এই POST টিতে WBCS পরীক্ষার বিগত 2008 সালের ইতিহাসের সমস্ত MCQ GK প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে । যে প্রশ্ন গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায়় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে ।
WBCS History Previous Year Questions Paper 2008
1) কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না ?
ANS: মোহনলাল
2) সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?
ANS: হরিষেন
3) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
ANS: সরোজিনী নাইডু
4) দিল্লির কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন ?
ANS: বটুকেশ্বর দত্ত
5) স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
ANS: অশ্বিনীকুমার দত্ত
6) আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষ কে আইনে সমর্থন করেছিলেন কে ?
ANS: চিত্তরঞ্জন দাশ
7) কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়
ANS: 1857 সালে
8) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
ANS: লর্ড ডাফরিন
9) কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল ?
ANS: মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে
10) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
ANS: লর্ড ক্যানিং
11) আমির খসরু কার সভাকবি ছিলেন ?
ANS: আলাউদ্দিন খলজির
12) রামচরিত গ্রন্থটি কার রচনা ?
ANS: সন্ধ্যাকর নন্দী
13) রামচরিত মানস গ্রন্থটি কার রচনা ?
ANS: তুলসীদাস
14) 1540 খ্রিস্টাব্দে কনৌজ এর যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন ?
ANS: হুমায়ুন
15) আধুনিক ভারতের জনক কাকে বলা হয়
ANS: রাজা রামমোহন রায়
16) ভারতের জাতীয় কংগ্রেস কে কে একটি সেফটি ভাল্ব হিসেবে দেখতে চেয়েছিলেন ?
ANS: অ্যালান অক্টোভিয়ান হিউম
17) আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে এই কথা বলেছিলেন ?
ANS: স্বামী বিবেকানন্দ
18) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন
ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি
19) ভারতের সিভিল সার্ভিস এর প্রবর্তন কে করেছিলেন ?
ANS: কর্নওয়ালিস
20) ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1912 সালে নাগাদ কে করেছিলেন ?
ANS: রাসবিহারী বসু
21) চিরস্থায়ী ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি
ANS: জমিদারি ব্যবস্থা
22) রাওলাট আইন কোন সালে পাশ হয় ?
ANS: 1919 সালে
23) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন
ANS: সেলুকাস কে
24) ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন
ANS: গুরুসদয় দত্ত
25) বন্দেমাতরম গানটি কে রচনা করেছিলেন
ANS: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
26) বন্দেমাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে ?
ANS: আনন্দমঠ উপন্যাস
27) যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন
ANS: বারিন্দ্র ঘোষ
28) 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?
ANS: বাংলায়
29) শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন ?
ANS: সেন যুগের
30) ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন
ANS: নবাব সলিমুল্লাহ
31) কে একজন নরমপন্থী নেতা ছিলেন ?
ANS: বিপিনচন্দ্র পাল
32) আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
ANS: লালা হরদয়াল
33) ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটির গৃহীত হয়েছিল
ANS: 1929 লাহোর অধিবেশন
34) চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন ?
ANS: প্রীতিলতা ওয়াদ্দেদার
35) অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
ANS: সতীশচন্দ্র বসু
36) কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ এর সিদ্ধান্ত গ্রহণ করেছিল ?
ANS: 1929 সালে
37) বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
ANS: আলাউদ্দিন বাহমন শাহ
38) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন ?
ANS: ডিরোজিও
39) উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন ?
ANS: স্যার সৈয়দ আহমেদ খান
40) কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্ম' যুদ্ধের সূচনা হয় ?
ANS: লর্ড আমহার্স্ট
41) সীমান্ত গান্ধী কাকে বলা হয় ?
ANS: খান আবদুল গফফর খান কে
42) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?
ANS: মীরকাশিম
43) শকাব্দ প্রচলন কে করেছিলেন ?
ANS: 78 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক
44) বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেছিলেন ?
ANS: ধর্মপাল
45) আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন
ANS: রাজবিহারী বসু
46) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
ANS: লর্ড মাউন্টব্যাটেন
47) কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহ কে সমর্থন বা সহায়তা করেছিলেন ?
ANS: হরিশ মুখার্জি
লেবেল