন্দর কোথায় অবস্থিত ?

ANS:  তামিলনাড়ু 

4) ভারতের জনগণনা কত বছর অন্তর হয় ?

ANS:  10 বছর অন্তর 

5)" হিরাকুঁদ" জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যো অবস্থিত ?

ANS:  ওডিশায় 

6) রেলওয়ে ব্রডগেজ এর আনুমানিক দৈর্ঘ্য কত ? 

ANS:  1.67 মিটার 

7) ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায় ? 

ANS:  তামিলনাডু, কর্ণাটক ও ওডিশা  

8) পৃথিবীর বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ কোনটি ?

ANS:  চিন 

9) ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থান অধিকারী রাজ্য হল কোনটি ?

ANS:  রাজস্থান 

10) ভারতের কোন অঞ্চলে সর্বনিম্ন বর্ষণ হয় ?

ANS:  রাজস্থানের জয়সলমীর 

11) ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি ?

ANS:  ৮ কি 

12) বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত করে ?

ANS:  আয়নোস্ফিয়ার

13) সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি ?

ANS:  শুক্র গ্রহ 

14) আমাদের দেশে বনভূমির পরিমাণ প্রায় কত শতাংশ ?

ANS:  21.55% 

15) বায়ুমন্ডলে কিসের আধিক্যের ফলে এসিড বৃষ্টি হয় ?

ANS:  SO2 ও NO2 

16) ভলিবল খেলায় একটি টিমে কতজন খেলোয়াড় এর প্রয়োজন হয় ?

ANS:  6 জন 

17) জাপানের জাতীয় খেলার নাম কি ?

ANS:  সুমো রেসলিং 

18) শ্রীলংকার জাতীয় খেলার নাম কি ?

ANS:  ভলিবল 

19) WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

ANS:  জেনিভা 

20) রাশিয়ার রাজধানী শহরের নাম কি ?

ANS:  মস্কো 

21) রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব কে ?

ANS:  অ্যান্টোনিও গুতেরেস 

22) বিশ্ব জল দিবস কোন তারিখে পালন করা হয় ?

ANS:  22 মার্চ 

23) NATO কত সালে সূচনা হয় ?

ANS:  1949 সালে 

24) সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

ANS:  নেপালের কাঠমান্ডু 

25) ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কত সালে ?

ANS:  1947 সালে জুলাই মাসে