রিজনিং এর যে প্রশ্ন গুলো আগামী সব কেন্দ্র ও রাজ্যের যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায় বিশেষ ভাবে সাহায্য করবে । নীচে WBP 2021 Reasoning Practice Set এ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হলো ।
WBP 2021 Reasoning Practice Set - 1
সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন ।
(1) কবি : কবিতা : : নাট্যকার : ?
(A) সংলাপ (B) মঞ্চ (C) নাটক (D) নির্দেশনা
2) ভারত : নিউ দিল্লি : : বাংলাদেশ : ?
(A) ইসলামাবাদ (B) ঢাকা (C) কাবুল (D) কলম্বো
3) জুতো : চামড়া : : জামা : ?
(A) কাপড় (B) সুতো (C) কার্পাস (D) দর্জি
4) দই : দুধ : : তেল : ?
(A) কাগজ (B) নারকেল (C) অগ্নিশিখা (D) ঔষধ
লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন ।
(5) 1, 8, 27, 64, ?
(A) 125 (B) 16 (C) 9 (D) 36
6) 1, 4, 9, 16, 25, 36, 49, ?
(A) 54 (B) 56 (C) 64 (D) 81
বেমানান টি নির্ণয় করুন ।
(7) 1, 4, 9, 16, 20, 36, 49
(A) 1 (B) 9 (C) 20 (D) 49
8) 1, 8, 27, 60, 125, 216
(A) 27 (B) 60 (C) 8 (D) 216
অজানা অক্ষরটি নির্ণয় করো ।
(9) A, D, H, L, P, ?
(A) C (B) G (C) S (D) T
(10) A, G, L, P, S, ?
A) U (B) W (C) X (D) Y
বেমানানটি নির্বাচন করুন ।
11) (A) Jasmine (B) Cherry (C) China rose (D) Rose
12) (A) December (B) October (C) November (D) August
(13) (A) Diamond (B) Aluminium (C) Tungsten (D) Copper
(14) (A) Parrot (B) Crow (C) Birds (D) Bats
শূন্যস্থান পূরণ করুন ।
(15) লালকেল্লা : ভারত : : আইফেল টাওয়ার : ?
(A) জার্মানি (B) ইংল্যান্ড (C) ফ্রান্স (D) জাপান
(16) অটোয়া : কানাডা : : ক্যানবেরা : ?
(A) আর্জেন্টিনা (B) সুইজারল্যান্ড (C) বাংলাদেশ (D) অস্ট্রেলিয়া
(17) Sheep : Lamb : : Butterfly : ?
(A) Pup (B) Moth (C) Cub (D) Caterpillar
(18) Ornithology : Birds : : Zoology : ?
(A) Animals (B) Plants (C) Dreams (D) Oceans
সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন ।
(19) একটি মানুষের সবসময়ই থাকে —
(A) হৃদপিণ্ড (B) হাত (C) পা (D) চোখ
(20) একটি গাছে সবসময়ই থাকে —
(A) ডালপালা (B) পাতা (C) ফল (D) শিকড়
Answer
1) C (Drama)
2) B ( Dhaka)
3) A (Cloth)
4) B (Coconut)
5) A (125)
6) C (64)
7) C (20)
8) B (60)
9) D (T)
10) A (U)
11) B (Cherry)
12) C (November)
13) A ( Diamond)
14) D ( Bats)
15) C (France)
16) D ( Australia)
17) D (Caterpillar)
18) A (Animals)
19) A (Heart)
20) D (Roots)
লেবেল