এই POST টিতে WBCS পরীক্ষার বিগত 2006 সালের ইতিহাসের সমস্ত MCQ GK প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে । যে প্রশ্ন গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায়় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে ।
WBCS History Previous Year MCQ GK Questions Answer 2006
1) হিন্দু মেলার আয়োজন কে করেছিলেন ?
ANS: নবগোপাল মিত্র
2) we shall make the settled fact unsettled কে বলেছিলেন ?
ANS: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
3) ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ?
ANS: দাদাভাই নওরোজি
4) বঙ্গভঙ্গ কবে রদ হয় ?
ANS: 1911 সালে
5) গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় ?
ANS: আমেরিকায় সানফ্রান্সিস্কো তে
6) লাইফ ডিভাইন কে রচনা করেন ?
ANS: অরবিন্দ ঘোষ
7) কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন ?
ANS: জি.ভি. যোশী
8) new lamps for old প্রবন্ধটি কে লিখেছিলেন ?
ANS: শ্রী অরবিন্দ ঘোষ
9) ভারত মাতা কে প্রকাশ করেন ?
ANS: অজিত সিং
10) লক্ষনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
ANS: 1916 সালে
11) কোন ভাইসরয় কে উজ্জল বিফলতা বলা হয়
ANS: লর্ড লিটন
12) বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে
ANS: শ্রীমতি অ্যানি বেসান্ত
13) ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয়
ANS: বিদ্যাসাগরকে
14) হিন্দু পুনরুজ্জীবন বাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়
ANS: স্বামী দয়ানন্দ সরস্বতী
15) শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল ?
ANS: 1893 সালে
16) মারাঠা পত্রিকার সম্পাদক কে ?
ANS: বালগঙ্গাধর তিলক
17) মাসিক পত্রিকা দিকদর্শন কে প্রকাশ করেন ?
ANS: মার্শম্যান
18) ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন ?
ANS: উপরাষ্ট্রপতি
19) ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয় ?
ANS: 1991 সাল থেকে
20) আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ?
ANS: রাজা রামমোহন রায় কে
21) স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন ?
ANS: লর্ড রিপন
22) বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
ANS: লর্ড ক্যানিং
23) আমার কথা দিয়ে নয়, কাজ নিয়ে আমাকে বিচার করুন এ কথা কে বলেছিলেন ?
ANS: লর্ড রিপন
24) নাছ ওয়াৎ অল উলেমা কে প্রতিষ্ঠা করেন ?
ANS: শিবালি নোমানী
25) Times of India প্রথম কবে প্রকাশিত হয়
ANS: 1862 সালে
26) মহাযানা বইটি কে রচনা করেন ?
ANS: রাধানাথ রায়
27) বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন সালে
ANS: 1885 সালে
28) দোবানি মুদ্রা চালু করেছিলেন কে ?
ANS: মুহাম্মদ বিন তুঘলক
29) কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন ?
ANS: রয়েল টাইটেল আইন, 1878
30) কত খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল ?
ANS: 1526 খ্রিস্টাব্দে
31) প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে ?
ANS: 1905 সালে
32) সাইমন কমিশন কি জন্য নিযুক্ত হয়েছিল ?
ANS: ভারতের সংবিধান সংস্কারের জন্য
33) বাবরনামা কে রচনা করেছিলেন ?
ANS: বাবর
34) মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান কবে করে ?
ANS: অক্টোবর 1946 সালে
35) দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
ANS: হিমু
36) ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয় ?
ANS: 1950 সালে 26 জানুয়ারি
37) ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল ?
ANS: 1911 সাল
38) রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা ?
ANS: কলহন
39) সিন্ধু সভ্যতা কী ভিত্তিক সভ্যতা ?
ANS: শহর ভিত্তিক
40) রেগুলেটিং আইন কারা পাশ করেছিল ?
ANS: ব্রিটিশ পার্লামেন্ট
41) মহাবলীপুরমের রথ মন্দির গুলি নির্মাণকালে ঐ অঞ্চলে কে রাজত্ব করতেন ?
ANS: দ্বিতীয় নরসিংহ বর্মন
42) সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ কবে ঘটেছিল ?
ANS: 468 খ্রিস্টপূর্বাব্দে
লেবেল