WBCS History Previous Year MCQ GK Questions Answer 2006

WBCS History Previous Year MCQ GK Questions Answer 2006


এই POST টিতে WBCS পরীক্ষার বিগত 2006 সালের ইতিহাসের সমস্ত MCQ GK প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে । যে প্রশ্ন গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায়় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে ।

WBCS History Previous Year MCQ GK Questions Answer 2006 


1) হিন্দু মেলার আয়োজন কে করেছিলেন ?

ANS: নবগোপাল মিত্র 

2) we shall make the settled fact unsettled কে বলেছিলেন ?

ANS: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

3) ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ?

ANS: দাদাভাই নওরোজি 

4) বঙ্গভঙ্গ কবে রদ হয় ?

ANS: 1911 সালে 

5) গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় ?

ANS: আমেরিকায় সানফ্রান্সিস্কো তে 

6) লাইফ ডিভাইন কে রচনা করেন ?

ANS: অরবিন্দ ঘোষ 

7) কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন ?

ANS: জি.ভি. যোশী 

8) new lamps for old প্রবন্ধটি কে লিখেছিলেন ?

ANS: শ্রী অরবিন্দ ঘোষ 

9) ভারত মাতা কে প্রকাশ করেন ?

ANS: অজিত সিং 

10) লক্ষনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

ANS: 1916 সালে 

11) কোন ভাইসরয় কে উজ্জল বিফলতা বলা হয় 

ANS: লর্ড লিটন 

12) বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে 

ANS: শ্রীমতি অ্যানি বেসান্ত 

13) ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয় 

ANS: বিদ্যাসাগরকে 

14) হিন্দু পুনরুজ্জীবন বাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয় 

ANS: স্বামী দয়ানন্দ সরস্বতী 

15) শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল ?

ANS: 1893 সালে 

16) মারাঠা পত্রিকার সম্পাদক কে ?

ANS: বালগঙ্গাধর তিলক 

17) মাসিক পত্রিকা দিকদর্শন কে প্রকাশ করেন ?

ANS: মার্শম্যান 

18) ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন ?

ANS: উপরাষ্ট্রপতি 

19) ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয় ?

ANS: 1991 সাল থেকে 

20) আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ?

ANS: রাজা রামমোহন রায় কে 

21) স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন ?

ANS: লর্ড রিপন  

22) বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS: লর্ড ক্যানিং 

23) আমার কথা দিয়ে নয়, কাজ নিয়ে আমাকে বিচার করুন এ কথা কে বলেছিলেন ?

ANS: লর্ড রিপন 

24) নাছ ওয়াৎ অল উলেমা কে প্রতিষ্ঠা করেন ?

ANS: শিবালি নোমানী 

25) Times of India প্রথম কবে প্রকাশিত হয় 

ANS: 1862 সালে 

26) মহাযানা বইটি কে রচনা করেন ?

ANS: রাধানাথ রায় 

27) বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন সালে 

ANS: 1885 সালে 

28) দোবানি মুদ্রা চালু করেছিলেন কে ?

ANS: মুহাম্মদ বিন তুঘলক 

29) কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন ?

ANS: রয়েল টাইটেল আইন, 1878 

30) কত খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল ?

ANS: 1526 খ্রিস্টাব্দে 

31) প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে ?

ANS: 1905 সালে 

32) সাইমন কমিশন কি জন্য নিযুক্ত হয়েছিল ?

ANS: ভারতের সংবিধান সংস্কারের জন্য 

33) বাবরনামা কে রচনা করেছিলেন ?

ANS: বাবর 

34) মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান কবে করে ?

ANS: অক্টোবর 1946 সালে 

35) দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?

ANS: হিমু 

36) ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয় ?

ANS: 1950 সালে 26 জানুয়ারি 

37) ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল ?

ANS: 1911 সাল 

38) রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা ?

ANS: কলহন 

39) সিন্ধু সভ্যতা কী ভিত্তিক সভ্যতা ?

ANS: শহর ভিত্তিক 

40) রেগুলেটিং আইন কারা পাশ করেছিল ?

ANS: ব্রিটিশ পার্লামেন্ট 

41) মহাবলীপুরমের রথ মন্দির গুলি নির্মাণকালে ঐ অঞ্চলে কে রাজত্ব করতেন ?

ANS: দ্বিতীয় নরসিংহ বর্মন 

42) সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ কবে ঘটেছিল ?

ANS: 468 খ্রিস্টপূর্বাব্দে