বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা

বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা


এই POST টিতে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে । যে প্রশ্ন গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায়় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে ।


বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা :-


(1) র‌্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ভারত ও পাকিস্তান 

2) ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ভারত ও চীন 

3) লাইন অফ কন্ট্রোল (LOC) কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ভারত ও পাকিস্তান 

4) লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ভারত ও চীন 

5) ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  পাকিস্তান ও আফগানিস্তানের 

6) হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  জার্মানি ও ফ্রান্স 

7) ম্যাগিনট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ইতালি , জার্মানি ও ফ্রান্স 

8) সিগফ্রাইড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  জার্মানি ও ফ্রান্স 

9) ওডারনিস লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড 

10) ম্যানারহেইম লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  রাশিয়া ও ফিনল্যান্ড 

11) সাত-এল-আরব কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ইরাক ও ইরান 

12) 49 তম প্যারালাল (বৃহত্তম সীমারেখা) কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা 

13) 38 তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া 

14) 37 তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ভারত ও মায়ানমার 

15) 28 তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ভারত ও পাকিস্তান 

16) 24 তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ভারত ও পাকিস্তান 

17) 17 তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম 

18) 16 তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  নামিবিয়া ও অ্যাঙ্গোলা 

19) ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ইংল্যান্ড ও ফ্রান্স 

20) মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  মালয়েশিয়া ও সুমাত্রা 

21) জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশের মধ্যে অবস্থিত 

ANS:  ইউরোপ ও আফ্রিকা 

22) পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ভারত ও শ্রীলঙ্কা 

23) লোহিত সাগর কোন দুটি মহাদেশের মধ্যে অবস্থিত ?

ANS:  এশিয়া ও আফ্রিকার 

24) গ্রেট চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  ভারত ( আন্দামান-নিকোবর ) ও সুমাত্রা 

25) 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত ?

ANS:  ভারত (মিনিকয় দ্বীপ) মালদ্বীপ 

26) কার্জন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

ANS:  পোল্যান্ড ও রাশিয়া 


ভারত কিছু উল্লেখযোগ্য সীমারেখা :- 


1) ডানকান প্যাসেজ কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত ?

ANS:  গ্রেট আন্দামান ও লিটল আন্দামান 

2) 9 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত ?

ANS:  লাক্ষাদ্বীপ ও মিনিকয় 

3) 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত ?

ANS:  আন্দামান ও নিকোবর 

4) সমব্রেরো চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত ?

ANS:  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ