ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর , যে প্রশ্ন গুলো আগামী সব কেন্দ্র ও রাজ্যের যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায় বিশেষ ভাবে সাহায্য করবে । নীচে ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ GK প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হলো ।
wbp 2021 history mcq gk in bengali । wbp police 2021 preliminary history mcq gk
1) ইকতা প্রথা কে প্রবর্তন করেন ?
ANS: ইলতুৎমিস
2) বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?
ANS: সিকান্দার শাহ
3) বাংলা ভাষায় প্রথম সংবাদ পত্রের দাম কি ?
ANS: সমাচার দর্পণ
4) স্বরাজ দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
ANS: 1923 সালে
5) কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?
ANS: 1906 সালে
6) হুমায়ূন নামা কার রচনা ?
ANS: গুলবদন বেগম
7) তিতুমীর কে ছিলেন ?
ANS: ওয়াহাবী আন্দোলনের নেতা
8) কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন ?
ANS: শেরশাহ
9) স্বরাজ দলের একজন নেতার নাম বলো ?
ANS: চিত্তরঞ্জন দাশ
10) স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি ?
ANS: বর্তমান ভারত
11) মুঘল ভারতে কে জিন্দাপীর নামে পরিচিত ছিলেন ?
ANS: ঔরঙ্গজেব
12) ডান্ডি অভিযান কবে হয় ?
ANS: 1930 সালে 12ই মার্চ
13) কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন ?
ANS: আলাউদ্দিন খলজি
14) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
ANS: খান আব্দুল গফফর খান
15) হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?
ANS: নবগোপাল মিত্র
16) সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে ?
ANS: রাখাল দাস বন্দোপাধ্যায়
17) ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?
ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি
18) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?
ANS: ব্রিটিশ প্রধানমন্ত্রী র্্যামসে ম্যাকডোনাল্ড
19) সিন্ধুসভ্যতা বাসীদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল
ANS: লোহার
20) কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় ?
ANS: 1876 খ্রিস্টাব্দে
21) বৈদিক সাহিত্যে কোন সময় রচিত হয় ?
ANS: 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বের মধ্যে
22) ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল ?
ANS: 8 আগস্ট 1942 সালে
23) আর্য শব্দের অর্থ কী ?
ANS: চাষ করা
24) ত্রিপিটক কোন ভাষায় লিখিত হয় ?
ANS: পালি ভাষায়
25) কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?
ANS: 1 লা সেপ্টেম্বর 1942 সালে
26) প্রাচীন ভারতে কত জন তীর্থঙ্কর ছিলেন ?
ANS: 24 জন
27) হোমরুল আন্দোলনের একজন নেতার নাম বলো ?
ANS: অ্যানি বেসান্ত
28) সর্বশেষ তীর্থঙ্করের নাম কী ?
ANS: মহাবীর
29) জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল ?
ANS: 13 ই এপ্রিল 1919 সালে
30) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
ANS: মহাপদ্মানন্দ
31) কেশরী পত্রিকার সম্পাদক কে ?
ANS: বাল গঙ্গাধর তিলক
32) প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন
ANS: বিন্দুসার
33) গদর পার্টি কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয় ?
ANS: 1913 সালে আমেরিকায়
34) শকাব্দ কে প্রচলন করেন ?
ANS: কণিষ্ক 78 খ্রিস্টাব্দে
35) বুদ্ধচরিত কে রচনা করেন ?
ANS: অশ্বঘোষ
36) ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ কাকে বলা হয় ?
ANS: দাদা ভাই নওরোজী
37) মধুরা শিল্প কলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করে
ANS: কুষাণ যুগে
38) করেঙ্গ ইয়া মরেঙ্গ কে ডাক দিয়ে ছিলেন
ANS: গান্ধীজি
39) গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?
ANS: শ্রীগুপ্ত
40) ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ?
ANS: 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু
41) কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ?
ANS: সম্রাট সমুদ্রগুপ্ত
42) ভারতের লৌহ মানব কাকে বলা হয় ?
ANS: সর্দার বল্লভভাই প্যাটেল কে
43) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?
ANS: কর্ণসুবর্ণ তে
44) কবে ইখতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন ?
ANS: 1202 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দের মধ্যে
45)' দিব্য জীবন ' বা লাইফ ডিভাইন এর লেখক কে ?
ANS: অরবিন্দ ঘোষ
46) কোন গভর্নর জেনারেল এর সময় বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল ?
ANS: লর্ড ক্যানিং
47) ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল ?
ANS: 26 শে জানুয়ারি 1950 সালে
48) কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাঙ্গী হন ?
ANS: রয়্যাল টাইটেলস্ অ্যাক্ট 1876
49) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
ANS: লালা লাজপত রায়
50) খিলায়ৎ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
ANS: মহম্মদ আলি ও সৌকত আলি
51) ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিল ?
ANS: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
52) মুসলিম লীগ অন্তর্বতী সরকারে কবে যোগদান করেছিল
ANS: অক্টোবর 1946 সালে
53) কে কলকাতায় 'ভারত সভা' বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন ?
ANS: 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি
54) ভারতীয় বিপ্লবীদের জননী রুপে পরিচিত ছিলেন ?
ANS: মাদাম কামা
55) নিখিল ভারত হোমরুল লীগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ANS: অ্যানি বেসান্ত
56) কোন বছর দিল্লির দরবারে ইংল্যান্ডের রাণীকে ভারত সম্রাঙ্গী রুপে ঘোষণা করা হয়েছিল ?
ANS: 1876 - 1877 খ্রিস্টাব্দে
57) শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়েছিল ?
ANS: 1674 খ্রিস্টাব্দে
58) আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে স্থাপিত হয়েছিল ?
ANS: 1877 খ্রিস্টাব্দে
59) জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটে ছিল
ANS: 13 ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে
60) 'স্কুল বুক সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন ?
ANS: ডেবিড হেয়ার
61) শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিল ?
ANS: লর্ড মেয়ো
62) দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন
ANS: আলাউদ্দিন খলজি
63) 'নীল দর্পন' নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন ?
ANS: মাইকেল মধুসূদন দত্ত
64) 'সনাতনপন্থী সংস্কারক' কাকে বলা হয় ?
ANS: বিদ্যাসাগর
65) চেঙ্গিস খাঁন কবে ভারত আক্রমণ করেছিলেন ?
ANS: 1221 খ্রিস্টাব্দে
66) 'অমৃত বাজার পত্রিকা' কে প্রতিষ্ঠা করেন ?
ANS: শিশির কুমার ঘোষ
67) আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারী কে 'বকসী' বলা হতো ?
ANS: সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারী কে
68) বঙ্গ ভঙ্গ কবে রদ হয়েছিল ?
ANS: 1911 খ্রিস্টাব্দে
69) ফতেপুর সিক্রিতে 'ইবাদতখানা' কি ছিল ?
ANS: সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ
70) কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
ANS: 1809 খ্রিস্টাব্দে
71) কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমন করেছিলেন
ANS: 1739 খ্রিস্টাব্দে
72) হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো ?
ANS: মেসোপটেমিয়া বা সুমেরুর
73) নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন ?
ANS: ডিরোজিও
74) 'ভারতের অর্ধনগ্ন ফকির' ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে এই কথা বলেছিলেন ?
ANS: গান্ধীজি
75) কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন
ANS: ওয়ারেন হেস্টিংস
76) মেগাস্থিনিস কে ছিলেন ?
ANS: সেলুকাসের দূত বা একজন গ্রীক পরিব্রাজক
77) গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ?
ANS: অসহযোগ আন্দোলন
78) 'আদিগ্রন্থ' কী ?
ANS: শিখদের একটি ধর্মীয় পুস্তক
79) সংবিধান সভার সভাপতি কে ছিলেন ?
ANS: ড: রাজেন্দ্র প্রসাদ
80) ভারতের ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির ( যথাক্রমে বিজ্ঞান ও গণিতবিদ ) ?
ANS: গুপ্ত যুগ
81) 'শের-ই-পাঞ্জাব' কাকে বলা হয় ?
ANS: রঞ্জিত সিং
82) টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?
ANS: শ্রীরঙ্গপত্তনম
83) ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
ANS: দাদাভাই নৌরাজি
84) কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে ?
ANS: 1829 খ্রিস্টাব্দে
85) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন ?
ANS: চিত্তরঞ্জন দাশ
86) 'রাজতরঙ্গিনী' গ্রন্থটি কার লেখা ?
ANS: কলহনের
87) ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ কবে করেছিলেন ?
ANS: 1765 খ্রিস্টাব্দে
88) 'বাঘা যতীন' নামে কে পরিচিত ছিলেন ?
ANS: যতীন্দ্র নাথ মুখার্জি
89) সুলতানি আমলে 'ইকতা' বলতে কী বোঝাত ?
ANS: কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান
90) সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল কেন ?
ANS: ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য
91) দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন ?
ANS: কুতুবুদ্দিন আইবক
92) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন ?
ANS: হরিষেণ
93) বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
ANS: গিয়াসউদ্দিন মামুদ শাহ
94) কে 'অমিত্রাঘাত' নামে পরিচিত ছিলেন ?
ANS: বিন্দুসার
95) 'ইনক্লাব জিন্দাবাদ' স্লোগান কে দিয়েছিলেন ?
ANS: ভগৎ সিং
96) তাহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?
ANS: আলবেরুনি
97) দিল্লির কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?
ANS: ফিরোজ শাহ তুঘলক
98) আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন ?
ANS: 19 মাস
99) লক্ষনসেনের আমলে কোন মুসলমান আক্রমনকারী বাংলা জয় করেন ?
ANS: বখতিয়ার খিলজী
100) গৌতম বুদ্ধ কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন
ANS: সারনাথে
লেবেল