রাজ্যপাল Governor

রাজ্যপাল Governor

রাজ্য প্রশাসনের প্রধান হলেন রাজ্যপাল । সংবিধানের ১৫৩ নম্বর অনুচ্ছেদ অনুসারে প্রত্যেক রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকেন । সংবিধানের ১৫৪ এক নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য শাসন বিষয়ক ক্ষমতা ন্যস্ত হয়েছে রাজ্যপালের হাতে এবং তিনি নিজে অথবা তাঁর অরস্তন কর্মচারীদের মাধ্যমে এই দায়িত্ব পালন করেন । রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক ৫ বছরের জন্য নিযুক্ত হন । রাজ্যপাল নিয়োগের সময় প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যর মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেন। রাজ্যপালের কার্যকাল সম্পূর্ণরূপে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল ১৫৬ ক নং ধারায়। অর্থাৎ রাষ্ট্রপতি মনে করলে যে কোন সময় রাজ্যপাল কে পদচ্যুত করতে পারেন । 


রাজ্যপাল হওয়ার জন্য প্রয়োজনীয় নূন্যতম যোগ্যতা বা শর্তাবলী 

(কে) ভারতীয় নাগরিক  (খ)   ন্যূনতম বয়স হল ৩৫ বছর (গ) কেন্দ্রীয় অথবা রাজ্য আইনসভার সদস্য হওয়া চলবে না (ঘ) রাজ্য আইনসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে (ঙ)  কোন লাভজনক পদে আসীন থাকা চলবেনা রাজ্যপাল কে নিয়োগ করেন রাষ্ট্রপতি। রাজ্যপালের মেয়াদ পাঁচ বছর । ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর । রাজ্যপাল নিয়োগ করেন মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, অ্যাডভোকেট জেনারেল ও স্টেট public সার্ভিস কমিশনের সদস্যদের। রাজ্যপাল পথটি শূন্য হয় 1) পদত্যাগ 2) মৃত্যু 3) অন্য রাজ্যে বদলি 4) রাষ্ট্রপতি কর্তৃক অপসারণ প্রভৃতি কারণে । রাজ্যপাল মাসিক এক লক্ষ 15 হাজার টাকা বেতন এবং অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন । 


রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী 

(ক) শাসন সংক্রান্ত: 1. নিয়োগ সংক্রান্ত 2. দন্ড মার্জনা 3. তপশিলি ও অন্যান্য অনুন্নত শ্রেণী সম্পর্কিত 4. 

(খ) আইন সংক্রান্ত :  আইন সভার সদস্য মনোনয়ন ও আইনসভার অধিবেশন আহ্বান ইত্যাদি সংক্রান্ত । 

(গ) অর্থ সংক্রান্ত:  অর্থবিল, বাজেট, ব্যয়, বরাদ্দের দাবি ইত্যাদি সংক্রান্ত ।

(ঘ) বিচার সংক্রান্ত: অধস্তন আদালতের বিচারপতি নিয়োগ, দন্ড হ্রাস, স্থগিত অথবা মার্জনা ।

(ঙ) স্বেচ্ছাধীন ক্ষমতা 


রাজ্যপাল সম্পর্কে বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর 

1) সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যপাল রাজ্য মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন। 

ANS:  অনুচ্ছেদ ১৬৩ নাম্বার 

2) ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে ?

ANS:  ১৫৪(১) ধারায় 

3) যখন রাষ্ট্রপতি কোন রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন তখন তিনি প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন ?

ANS:  সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী 

4) ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন ?

ANS:  রাষ্ট্রপতি 

5) রাজ্য আইনসভার অনুমোদন ব্যতিরেকে রাজ্যপালের ঘোষিত কোন অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে ? 

ANS:  ছমাস 

6) ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি তার কার্যকালের মেয়াদ বা ট্রাম্প শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান তাহলে তাকে কার কাছে পদত্যাগ পত্র পূরণ করতে হবে ? 

ANS:  রাষ্ট্রপতি 

7) রাজ্যপাল কে শপথ বাক্য পাঠ করান কে ?

ANS:  সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টে এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি ।

8) ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ করতে পারেন কার পরামর্শে ?

ANS:  স্বেচ্ছায় 

9) রাজ্যর মন্ত্রী পরিষদের সদস্যদের দপ্তর বন্টন করেন কে ?

ANS:  মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল 

10) অঙ্গরাজ্যের শাসন বিভাগীয় প্রধান কে ?

ANS:  রাজ্যপাল 

11) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানোমতি আবশ্যক ? 

ANS:  রাজ্যপাল 

12) অঙ্গরাজ্যের শাসন বিভাগীয় প্রধান কে ?

ANS:  রাজ্যপাল 

13) রাজ্যপালের বেতন ও ভাতা ধার্য থাকে কোনটির উপর ?

ANS:  রাজ্যের সঞ্চিত তহবিলের উপর 

14) কোন অঙ্গরাজ্যে রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন ?

ANS:  রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন 

15) রাজ্যপাল তার পদে কতদিন বহাল থাকবেন সেই বিষয়টি নিম্নলিখিত কোনটির দ্বারা নির্ধারিত হয় ?

ANS:  রাষ্টপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল 

16) রাজ্যপাল নিযুক্ত হন কত বছরের জন্য ?

ANS:  পাঁচ বছরের জন্য 

17) কোন ব্যক্তি একাধিক রাজ্যপাল হতে পারেন কি ?

ANS:  হ্যাঁ 

18) কোন ব্যক্তি একাধিক রাজ্যপাল হলে তার বেতন কে দেয় ?

ANS:  সংশ্লিষ্ট রাজ্যগুলি ভাগাভাগি করে দেয় ।

19) রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব পালন করেন কে ?

ANS:  রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি 

20) রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন কখন ?

ANS:  রাজ্য আইনসভা অধিবেশন না থাকলে 

21) রাজ্যপাল কর্তৃক জারি করা অর্ডিন্যান্স অনুমোদিত হতে হবে কার দ্বারা ?

ANS:  রাজ্য আইনসভা কর্তৃক 

22) রাজ্য সঞ্চিত তহবল পরিচালিত হয় কার দ্বারা ?

ANS:  রাজ্যপাল কর্তৃক ।