ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর , যে প্রশ্ন গুলো আগামী সব কেন্দ্র ও রাজ্যের যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায় বিশেষ ভাবে সাহায্য করবে । নীচে ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর সম্পর্কে
আলোচনা করা হলো ।
ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর
1) "আকবরনামা" কে লিখেছিলেন ?
ANS: আবুল ফজল
2) কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
ANS: জয়নাল আবেদিন
3) হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলা হয় ?
ANS: আমির খসরু
4) শকাব্দ কবে থেকে শুরু হয় ?
ANS: 78 খ্রিস্টাব্দ থেকে
5) জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন ?
ANS: নেতাজি সুভাষচন্দ্র বসু
6) শিখ ধর্মের প্রবর্তক কে ?
ANS: গুরু নানক
7) ওরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন ?
ANS: তেগ বাহাদুর
8) সর্বভারতীয় কিষান সভা কবে গঠিত হয় ?
ANS: 1936 সালে
9) কীসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন ?
ANS: নীল চাষিদের সমস্যার সমাধান
10) লাহোর কংগ্রেস 1929 - এর উদ্দেশ্য কী ছিল ?
ANS: ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা
11) মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় ?
ANS: নানা ফড়নবিশ
12) হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?
ANS: আকবর
13) হিন্দুদের উপর পূনরায় জিজিয়া কর কে আরোপ করে ছিলেন ?
ANS: ওরঙ্গজেব
14) মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়ে ছিল কোন সালে ?
ANS: 1940 সালে লাহোর অধিবেশনে
15) ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ?
ANS: ড : বি.আর. আম্বেদকর
16) মুজফ্ফর পুর খুনের 1908 সালে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন ?
ANS: প্রফুল্ল চাকী এবং ক্ষুদিরাম বসু
17) আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি কে বলেছিলেন
ANS: লর্ড কার্জন
18) 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন ?
ANS: সরোজিনী নাইডু
19) শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন ?
ANS: গোবিন্দ সিং
20) মন্টেগু চেমসফোর্ড সংস্কারে কী বিষয়ে সুপারিশ করা হয়েছিল ?
ANS: দ্বৈত শাসন
21) কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন ?
ANS: 1896 সালে
22) সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
ANS: গান্ধীজি
23) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন ?
ANS: W.C. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি
24) ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ?
ANS: ইখতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি
25) কোন চোল রাজা বাংলা জয় করেন ?
ANS: প্রথম রাজেন্দ্র চোল
26) কোন হিন্দু সন্ত হিন্দু ও মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন ?
ANS: শ্রীচৈতন্যদেব
27) মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে জিন্দাপীর নামে পরিচিত ছিলেন ?
ANS: ঔরঙ্গজেব
28) স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল ?
ANS: আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা
29) ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?
ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি
30) বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন ?
ANS: ইলিয়াস শাহ
31) 1881 সালে কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন ?
ANS: লর্ড রিপন
32) গান্ধীজির কাছে অহিংসা বলতে কি ছিল ?
ANS: কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়
33) মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু - পাদ - পাদশাহী এর আদর্শ অনুসরণ করেছিলেন ?
ANS: প্রথম বাজিরাও
34) ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন ?
ANS: চন্দ্র শেখর দেব
35) অ্যাংলো- মহোমেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
ANS: সৈয়দ আহমেদ খান
36) ঐতিহাসিক ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন ?
ANS: ফিরোজ শাহ তুঘলক
37) 1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?
ANS: লর্ড রিপন
38) জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন ?
ANS: নেতাজি সুভাষচন্দ্র বসু
39) ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?
ANS: মহারাষ্ট্রে
40) অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় ?
ANS: 11 ফেব্রুয়ারি 1922 সালে
41) সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা কে ছিলেন ?
ANS: ইলতুৎমিস
42) নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন ?
ANS: হেনরি ভিভিয়ান ডিরোজিও
43) ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন ?
ANS: রাসবিহারী বসু
44) বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
ANS: উইলিয়াম জোন্স
45) কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার ?
ANS: বালগঙ্গাধর তিলক
46) শেরশাহের সেনাপতি কে ছিলেন ?
ANS: ব্রহ্মজিৎ গৌড়
45) ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকেরা চালু করেছিলেন ?
ANS: কুষাণ রা
46) ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
ANS: ডাফরিন
47) কার কাছ থেকে 1765 সালে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী দেওয়ানি লাভ করেছিল ?
ANS: দ্বিতীয় শাহ আলম
48) রামচরিত কার রচনা ?
ANS: সন্ধ্যাকর নন্দী
49) 1540 খিষ্টাব্দে কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন ?
ANS: হুমায়ূন
50) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
ANS: লর্ড ক্যানিং
লেবেল