WBP 2021 History MCQ Gk পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2021 ইতিহাস MCQ GK

wbp 2021 History MCQ Gk পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2021 ইতিহাস MCQ GK

ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর , যে প্রশ্ন গুলো আগামী সব কেন্দ্র ও রাজ্যের যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায় বিশেষ ভাবে সাহায্য করবে । নীচে ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হলো । 

WBP 2021 History MCQ Gk পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2021 ইতিহাস MCQ GK


1) আমির খসরু কার সভাকবি ছিলেন ?

ANS:  আলাউদ্দিন খলজি 

2) বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেছিলেন 

ANS:  ধর্মপাল 

3) বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

ANS:  আলাউদ্দিন বাহমান শাহ 

4) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন 

ANS:  সেলুকাস কে 

5) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?

ANS:  মীরকাশিম 

6) সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন ?

ANS:  সাঁওতাল বিদ্রোহের সাথে 

7) একজন চরমপন্থী নেতার নাম বলো ?

ANS:  বিপিনচন্দ্র পাল 

8) রাওলাট আইন কোন সালে পাশ হয় ?

ANS:  1919 সালে

9) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?

ANS:  সরোজিনী নাইডু 

10) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন 

ANS:  ডিরোজিও 

11) 1913 সালে  আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন 

ANS:  লালা হরদয়াল 

12) সীমান্ত গান্ধী কাকে বলা হয় ? 

ANS:  আব্দুল গফফর খান 

13) ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন 

ANS:  রাসবিহারী বসু 

14) ব্রতচারী আন্দোলন কে গড়ে তোলেন ?

ANS:  গুরুসদয় দত্ত 

15) আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন ? 

ANS:  রাসবিহারী বসু 

16) ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল ?

ANS:  1929 লাহোর অধিবেশনে

17) শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন ?

ANS:  সেন যুগের 

18) পলাশী যুদ্ধে 1757 খ্রিস্টাব্দে কে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না ?

ANS:  মোহন লাল 

19) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS:  লর্ড মাউন্টব্যাটেন 

20) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS:  চক্রবর্তী রাজা গোপালাচারী 

21) ভারতে সিভিল সার্ভিস এর প্রবর্তন কে করেছিলেন ?

ANS:  লর্ড কর্ণওয়ালিস 

22) ভারতের সিভিল সার্ভিস এর জনক কাকে বলা হয় ?

ANS:  লর্ড কর্ণওয়ালিস 

23) দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন ?

ANS:  চন্দ্রশেখর আজাদ 

24) চট্টগ্রাম পাহাড় তলিতে সাহেবদের আক্রমনের নেতা কে ছিলেন ?

ANS:  প্রীতি লতা ওয়েদ্দার

25) কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল ?

ANS:  1929 লাহোর অধিবেশনে

26) গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন 

ANS:  গুরু অঙ্গদ 

27) 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল ?

ANS:  বাংলায় 

28) কোন গভর্নর জেনারেলর সময় প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধের সূচনা হয় ?

ANS: লর্ড আমহার্স্ট 

29) কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় ?

ANS:  1857 খ্রিস্টাব্দে 

30) সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?

ANS:  হরিসেন 

31) শকাব্দ কে প্রচলন করেছিলেন ?

ANS:  কণিষ্ক 

32) কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন ?

ANS:  হরিশ মুখার্জি 

33) একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন ?

ANS:  বিনয় বসু 

34) তরাইনের যুদ্ধ মহম্মদ ঘোড়ী আর কার মধ্যে হয়েছিল 

ANS:  পৃথ্বীরাজ চৌহান 

35) মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?

ANS:  লর্ড লিটন 

36) বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন ?

ANS:  অশ্বিনীকুমার দত্ত 

37) চিরস্থায়ী ব্যবস্থা কী ?

ANS: জমিদারি ব্যবস্থা

38) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পনা কৌশলের গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত ?

ANS:  প্রশান্তচন্দ্র মহলানবীশ 

39) দিল্লির সুলতানীর একজন বিখ্যাত কবির নাম করুন যাঁকে হিন্দুস্তানের তোতাপাখি বলা হতো ?

ANS:  আমির খসরু 

40) জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন ?

ANS:  জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

41) অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?

ANS:  সতীশচন্দ্র বসু 

42) ঊনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন ?

ANS:  স্যার সৈয়দ আহমেদ খান 

43) আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষ  কে আইনি সমর্থন করেছিলেন ?

ANS:  চিত্তরঞ্জন দাশ

44) যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন 

ANS:  বারীন্দ্র ঘোষ 

45) বাংলার ঘরে যত ভাই বোন সব এক হোক, হে ভগবান কে এই কথা বলেছিলেন ?

ANS:  রবীন্দ্রনাথ ঠাকুর 

46) ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন ?

ANS: নবাব সলিমুল্লাহ (1906 সালে ঢাকাতে) 

47) আধুনিক ভারতের জনক কাকে বলা হয় 

ANS:  রাজা রামমোহন রায় কে 

48) বন্দেমাতরম গান টি কে রচনা করেছিলেন ?

ANS:  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ( আনন্দমঠ উপন্যাসে ) 

49) ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন ?

ANS:  এ.ও. হিউম 

50) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় গানটি কে লিখেছেন 

ANS:  রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

51) আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা কে এই কথা বলেছিলেন ?

ANS:  স্বামী বিবেকানন্দ 

52) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপনা করেন ?

ANS:  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়