Life Science MCQ GK in Bengali জীবন বিজ্ঞান important common GK MCQ in Bengali language

Life Science GK in Bengali জীবন বিজ্ঞান important comon GK MCQ

জীবন বিজ্ঞানের সালোকসংশ্লেষ , শ্বসন , পুষ্টি ও বিপাক , উদ্ভিদের পুষ্টি , প্রানীর পুষ্টি এবং সংবহন এই বিষয় গুলি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন , যে প্রশ্ন গুলো আগামী সব কেন্দ্র ও রাজ্যের যেমন রাজ্য WBP, WBP SI , KP , রাজ্যের Group - D , আবগারি , PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল , ব্যাংক  সমস্ত পরীক্ষায় বিশেষ ভাবে সাহায্য করবে । নীচে সমস্ত বিষয় গুলির গুরুত্বপূর্ণ MCQ সম্পর্কে আলোচনা করা হলো । 

Life Science MCQ GK in Bengali জীবন বিজ্ঞান important common GK MCQ in Bengali language  এর মধ্যে থাকছে 

Life Science Photosynthesis GK in bangla

1) যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে তার নাম কি 

ANS:  সালোকসংশ্লেষ

2) সালোকসংশ্লেষ কী ধরনের প্রক্রিয়া ?

ANS:  উপচিতি বিপাক

3) সালোকসংশ্লেষ কোথায় ঘটে ?

ANS:  পাতার মেসোফিল কলায় 

4) উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় না কেন ?

ANS: ক্লোরোফিল না থাকায়  

5) গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?

ANS:  ক্লোরোপ্লাস্টে 

6) A.T.P - এর পুরো নাম কি ? 

ANS:  অ্যাডিনোসিন ট্রাই-ফসফেট 

7) অন্ধকার দশা কোথায় ঘটে ? 

ANS:  ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় 

8) আলোক দশা কোথায় ঘটে ? 

ANS:  ক্লোরোপ্লাস্টের গ্রানায় 

9) শর্করা জাতীয় খাদ্যের উৎস কী ? 

ANS:  কার্বন ডাই অক্সাইড 

10) কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয় ? 

ANS:  32 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 

11) সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কী কী উপাদান ব্যবহিত হয় ?

ANS:  কার্বন ডাই অক্সাইড ও জল 

12) সালোকসংশ্লেষে গ্লুকোজ অবশেষে কোন পদার্থে পরিণত হয় ?

ANS:  শ্বেতসার বা স্টার্চে 

13) সালোকসংশ্লেষ ও শ্বসনের হার কখন সমান হয় ? 

ANS:  সন্ধ্যা বেলায় 

14) পরাশ্রয়ী উদ্ভিদ কোথা থেকে জল শোষণ করে ? 

ANS:  বায়ুমণ্ডল থেকে 

15)  কোন ধরনের উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারে না ? 

ANS:  পরজীবী স্বর্ণলতা উদ্ভিদ ও ছত্রাক 

16) কোন প্রকার প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম ?

ANS:  ইউগ্লিনা , ক্রাইস্যামিবা 

17) ফোটোসিন্থেসিস শব্দটি কে প্রথম ব্যবহার করে ?

ANS:  বিজ্ঞানী বার্নেস 

18) নিমজ্জিত জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড কোথায় পায় ?

ANS:  জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড থেকে 


Life Science Respiration GK in bangla

19) শ্বসন সাধারণত কোথায় ঘটে ? 

ANS:  সজীব কোষে 

20) অবাত শ্বসন কোষের কোথায় ঘটে ?

ANS:  কোষের সাইটোপ্লাজমে 

21) মাইটোকনড্রিয়ার প্রধান কাজ কী ? 

ANS:  ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা 

22) 'কোষের শক্তিঘর ' কাকে বলা হয় ? 

ANS:  মাইটোকনড্রিয়াকে 

23) কোন কোষে মাইটোকনড্রিয়া অনুপস্থিত ? 

ANS: পরিণত লোহিত রক্ত কণিকায় (RBC)

24) কোন জীব যে বায়ুশূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে ? 

ANS:  মনোসিস্টিস 

25) এক অণু গ্লুকোজ সম্পূর্ণ রূপে জারিত হলে কত ATP শক্তি উৎপন্ন হয় ? 

ANS:  ৩৮ অণু 

26) ব্যাঙাচির শ্বাসযন্ত্রের নাম কী ? 

ANS:  ফুলকা ( বহির্ফুলকা ) 

27) কোন কোন প্রাণীর প্রধান শ্বাসঅঙ্গ ত্বক ?

ANS:  কেঁচো ও জোঁক

28) দুটি অঙ্গের নাম করো যা প্রাণীর শ্বাসকার্যে সাহায্য করে 

ANS:  ফুসফুস ও ফুলকা 

29) একটি প্রাণী যে জল ও বায়ু উভয় পরিবেশে শ্বাসকার্য চালাতে পারে ? 

ANS:  কইমাছ 

30) কোন কোন প্রাণীর অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে ? 

ANS:  কইমাছ ও মাগুরমাছ 

31) কোন মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র নলাকার ?

ANS:  শিঙি মাছের 

32) কোন প্রাণীর বায়ুথলি থাকে ? 

ANS:  যেসব পাখি উড়তে সক্ষম 

33) একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কত বার শ্বাসকার্য চালায় ? 

ANS: প্রতি মিনিটে ১৪ থেকে ১৮ বার 

34) চিংড়ির শ্বাস অঙ্গের নাম কী ? 

ANS:  ফুলকা 

35) বায়ু শূন্য স্থানে শ্বাসকার্য চালাতে পারে এমন একটি উদ্ভিদের নাম কী ?

ANS:  ইস্ট 

36) কোন জৈবিক ক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ? 

ANS: শ্বসন 

37) অবাত শ্বসন ঘটে এমন একটি প্রাণীর নাম করো ?

ANS:  অ্যাসকারিস 

38) কোন প্রকার শ্বসনে অক্সিজেনের প্রয়োজন নেই ? 

ANS:  অবাত শ্বসনে 

39) শ্বসনে কোন শক্তি উৎপন্ন হয় ?

ANS:  তাপ শক্তি 

40) পায়রার দেহে কয়টি বায়ু থলি থাকে ? 

ANS:  ৯ টি 

41) ফরিং এর শ্বাস অঙ্গের নাম কী ?

ANS:  শ্বাসনালী বা ট্রাকিয়া 

42) শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় ?

ANS:  সুন্দরী , গরাণ ও গেঁওয়া 

43) উদ্ভিদের শ্বাস অঙ্গটির নাম কী ?

ANS:  পত্ররন্ধ্র 

44) অবাত শ্বসনকারী উদ্ভিদের নাম কী ?

ANS:  ইস্ট 


Life Science Nutrition and Digestion GK in Bangla

45) খাদ্যের মূল উপাদান গুলো কী কী ?

ANS: শর্করা , প্রোটিন , ফ্ল্যাট , জল , ভিটামিন ও খনিজ লবণ 

46) শর্করা জাতীয় খাদ্যের উৎস কী ?

ANS:  ভাত , আলু , চিনি , গুড় 

47) প্রোটিন জাতীয় খাদ্যের উৎস কী ? 

ANS:  মাছ , মাংস , দূধ , ডিম 

48) প্রোটিনের সরল রুপ কোন টি ?

ANS:  অ্যামাইনো অ্যাসিড 

49) দুটি খাদ্য উৎপাদন যা শক্তি সরবরাহ করে না 

ANS:  ভিটামিন ও জল 

50) একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক গড়ে মোট কত ক্যালোরি শক্তির প্রয়োজন ? 

ANS: 2500 থেকে 3000 ক্যালোরি 

51) ভিটামিন A এর অভাবে কোন রোগ হয় ? 

ANS:  রাতকানা রোগ 

52) কোন ভিটামিন জলে দ্রবীভূত হয় ?

ANS:  ভিটামিন C 

53) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

ANS:  ভিটামিন C 

54) কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ঘটে না ? 

ANS:  ভিটামিন K 

55) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ? 

ANS:  ভিটামিন D 

55) ভিটামিন C এর উৎস কী ?

ANS: পাতিলেবু , কমলালেবু , টম্যাটো 

56) টক ফল থেকে কোন ভিটামিন পাওয়া যায় ?

ANS:  ভিটামিন C 

57) মানুষের দেহে কোন ভিটামিন সংশ্লেষ হতে পারে ?

ANS:  ভিটামিন D 

58) ভিটামিন B কমপ্লেক্স কী থেকে পাওয়া যায় ?

ANS:  ঢেঁকি ছাঁটা চাল ও লাল আটা 

59) ভিটামিন E এর অভাবে কী রোগ হয় ?

ANS:  বন্ধ্যাত্ব রোগ 

60) কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় ? 

ANS:  ভিটামিন B5 এর অভাবে 

61) স্নেহপদার্থে বা তেলে দ্রবীভূত হয় কোন কোন ভিটামিন ?

ANS:  ভিটামিন A , D , E , K 

62) চোখে রড কোষ গঠনে সাহায্য করে কোন ভিটামিন ?

ANS:  ভিটামিন A 

63) ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের কোন রোগ হয় ?

ANS:  ক্লোরোসিস রোগ এই রোগে গাছের পাতার রং হলদে হয়ে যায় 

64) ফসফরাসের অভাবে উদ্ভিদের কোন রোগ হয় ?

ANS:  পাতার রং গাঢ় নীল বর্ণের হয়ে যায় 

65) আয়োডিনের অভাবে প্রাণীদেহে কোন রোগ হয় ?

ANS:  গয়টার রোগ ( গলগন্ড ) 

66) কোন খাদ্য উৎপাদন শক্তি সরবরাহ করে না ?

ANS:  জল ও ভিটামিন

67) এক গ্রাম শর্করা জাতীয় খাদ্যের দহনে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয় ?

ANS:  4 ক্যালোরি শক্তি

68) এক গ্রাম প্রোটিন জাতীয় খাদ্যের দহনে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয় ? 

ANS:  4.1 ক্যালোরি শক্তি 

69) এক গ্রাম ফ্যাট জাতীয় খাদ্যের দহনে কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয় ?

ANS:  9.3 ক্যালোরি শক্তি 

70) প্রতিদিন গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের কত পরিমাণ শর্করা জাতীয় খাদ্যের প্রয়োজন ?

ANS:  গড়ে 450 থেকে 600 গ্রাম

71) প্রতিদিন গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের কত পরিমাণ প্রোটিন জাতীয় খাদ্যের প্রয়োজন ? 

ANS: গড়ে 100 থেকে 150 গ্রাম 

72) প্রতিদিন গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের কত পরিমাণ ফ্যাট জাতীয় খাদ্যের প্রয়োজন ?

ANS: প্রায় 50 গ্রাম 

Life Science plant Nutrition GK in Bangla

73) সূর্যমূখী গাছে কী ধরনের পুষ্টি দেখা যায় ?

ANS:  স্বভোজী পুষ্টি 

74) উদ্ভিদের পুষ্টির পর্যায় গুলি কী কী ?

ANS:  সংশ্লেষণ ও আত্তীকরণ 

75) একটি মিথোজীবী উদ্ভিদের নাম কী ?

ANS:  লাইকেন 

75) দুটি স্বভোজী প্রাণীর উদাহরণ দাও ?

ANS:  ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা 

76) একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম কী ?

ANS:  স্বর্ণলতা 

77) একটি মৃতজীবী উদ্ভিদের নাম কী ?

ANS:  অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা 

78) দুটি পতঙ্গ মূক উদ্ভিদের নাম বলো ?

ANS:  কলসপত্রী ও সূর্যশিশির 

Life Science animal Nutrition GK in Bangla

79) পাচক রসের দুটি উৎসেচকের নাম কী ?

ANS:  পেপসিন ও লাইপেজ 

80) পৌষ্টিক নালীর কোন অংশ দ্বারা পাচিত খাদ্যবস্তু শোষিত হয় ? 

ANS:  ক্ষুদ্রান্ত্র দ্বারা 

81) পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয় ?

ANS:  যকৃৎ থেকে 

82) মেরুদণ্ডী প্রাণীর সর্ববৃহৎ পরিপাক গ্রন্থিটির নাম কী ?

ANS:  যকৃৎ 

83) শরীরের যে অংশে খাদ্য পাচিত হয় সেই অংশগুলো কী কী ? 

ANS:  মুখবিবর , পাকস্থলী , এবং ক্ষুদান্ত্রে 

84) 100 মিলি. রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত থাকা উচিত ? 

ANS:  ৮০ থেকে ১২০ মি.গ্রা.

85) কোন খাদ্যে অধিক পরিমাণে শক্তি পাওয়া যায় ?

ANS:  ফ্যাট জাতীয় খাদ্যে 

86) একজন সুস্থ স্বাভাবিক পুরুষ B.M.R. কত ?

ANS:  প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় 40 কিলো ক্যালরি 

87) আমাদের দেহের সবচেয়ে শক্ত বস্তু কোনটি ?

ANS:  দাঁতের এনামেল 

88) ক্যালসিয়ামের অভাবে মানব শরীরের কোন রোগ হয় ?

ANS:  অস্টিওপোরোসিস ও ধনুষ্টংকার 

89) ফসফরাসের অভাবে মানব শরীরের কোন রোগ হয় ?

ANS:  দাঁতের ক্ষয়রোগ 

90) আয়রনের অভাব মানব শরীরের কোন রোগ হয় ?

ANS:  অ্যানিমিয়া 

91) আয়োডিনের অভাবে মানব শরীরের কোন রোগ হয় ?

ANS:  গলগন্ড রোগ 

92) সোডিয়ামের অভাবে মানব শরীরের কোন রোগ হয় ?

ANS: হাইপোন্যাট্রিমিয়া 

93) পটাসিয়ামের অভাবে মানব শরীরের কোন রোগ হয় ?

ANS:  হাইপোক্যালিমিয়া 

94) ভিটামিন A এর রাসায়নিক নাম কী ?

ANS:  রেটিনল

95) ভিটামিন C এর রাসায়নিক নাম কী ?

ANS:  অ্যাসকরবিক অ্যাসিড

96) ভিটামিন D এর রাসায়নিক নাম কী ?

ANS:  ক্যালসিফেরল

97) ভিটামিন E এর রাসায়নিক নাম কী ?

ANS:  টোকোফেরল

98) ভিটামিন K এর রাসায়নিক নাম কী ?

ANS:  ফাইলোকুইনিন 

99) মানব শরীরের বৃদ্ধির অভাব , ত্বক শুষ্ক ও খসখসে , রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?

ANS:  ভিটামিন A  অভাবে 

100) ভিটামিন B1 এর রাসায়নিক নাম কী ?

ANS:  থিয়ামিন 

101) ভিটামিন B2 এর রাসায়নিক নাম কী ?

ANS:  রাইবোফ্লাভিন 

102) ভিটামিন B3 এর রাসায়নিক নাম কী ?

ANS:  নিয়াসিন 

103) ভিটামিন B5 এর রাসায়নিক নাম কী ?

ANS: প্যান্টোথেনিক অ্যাসিড 

104) ভিটামিন B6 এর রাসায়নিক নাম কী ?

ANS:  পাইরিডক্সিন 

105) ভিটামিন B7 এর রাসায়নিক নাম কী ?

ANS:  বায়োটিন 

106) ভিটামিন B9 এর রাসায়নিক নাম কী ?

ANS:  ফোলিক অ্যাসিড 

107) ভিটামিন B12 এর রাসায়নিক নাম কী ?

ANS:  সায়নোকোবালামিন 

108) কোন ভিটামিনের অভাবে মানব শরীরের বেরিবেরি রোগ হয় ?

ANS: ভিটামিন B1 

Life Science circulation GK in Bangla

109) উদ্ভিদের কোন কলার মাধ্যমে খাদ্য বস্তু সমস্ত অংশে ছড়িয়ে পড়ে ?
ANS:  ফ্লোয়েম কলার মাধ্যমে 

110) উদ্ভিদের কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায় ?

ANS:  জাইলেম কলার মাধ্যমে

111) রক্ত কোন ধরনের কলা ?

ANS:  তরল যোজক কলা

112) রক্তের রং লাল কেন ?

ANS:  হিমোগ্লোবিন থাকার জন্য

113) হিমোগ্লোবিন কী ?

ANS:  লৌহঘটিত শ্বাসরঞ্জক 

114) মানুষের শরীরে কতটা রক্ত থাকে ?

ANS:  5 লিটার 

115) চিংড়ির রক্ত নীলাভ কেন ?

ANS:  হিমোসায়ানিন থাকার জন্য 

116) রক্তের উপাদান কী কী ?

ANS:  রক্তরস ও রক্তকণিকা 

117) করতে কোন কোন কণিকা থাকে ?

ANS:  লোহিত রক্ত কণিকা , শ্বেতরক্ত কণিকা ও অণুচক্রিকা 

118) রক্তে অবস্থিত দুটি ফ্যাটের নাম কী ?

ANS:  কোলেস্টেরল ও নিউট্রাল ফ্যাট 

119) রক্ত কণিকার উৎসস্থল কী ?

ANS:  লাল অস্থিমজ্জা 

120) রক্ত কণিকার ধ্বংসের স্থান কোথায় ?

ANS:  যকৃৎ ও প্লীহায়

121) প্রতি ঘন মিমি রক্তে শ্বেতকণিকার স্বাভাবিক পরিমাণ কত ?

ANS:  5 থেকে 10 হাজার 

122) প্রতি ঘন মিমি রক্তে লোহিত  কণিকার স্বাভাবিক পরিমাণ কত ?

ANS:  50 লক্ষ 

123) কোন রক্ত কণিকা শ্বাসবায়ু পরিবহন করে ?

ANS:  লোহিত রক্ত কণিকা 

124) কোন রক্ত কণিকা রোগজীবাণু ধ্বংস করে ?

ANS:  শ্বেতরক্ত কণিকা

125) কোন রক্ত কণিকা রক্ততঞ্চনে  করে ?

ANS:  অণুচক্রিকা

126) লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত দিন ?

ANS:  120 দিন 

127) কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলে ?

ANS:  O এবং O গ্রুপের রক্তকে 

128) কোন গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহীতা বলে ?

ANS:  AB গ্রুপের রক্তকে

129) রক্ত চাপ মাপার যন্ত্রের নাম কী ?

ANS:  স্ফিগমোম্যানোমিটার 

130) রক্ততঞ্চনে সাহায্য কারী খনিজ ও ভিটামিনের নাম ?

ANS:  খনিজ ক্যালসিয়াম এবং ভিটামিন K 

131) ফুসফুসীয় শিরায় প্রবাহিত হয় কী ধরনের রক্ত ?

ANS:  বিশুদ্ধ রক্ত 

132) ফুসফুসীয় ধমনীতে প্রবাহিত হয় কী ধরনের রক্ত ?

ANS:  দূষিত রক্ত

133) কোন রক্তবাহের মাধ্যমে রক্ত হৃদপিণ্ডের দিকে প্রবাহিত হয় ?

ANS:  শিরার মাধ্যমে 

134) রক্ত তঞ্চন ঘটতে কতক্ষন সময় লাগে ?

ANS:  ৩ থেকে ৮ মিনিট 

135) রক্তে হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয় ?

ANS:  অ্যাণিমিয়া রোগ 

136) রক্তবাহের ভেতরে রক্তের জমাট বাঁধাকে কী বলে ?

ANS:  থ্রম্বোসিস 

137) অমেরূদণ্ডী প্রাণী কেঁচো-র দেহে হিমোগ্লোবিন কোথায় থাকে ?

ANS:  রক্ত রসে 

138) কোন প্রাণীর রক্তে কোনো শ্বাসরঞ্জক থাকে না ?

ANS:  আরশোলার 

139) একটি মেরুদণ্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরার মধ্যবর্তী সংযোগবাহককে কী বলে ?

ANS:  জালক

140) কোন শ্রেণীর প্রাণীর রক্তে হিমোগ্লোবিন থাকে ? 

ANS:  পক্ষী ও স্তন্যপায়ীর 

141) কোন প্রাণীর রক্ত বর্ণ হীন ?

ANS:  পতঙ্গ শ্রেণীর প্রানীর রক্ত 

142) মানুষের হৃদপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি ?

ANS:  4 টি 

143) ভেনাস হৃদপিণ্ড থাকে কার দেহে ?

ANS:  মাছের দেহে 

144) একটি প্রাণীর নাম করো যার মুক্ত সংবহন হয় ?

ANS:  কাঁকড়া 

145) একটি অমেরুদণ্ডী প্রাণী যার বদ্ধ সংবহন হয় ?

ANS:  কেঁচো 

146) মানুষের হৃদপিণ্ডের পেসমেকারের নাম কী ?

ANS:  সাইনু-অ্যাট্রিয়াল নোড বা SA Node 

147) মানুষের রক্ত কত প্রকারের হয় ?

ANS:  4 প্রকার যথা -  A , B , AB , O 

148) মানবদেহে সর্বাপেক্ষা বড়ো লসিকা গ্রন্থি কোনটি ? 

ANS:  প্লীহা 

149) উদ্ভিদের জল সংবাহিত হয় কার মাধ্যমে ?

ANS:  জাইলেম কলার মাধ্যমে 

150) উদ্ভিদের খাদ্য দ্রব্য সংবাহিত হয় কার মাধ্যমে ?

ANS:  ফ্লোয়েম কলার মাধ্যমে 

151) উদ্ভিদের অতিরিক্ত জল কোন পদ্ধতিতে বাইরে নির্গত হয় ?

ANS : বাষ্পমোচন পদ্ধতিতে 

152) চিংড়ির রক্তের শ্বাসরঞ্জকের নাম কী ?

ANS:  হিমোসায়ানিন 

153) কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই ?

ANS:  কেঁচো

154) সিরাতে অনুপস্থিত উপাদানটি কী ?

ANS:  ফাইব্রিনোজেন 

155) মানুষের রক্তের শ্বাসরঞ্জকে উপস্থিত খনিজ পদার্থের নাম কী ?

ANS:  লোহা 

156) রক্তের ফ্যাটের নাম কী ?

ANS:  কোলেস্টেরল 

157) লসিকা রক্তে ফিরে আসে কার মাধ্যমে ?

ANS:  শিরার মাধ্যমে 

158) হিমোসায়ানিনে উপস্থিত খনিজ উপাদান কোনটি ?

ANS:  তামা

159) মাছের হৃৎপিন্ডে কটি প্রকোষ্ঠ থাকে ? 

ANS:  2 টি 

160) মানুষের হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে ?

ANS:  বাম অলিন্দে 

161) লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত দিন ?

ANS:  120 দিন

162) শ্বেত রক্ত কণিকার গড় আয়ু কত দিন ?

ANS:  15 দিন 

163) অণুচক্রিকার গড় আয়ু কত দিন ?

ANS:  72 ঘণ্টা