২০২৫ সৌরজগতের মোট গ্রহ সংখ্যা হল ৮ টি । আমরা এই পোস্টটিতে সেই আটটি গ্রহ সম্পর্কে জানব ।
2025 সৌরজগতের মোট গ্রহ সংখ্যা হল আটটি
১) বুধ
২) শুক্র
৩) পৃথিবী
৪) মঙ্গল
৫) বৃহস্পতি
৬) শনি
৭) ইউরেনাস
৮) নেপচুন
সৌরজগতের কাছের গ্রহ হল বুধ। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হল নেপচুন । বর্তমানে প্লুটো আর সৌরজগতের গ্রহর মধ্যে পড়ে না । প্লুটো গ্রহ কে বামন গ্রহ বলা হয় ।
লেবেল