ভারতের বর্তমানে কে কোন পদে আছেন । যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রী, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি, লোকসভার অধ্যক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিভিন্ন পদে কারা বর্তমানে দায়িত্ব সামলাচ্ছে আমরা এই পোস্টটির মাধ্যমে জানবো। নিচে ভারতের বর্তমানে কে কোন পদে আছে সেই সব ব্যক্তিদের পদগুলি সম্পর্কে আলোচনা করা হলো।
ভারতে বর্তমানে কে কোন পদে আছে 2022
1) ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ?
ANS: দ্রৌপদী মুর্মু
2) ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
ANS: জগদীপ ধনখড়
3) ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ?
ANS: নরেন্দ্র মোদি
4) ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ?
ANS: উদয় উমেশ ললিত
5) ভারতের বর্তমান লোকসভার অধ্যক্ষের নাম কি ?
ANS: ওম বিড়লা
6) ভারতের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি ?
ANS: অমিত শাহ
7) ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি ?
ANS: রাজনাথ সিং
8) ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি ?
ANS: নির্মলা সীতারামন
9) ভারতের বর্তমান স্বাস্থ্য মন্ত্রীর নাম কি ?
ANS: মনসুখ মাণ্ডব্য
10) ভারতের বর্তমান শিক্ষা মন্ত্রীর নাম কি ?
ANS: ধর্মেন্দ্র প্রধান
11) ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি ?
ANS: S জয়শঙ্কর
12) ভারতের বর্তমান RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর গভর্নর কে ?
ANS: শক্তিকান্ত দাস
13) ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে ?
ANS: অজিত ডোভাল
14) ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে ?
ANS: কে. কে. বেনুগোপাল
15) ভারতের বর্তমান মন্ত্রী পরিষদের সচিব কে ?
ANS: রাজিব গৌবা
16) ভারতের বর্তমান UPSC বোর্ডের চেয়ারম্যান কে ?
ANS: মনোজ সোনি
18) ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি ?
ANS: রাজীব কুমার
19) ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি ?
ANS: জেনারেল মনোজ পান্ডে
20) ভারতের বর্তমান নৌসেনা প্রধানের নাম কি ?
ANS: এডমিরাল আর হরি কুমার
21) ভারতের বর্তমান বায়ু সেনা প্রধানের নাম কি ?
ANS: এয়ার চিফ মার্শাল vr চৌধুরী
22) ভারতের বর্তমান খেলমন্ত্রীর নাম কি ?
ANS: অনুরাগ ঠাকুর
23) ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি ?
ANS: নরেন্দ্র সিং তোমার
24) ভারতের বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর নাম কি ?
ANS: রাজকুমার সিং
25) ভারতের বর্তমান বন মন্ত্রীর নাম কি ?
ANS: ভূপেন্দ্র যাদব
26) ভারতের বর্তমান আইন মন্ত্রীর নাম কি ?
ANS: কিরণ রিজিজু
27) ভারতের বর্তমান সড়ক মন্ত্রীর নাম কি ?
ANS: নীতিন গাড়করি
লেবেল