কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর যে ভূমিকা ও মর্যাদা আছে অঙ্গরাজ্য গুলির শাসনব্যবস্থায় সেই একই গুরুত্বের অধিকারী সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী । ভারতে বর্তমান ২৮ টি রাজ্য আছে । আর এই ২৮ টি রাজ্যে 2৮ জন মুখ্যমন্ত্রী রয়েছেন। আমরা আজকে মুখ্যমন্ত্রী সম্পর্কে বিস্তারিত জানবো ।
মুখ্যমন্ত্রী ( chief minister ) ক্ষমতা বা ভূমিকা :
(1) রাজ্যপাল রাজ্যর আলংকারিক প্রধান। প্রকৃতিপক্ষে রাজ্যে সমস্ত শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করেন মুখ্যমন্ত্রী ও তার ক্যাবিনেট ।
(2) মুখ্যমন্ত্রীর সুপারিশে রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন করেন ।
(3) মুখ্যমন্ত্রী তার নিজের ও মন্ত্রিপরিষদের কাজের জন্য রাজ্য আইনসভার নিম্নকক্ষের ( বিধানসভার ) কাছে দায়বদ্ধ থাকেন ।
(4) মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদ এবং রাজ্যপালের মধ্যে যোগসূত্ররক্ষাকারীর ভূমিকা পালন করেন এবং মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ও কাজকর্ম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন ।
(6) মুখ্যমন্ত্রী নিযুক্ত হন রাজ্যপাল দ্বারা ।
(7) মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের প্রধান ।
(8) মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ।
(9) রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা কত হবে সেটি নির্ধারণ করেন মুখ্যমন্ত্রী ।
(10) মুখ্যমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যক নূন্যতম বয়স ২৫ বছর হওয়া দরকার ।
মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
ANS: প্রফুল্ল ঘোষ
2) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?
ANS: সুচেতা কৃপালিনী
3) ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?
ANS: মায়াবতী
4) ভারতের প্রথম নির্দল মুখ্যমন্ত্রীর নাম কি ?
ANS: মধুকোদা ঝাড়খান্ড
5) ভারতের তরুণতম মুখ্যমন্ত্রীর নাম কি ?
ANS: প্রফুল্ল কুমার মহন্ত তিনি ১৯৮৫ সালে মাত্র 32 বছর বয়সে মুখ্যমন্ত্রী হন ।
6) স্বাধীন ভারতের কোন অঙ্গরাজ্যের প্রথম অকংগ্রেসী যে মুখ্যমন্ত্রী কে ?
ANS: ই .এম .এস নামবোদরি পাত (কেরালা)
7) ভারতের অঙ্গরাজ্য গুলির মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?
ANS: সংশ্লিষ্ট রাজ্যর রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন ।
8) রাজ্যের মন্ত্রিসভার প্রধান কে ?
ANS: সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
9) স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?
ANS: মায়াবতী
10) যখন রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন তখন তিনি প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন ?
ANS: সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
11) রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে ?
ANS: মুখ্যমন্ত্রী
12) কোন রাজ্যর মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে অথবা তার মৃত্যু ঘটনা ঘটলে কি হয় ?
ANS: আপনার থেকে সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ ভেঙে যায় ।
13) রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন কে ?
ANS: মুখ্যমন্ত্রী পরামর্শে রাজ্যপাল
14) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার মন্ত্রী পরিষদের কোন সদস্যকে মন্ত্রী পদ বাদ দিতে চান তাহলে তিনি উক্তমন্ত্রী কে ?
ANS: 1) পদত্যাগ পত্র প্রেরণের নির্দেশ দিতে পারেন (2) রাজ্যপালের দ্বারা বরখাস্ত করাতে পারেন অথবা মন্ত্রী পরিষদের রিসাফলিং করার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীকে মন্ত্রিত্ব থেকে বাদ দিতে পারেন ।
15) ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে বেশি সময় দায়িত্বশীল ছিলেন কে ?
ANS: জ্যোতি বসু ৩৪ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন
16) স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?
ANS: সুচেতা কৃপালিনী
লেবেল