WBCS History Previous Year MCQ GK Questions Answer 2008

WBCS History Previous Year MCQ GK Questions Answer 2008


এই POST টিতে WBCS পরীক্ষার বিগত 2008 সালের ইতিহাসের সমস্ত MCQ GK প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে । যে প্রশ্ন গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায়় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে ।


WBCS History Previous Year Questions Paper 2008

1) কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না ? 

ANS: মোহনলাল 

2) সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?

ANS: হরিষেন 

3) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?

ANS: সরোজিনী নাইডু 

4) দিল্লির কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন ?

ANS: বটুকেশ্বর দত্ত 

5) স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন ?

ANS: অশ্বিনীকুমার দত্ত 

6) আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষ কে আইনে সমর্থন করেছিলেন কে ?

ANS: চিত্তরঞ্জন দাশ 

7) কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় 

ANS: 1857 সালে 

8) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

ANS: লর্ড ডাফরিন 

9) কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল ? 

ANS: মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে 

10) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS: লর্ড ক্যানিং 

11) আমির খসরু কার সভাকবি ছিলেন ?

ANS: আলাউদ্দিন খলজির 

12) রামচরিত গ্রন্থটি কার রচনা ? 

ANS: সন্ধ্যাকর নন্দী 

13) রামচরিত মানস গ্রন্থটি কার রচনা ?

ANS: তুলসীদাস 

14) 1540 খ্রিস্টাব্দে কনৌজ এর যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন ?

ANS: হুমায়ুন 

15) আধুনিক ভারতের জনক কাকে বলা হয় 

ANS: রাজা রামমোহন রায় 

16) ভারতের জাতীয় কংগ্রেস কে কে একটি সেফটি ভাল্ব হিসেবে দেখতে চেয়েছিলেন ?

ANS: অ্যালান অক্টোভিয়ান হিউম 

17) আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে এই কথা বলেছিলেন ?

ANS: স্বামী বিবেকানন্দ 

18) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন 

ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি 

19) ভারতের সিভিল সার্ভিস এর প্রবর্তন কে করেছিলেন ?

ANS: কর্নওয়ালিস 

20) ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1912 সালে নাগাদ কে করেছিলেন ?

ANS: রাসবিহারী বসু 

21) চিরস্থায়ী ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি 

ANS: জমিদারি ব্যবস্থা 

22) রাওলাট আইন কোন সালে পাশ হয় ?

ANS: 1919 সালে 

23) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন 

ANS: সেলুকাস কে 

24) ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন 

ANS: গুরুসদয় দত্ত 

25) বন্দেমাতরম গানটি কে রচনা করেছিলেন 

ANS: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

26) বন্দেমাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে ?

ANS: আনন্দমঠ উপন্যাস 

27) যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন 

ANS: বারিন্দ্র ঘোষ 

28) 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?

ANS: বাংলায় 

29) শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন ?

ANS: সেন যুগের 

30) ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন 

ANS: নবাব সলিমুল্লাহ 

31) কে একজন নরমপন্থী নেতা ছিলেন ?

ANS: বিপিনচন্দ্র পাল 

32) আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?

ANS: লালা হরদয়াল 

33) ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটির গৃহীত হয়েছিল 

ANS: 1929 লাহোর অধিবেশন 

34) চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন ?

ANS: প্রীতিলতা ওয়াদ্দেদার 

35) অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?

ANS: সতীশচন্দ্র বসু 

36) কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ এর সিদ্ধান্ত গ্রহণ করেছিল ?

ANS: 1929 সালে 

37) বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

ANS: আলাউদ্দিন বাহমন শাহ 

38) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন ?

ANS: ডিরোজিও 

39) উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন ? 

ANS: স্যার সৈয়দ আহমেদ খান 

40) কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্ম' যুদ্ধের সূচনা হয় ?

ANS: লর্ড আমহার্স্ট 

41) সীমান্ত গান্ধী কাকে বলা হয় ?

ANS: খান আবদুল গফফর খান কে 

42) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?

ANS: মীরকাশিম 

43) শকাব্দ প্রচলন কে করেছিলেন ?

ANS: 78 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক 

44) বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেছিলেন ?

ANS: ধর্মপাল 

45) আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন 

ANS: রাজবিহারী বসু 

46) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS: লর্ড মাউন্টব্যাটেন 

47) কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহ কে সমর্থন বা সহায়তা করেছিলেন ?

ANS: হরিশ মুখার্জি