পশ্চিমবঙ্গে বর্তমানে ২৩ টি জেলা রয়েছে। এরপর পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী আরো সাতটি জেলার নাম ঘোষণা করেছে । আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে এই সাতটি নতুন জেলার নাম সম্পর্কে জানব ।
পশ্চিমবঙ্গের নতুন সাতটি জেলা
১) রানাঘাট জেলা
২) বিষ্ণুপুর জেলা
৩) বহরমপুর জেলা
৪) কান্দি জেলা
৫) বসিরহাট জেলা
৬) ইছামতি জেলা
৭) সুন্দরবন জেলা
পশ্চিমবঙ্গের নতুন সাতটি জেলা কি কি
পশ্চিমবঙ্গে বর্তমানে ২৩ টি জেলা রয়েছে এছাড়া নতুন যে সাতটি জেলার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে সেই জেলাগুলি হল - সুন্দরবন জেলা, ইছামতি জেলা, বসিরহাট জেলা, কান্দি জেলা, বহরমপুর জেলা, বিষ্ণুপুর জেলা ও রানাঘাট জেলা, এই সাতটি জেলা নিয়ে পশ্চিমবঙ্গে মোট জেলা সংখ্যা ৩০ টি ।
লেবেল