এই POST টিতে WBCS ইতিহাস বিগত বছরের সমস্ত MCQ প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে । যে প্রশ্ন গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে ।
WBCS History Previous Years Questions Paper 2012
1) কোন বছর ইংরেজরা চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন
ANS: 1793 খ্রিস্টাব্দে
2) দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোন অধিবেশনে ?
ANS: 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশনে
3) 'পভাটি' অ্যান্ড আনক্রিটিপ রুল ইন ইন্ডিয়া' বইটির লেখক কে ?
ANS: দাদা ভাই নওরোজী
4) লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন
ANS: 1856 খ্রিস্টাব্দে
5) সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে ?
ANS: 1855 খ্রিস্টাব্দে
6) আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
ANS: স্বামী দয়ানন্দ সরস্বতী
7) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
ANS: চক্রবর্তী রাজা গোপালাচারী
8) আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়েছিল
ANS: সিঙ্গাপুরে
9) আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?
ANS: সৈয়দ আহমেদ খান
10) 'বাউন্ডারী কমিশনের' প্রধান হিসাবে কোন ব্যাক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্দেশ করেছিলেন ?
ANS: স্যার সিরিল র্যাডক্লিফ
11) মীরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল ?
ANS: 1929 সালে
12) কোন বছর মুসলীম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল ?
ANS: 1940 খ্রিস্টাব্দে
13) ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ANS: ক্লেমেন্ট এ্যাটলি
14) ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল ?
ANS: 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারী মাসে
15) 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ANS: হরিশচন্দ্র মুখোপাধ্যায়
16) ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত
ANS: A.O. হিউম
17) ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে IAS চালু করেছিলেন
ANS: সর্দার বল্লভভাই প্যাটেল
18) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
ANS: উমেশ চন্দ্র ব্যানার্জি
19) কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়
ANS: ঋগবেদ
20) প্যারিসে 'বন্দেমাতরম' পত্রিকা কে সম্পাদনা করতেন
ANS: মাদাম কামা
21) মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
ANS: লালা হরদয়াল
22) সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা ?
ANS: হরিষেণ
23) 'ইন্ডিয়া উইনস ফ্রীডম' বইটি কার লেখা ?
ANS: মৌলানা আবুল কালাম আজাদ
24) বাংলার পালবংশীয় রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত্য নেতা কে ছিলেন ?
ANS: দিব্য
25) 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমণ চালিয়েছিলেন ?
ANS: রাসবিহারী বসু
26) 1919 সালের আইন কি নামে পরিচিত ছিল ?
ANS: রাওলাট অ্যাক্ট
27) গুপ্তবংশের কোন রাজা ' লিচ্ছবিদৌহিত্র' নামে পরিচিত ছিলেন ?
ANS: সমুদ্রগুপ্ত
28) কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ স্হগিত রাখতে বাধ্য করেছিল ?
ANS: চৌরিচৌরার গন হিংসা
29) কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি প্রথম উত্থাপিত হয় ?
ANS: 1929 সালে লাহোর অধিবেশনে
30) 'তারিখ-ই-ফিরোজশাহী' গ্রন্থটির রচয়িতা কে ?
ANS: জিয়ায়ুদ্দিন বারানী
31) দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লবী দীর্ঘজীবী হোক ?
ANS: ভগৎ সিং
32) 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন ?
ANS: আগা খান
33) টোডরমল কে ছিলেন ?
ANS: আকবরের রাজসভার একজন রাজস্ববিষয়ক বিশেষজ্ঞ ?
34) মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি ?
ANS: মজুর মহাজন
35) নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন ?
ANS: একজন সুফী সন্ত
36) অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে করেছিলেন
ANS: ব্যারিষ্টার প্রমথনাথ মিত্র
37) দিল্লীর সুলতানীর শেষ শাসক কে ছিলেন ?
ANS: ইব্রাহিম লোদী
38) খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন ?
ANS: রাণা সঙ্গ
39) নীল বিদ্রোহ নিয়ে নিয়োমিত আলোকপাত করা হতো কোন পত্রিকাতে ?
ANS: হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে
40) কোন ইংরেজ জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন
ANS: স্যার টমাস রো
41) "স্বরাজ আমার জন্মগত অধিকার" কে বলেছিলেন
ANS: বাল গঙ্গাধর তিলক
42) কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন ?
ANS: শাহজাহান
43) কোন মোঘল সম্রাটের শাসনকালে 1739 সালে নাদির শাহ ভারত আক্রমন করেছিলেন ?
ANS: মহম্মদ শাহ
44) বাংলার কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
ANS: A.K. ফজলুল হক
45) বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খানের উত্তরসুরী কে
ANS: সরফরাজ খান
46) খুদায়-ই-খিদমদগারের নেতা কে ছিলেন ?
ANS: খান আব্দুল গফফর খান
47) কোন জায়গায় মহত্মা গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা করেন ?
ANS: চম্পারণ
48) প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে 'অধীনতামূলক মিত্রিতা' নীতি প্রয়োগ করেছিলেন ?
ANS: লর্ড ওয়েলেসলী
49) 'খালিমপুর তাম্রপট' পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে ?
ANS: ধর্মপাল
50) ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গন্য করা হয় ?
ANS: 1857 সালে সিপাহী বিদ্রোহ
51) স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন
ANS: লিয়াকত হোসেন
52) ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন ?
ANS: পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির পরাজয়
লেবেল