ভারতের জনগণনা 2011 (15 তম)

Census of India 2011

1872 সালে ভারতের প্রথম জনগণনা করা হলেও 1881 সাল থেকে নিয়মিতভাবে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়েছে এবং এই হিসাবে ভারতের সর্বশেষ জনগণনা করা হয়েছে 2011 সালে । যদিও এরপর জনগণনা করা হবে 2021 সালে । প্রথম আধুনিক জনগণনা 1865 থেকে 1872 সালের মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে করা হয়েছিল । এই জনগণনার কাজ শেষ হয়েছিল 1872 সালে । তাই এই বছর টিকে ভারতের  "জনগণনার প্রথম বর্ষ"  হিসেবে চিহ্নিত করা হয় । সারা ভারতে একসাথে সামগ্রিক জনগণনা সূচনা হয় 1881 সালে এবং তারপর থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়ে চলেছে । 2011 সালের জনগণনা  ভারতের জনগণনার ইতিহাসে 15 তম এবং স্বাধীন ভারতের  সপ্তম জনগণনা । 


ভারতের জনগণনা 2011 

ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব গোপালকৃষ্ণ পিল্লাইয়ের সঙ্গে রেজিস্টার জেনারেল তথা জনগণনা কমিশনার সি  চন্দ্রমৌলি 2011 সালের 31 শে মার্চ সাংবাদিক সম্মেলনে 2011 সালের জনগণনা সাময়িক বা প্রাথমিক পরিসংখ্যান ঘোষণা করেন । তিনি জানিয়েছেন 2012 সালে এই 2011 জনগণনা চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হবে । তাতে 31 শে মার্চের 2011 জারি করা এই প্রাথমিক পরিসংখ্যানের কিছু হেরফের হতে পারে ( যেমন 2001 সালের জনগণনা প্রাথমিক এবং চূড়ান্ত পরিসংখ্যান এর মধ্যে 2% হেরফের হয়েছিল ।

  • 2011 সালের জনগণনা ভারতের জনগণনার ইতিহাসে  পঞ্চদশতম, এবং স্বাধীন ভারতের সপ্তম জনগণনা । 
  • 2011 জনগণনার স্লোগান ছিল "Our Census, Our Future" (আমাদের জনগণনায় আমাদের ভবিষ্যৎ) ।
  • ভারতের মোট জনসংখ্যা 1,210,854,977 বা 121 কোটি প্রায় ।
  • ভারতের  121 কোটি জনসংখ্যা মধ্যে (পুরুষের সংখ্যা 62,32,70,258  বা 51.54% ) এবং ( নারীর সংখ্যা 58,75,84,719 বা 48.46% ) 
  • সারা পৃথিবীর 17.5 শতাংশ মানুষ বর্তমানে (2001 সালে 16%) ভারতে বাস করেন । আর চিনে বাস করেন 19.4 শতাংশ ।
  • ভারতে যেখানে প্রতি বছর 1 কোটি 80 লক্ষ করে জনসংখ্যা বাড়ছে, সেখানে চীনের জনসংখ্যা প্রতিবছরই বাড়ছে 63 লক্ষ করে ।
  • আমেরিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, জাপান ও বাংলাদেশ এই 6 টি রাষ্ট্রের মোট জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার সমান ।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বিভাগের হিসাবে, 2025 সালের মধ্যেই জনসংখ্যায় ভারত চীন কে ছাপিয়ে যাবে ।
  • গত এক দশকে (2001 থেকে 2011) ভারতের জনসংখ্যা বেড়েছে 18 কোটিরও বেশি । যা কিনা ব্রাজিলের মোট জনসংখ্যার থেকে সামান্য কম ।


একনজরে ভারতের জনগণনা 2011 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি


1) ভারতের মোট জনসংখ্যা কত ?

ANS:  121 কোটি 1 লাখ 93 হাজার 422 জন 

2) ভারতের মোট জনসংখ্যার পুরুষের সংখ্যা কত ?

ANS:  62 কোটি 37 লাখ 24 হাজার 248 জন (51.48%)

3) ভারতের মোট জনসংখ্যার মহিলা সংখ্যা কত 

ANS: 58 কোটি 68 লাখ 69 হাজার 174 জন ( 48.52%)

4) ভারতের মোট সাক্ষরতার হার কত ?

ANS:   74.04 %

5) পুরুষ সাক্ষরতার হার কত ?

ANS:  82.14 %

6) মহিলা সাক্ষরতার হার কত ?

ANS:  65.46 %

7) ভারতের জনঘনত্ব কত জন ?

ANS:  382 জন প্রতি বর্গ কিমিতে 

8) প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কত জন ?

ANS:  940 জন মহিলা

9) প্রতি 1000 জন শিশুপুত্রে শিশুকন্যার সংখ্যা কত জন ?

ANS:  914 জন শিশুকন্যা

10) মহিলার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি ?

ANS: কেরলে (প্রতি 1000 জন পুরুষ 1084 জন মহিলা)

11) মহিলার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে কম ?

ANS: হরিয়ানা ( প্রতি 1000 জন পুরুষ 879 জন মহিলা )

12) শিশুকন্যার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি ?

ANS: মিজোরাম (প্রতি 1000 জন শিশুপুত্রে 971 জন শিশু কন্যা)

13) শিশুকন্যার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে কম 

ANS: হরিয়ানা (প্রতি 1000 জন শিশুপুত্রে 830 জন শিশু কন্যা)

14) আয়তনে সবথেকে বৃহত্তম রাজ্য কোনটি ?

ANS:  রাজস্থান

15) আয়তনে সবথেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি 

ANS:  গোয়া 

16) জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি 

ANS:  উত্তর প্রদেশ 

17) জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি 

ANS:  সিকিম 

18) জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি 

ANS:  বিহার 

19) জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি 

ANS:  অরুণাচল প্রদেশ 

20) শিক্ষিত হার কোন রাজ্যে সবচেয়ে বেশি 

ANS:  কেরালা

21) শিক্ষিত হার কোন রাজ্যে সবচেয়ে কম ?

ANS:  বিহার 

22) মহিলা শিক্ষিত হার কোন রাজ্যে সবচেয়ে বেশি ?

ANS:  কেরালা

23) মহিলা শিক্ষিত হার কোন রাজ্যে সবচেয়ে কম ?

ANS:  বিহার 

24) আয়তনে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

ANS:  আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

25) আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

ANS:  লাক্ষাদ্বীপ 

26) জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

ANS:  দিল্লি 

27) জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

ANS:  লাক্ষাদ্বীপ 

28) জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

ANS:   দিল্লি 

29) জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি

ANS:   আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 

30) শিক্ষিত হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি ?

ANS:  লাক্ষাদ্বীপ 

31) শিক্ষিত হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম ?

ANS:  দাদরা ও নগর হাভেলি 

32) আয়তনে সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি ?

ANS:  কচ্ছ (গুজরাট) 

33) আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি ?

ANS:  মাহে (পদুচেরি)

34) সবচেয়ে জনসংখ্যার দিকথেকে বৃহত্তম জেলা কোনটি ?

ANS:  থানে (মহারাষ্ট্র)

35) সবচেয়ে জনসংখ্যার দিকথেকে ক্ষুদ্রতম জেলা কোনটি 

ANS:  উচ্চ দিবাং উপত্যাকা (অরুণাচল প্রদেশ) 

36) হিন্দু জনসংখ্যার পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক ?

ANS:  হিমাচল প্রদেশে সর্বাধিক হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন ।

37) খ্রিস্টান জনসংখ্যার পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক ?

ANS:  নাগাল্যান্ড 

38) বৌদ্ধধর্মালম্বী মানুষ কোন রাজ্যে সর্বাধিক ?

ANS:  সিকিমে 

39) ( BPL ) দারিদ্রসীমা বা গরিবি রেখার সংখ্যা দেয়া হয় কিসের মাধ্যমে ।

ANS:  খাদ্যদ্রব্যের পরিমাণ বা পুষ্টি স্তর এর মাধ্যমে 

40) উত্তর-পূর্ব ভারতে অরুণাচল প্রদেশের জনগণনা প্রথম কবে করা হয় ।

ANS:  1961 সালে