WBCS History Previous Years Questions in Bengali

WBCS History Previous Year MCQ Questions and Answer in Bengali

WBCS পরীক্ষার ইতিহাসের বিগত ৮ বছরের সমস্ত প্রশ্ন ও উত্তরগুলো দেওয়া হয়েছে । যে প্রশ্ন উত্তর গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত  চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি,  PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত  চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে । 


WBCS History 8 Years Previous Year MCQ Questions and Answer 


1) কোন বছর জাতীয় কংগ্রেস 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গ্রহণ করে ?

ANS: 1929 লাহোর অধিবেশনে

2) 1940 -এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?

ANS: লাহোর অধিবেশনে

3) 'স্যার ক্রীক' সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে ?

ANS: ভারতবর্ষ ও পাকিস্তান

4) কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?

ANS: মতিলাল নেহেরু

5) কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছিলেন

ANS: মনুস্মৃতি

6) বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?

ANS: মহেঞ্জোদারো

7) 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?

ANS: নেতাজি সুভাষচন্দ্র বসুর

8) 'আইহোল' প্রশস্তি কে রচনা করেন ?

ANS: রবিকীর্তী

9) কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ?

ANS: 1920 সালে

10) গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন ?

ANS: 563 খ্রীস্টাব্দ

11) রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?

ANS: ঘরে বাইরে

12) ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী ভাবে বসতি স্থাপন করে ?

ANS: পাঞ্জাবে

13) কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?

ANS: পুরু

14) কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?

ANS: পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ

15) তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?

ANS: দেবনামপ্রিয় প্রিয়দর্শিন

16) নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রুপে পরিচিত

ANS: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

17) বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?

ANS: 1946 সালে

18) কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্দু দখল করেন ?

ANS: 712 খ্রীস্টাব্দে

19) 1942 এ কোথায় 'স্বরাজ পঞ্চায়েত' তৈরি হয় ?

ANS: তমলুক

20) গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমন করেন

ANS: 17 বার

21) কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না ?

ANS:  শাহনাওয়াজ খান

22) বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?

ANS: বল্লাল সেন

23) 'যুক্ত সার্বভৌম বাংলা'র একজন প্রবক্তা কে ছিলেন ?

ANS: H.S. সুরাওয়ার্দি

24) দাশ বংশের প্রতিষ্ঠাতা কে ?

ANS: কুতুবুদ্দিন আইবক

25) 'ইন্ডিয়া উইনস ফ্রীডম' বইটি কার লেখা ?

ANS: মৌলানা আবুল কালাম আজাদ

26) জালাল উদ্দিন মঙ্গবারণী কে ছিলেন ?

ANS: খোয়ারজিম বা খিবার শাসক

27) ভারত আক্রমনে কে বাবর কে আমন্ত্রণ করেছিলেন ?

ANS: দৌলদ খাঁ লোদি

28) 'বাংলাদেশ' রাষ্ট্র' তৈরী হয় কোন বছরে ?

ANS: 1971 সালে

29) কে 'দীন-ই-ইলাহী' এর সদস্য হন ?

ANS: রাজা বীরবল

30) 'দাম' কী ?

ANS: শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা

31) কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?

ANS: শাজাহান

32) সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?

ANS: 1756 খ্রিস্টাব্দে

33) কে 'নীলদর্পন' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন

ANS: মাইকেল মধুসূদন দত্ত

34) কে বলেছিলেন 'সব লাল হো যায়েগা '

ANS: রঞ্জিত সিং

35) কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় ?

ANS: 1784 সালে

36) ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ?

ANS: খন্দেশ

37) কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?

ANS: লর্ড কর্ণওয়ালিস

38) বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?

ANS: সৈয়দ আহমেদ

39) "স্বত্ব বিলোপ নীতি" কে প্রবর্তন করেছিলেন ?

ANS: লর্ড ডালহৌসি

40) কোন জায়গায় কে সাঁওতালরা 'দামিনী-ই-কোহ' বলত ?

ANS: রাজমহল পাহাড়

41) কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?

ANS: 1856 খ্রিস্টাব্দে

42) 'প্রার্থনা সমাজ' কে প্রতিষ্ঠা করেন ?

ANS: আত্মারাম পান্ডুরাঙ

43) কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশে ছাড় পত্র পায় ?

ANS: 1813 এর চার্টার আইন

44) কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন ?

ANS: 1920 সালে

45) বিখ্যাত ছবি ' ভারত মাতা' কে এঁকেছিলেন ?

ANS: অবনীন্দ্রনাথ ঠাকুর

46) সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?

ANS: ড: রাজেন্দ্র প্রসাদ

47) কাকে গদর পার্টি মারতে চেয়েছিল ?

ANS: টেগার্ট কে

48) ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা কবে অর্জিত হয়েছিল কবে ?

ANS: 26 শে জানুয়ারি 1950 সালে

49) কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?

ANS: 1817 খ্রিস্টাব্দে

50) কে বলেছিলেন ' আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে' ?

ANS: গোপাল কৃষ্ণ গোখলে

51) ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ?

ANS: 1855 সালে হুগলীর রিষড়ায়

52) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?

ANS: বম্বে বা মুম্বাই

53) কোন বছর ইংরেজরা চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন ?

ANS: 1793 খ্রিস্টাব্দে

54) দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোন অধিবেশনে ?

ANS: 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশনে

55) 'পভাটি' অ্যান্ড আনক্রিটিপ রুল ইন ইন্ডিয়া' বইটির লেখক কে ?

ANS: দাদা ভাই নওরোজী

56) লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন

ANS: 1856 খ্রিস্টাব্দে

57) সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে ?

ANS: 1855 খ্রিস্টাব্দে

58) আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

ANS: স্বামী দয়ানন্দ সরস্বতী

59) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS: চক্রবর্তী রাজা গোপালাচারী

60) আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়েছিল

ANS: সিঙ্গাপুরে

61) আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?

ANS: সৈয়দ আহমেদ খান

62 'বাউন্ডারী কমিশনের' প্রধান হিসাবে কোন ব্যাক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্দেশ করেছিলেন ?

ANS: স্যার সিরিল র‌্যাডক্লিফ

63) মীরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল ?

ANS: 1929 সালে

64) কোন বছর মুসলীম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল ?

ANS: 1940 খ্রিস্টাব্দে

65) ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?

ANS: ক্লেমেন্ট এ্যাটলি

66) ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল ?

ANS: 1946 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারী মাসে

67) 'হিন্দু পেট্রিয়ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

ANS: হরিশচন্দ্র মুখোপাধ্যায়

68) ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত

ANS: A.O. হিউম

69) ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে IAS চালু করেছিলেন ?

ANS: সর্দার বল্লভভাই প্যাটেল

70) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?

ANS: উমেশ চন্দ্র ব্যানার্জি

71) কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়

ANS: ঋগবেদ

72) প্যারিসে 'বন্দেমাতরম' পত্রিকা কে সম্পাদনা করতেন

ANS: মাদাম কামা

73) মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?

ANS: লালা হরদয়াল

74) সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা ?

ANS: হরিষেণ

75) 'ইন্ডিয়া উইনস ফ্রীডম' বইটি কার লেখা ?

ANS: মৌলানা আবুল কালাম আজাদ

76) বাংলার পালবংশীয় রাজা দ্বিতীয় মহীপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত্য নেতা কে ছিলেন ?

ANS: দিব্য

77) 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমণ চালিয়েছিলেন ?

ANS: রাসবিহারী বসু

78) 1919 সালের আইন কি নামে পরিচিত ছিল ?

ANS: রাওলাট অ্যাক্ট

79) গুপ্তবংশের কোন রাজা ' লিচ্ছবিদৌহিত্র' নামে পরিচিত ছিলেন ?

ANS: সমুদ্রগুপ্ত

80) কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ স্হগিত রাখতে বাধ্য করেছিল ?

ANS: চৌরিচৌরার গন হিংসা

81) কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি প্রথম উত্থাপিত হয় ?

ANS: 1929 সালে লাহোর অধিবেশনে

82) 'তারিখ-ই-ফিরোজশাহী' গ্রন্থটির রচয়িতা কে ?

ANS: জিয়ায়ুদ্দিন বারানী

83) দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক ?

ANS: ভগৎ সিং

84) 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন ?

ANS: আগা খান

85) টোডরমল কে ছিলেন ?

ANS: আকবরের রাজসভার একজন রাজস্ববিষয়ক বিশেষজ্ঞ ?

86) মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি ?

ANS: মজুর মহাজন

87) নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন ?

ANS: একজন সুফী সন্ত

88) অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে করেছিলেন

ANS: ব্যারিষ্টার প্রমথনাথ মিত্র

89) দিল্লীর সুলতানীর শেষ শাসক কে ছিলেন ?

ANS: ইব্রাহিম লোদী

90) খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন ?

ANS: রাণা সঙ্গ

91) নীল বিদ্রোহ নিয়ে নিয়োমিত আলোকপাত করা হতো কোন পত্রিকাতে ?

ANS: হিন্দু পেট্রিয়ট পত্রিকাতে

92) কোন ইংরেজ জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন

ANS: স্যার টমাস রো

93) "স্বরাজ আমার জন্মগত অধিকার" কে বলেছিলেন

ANS: বাল গঙ্গাধর তিলক

94) কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন ?

ANS: শাহজাহান

95) কোন মোঘল সম্রাটের শাসনকালে 1739 সালে নাদির শাহ ভারত আক্রমন করেছিলেন ?

ANS: মহম্মদ শাহ

96) বাংলার কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

ANS: A.K. ফজলুল হক

97) বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খানের উত্তরসুরী কে

ANS: সরফরাজ খান

98) খুদায়-ই-খিদমদগারের নেতা কে ছিলেন ?

ANS: খান আব্দুল গফফর খান

99) কোন জায়গায় মহত্মা গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা করেন ?

ANS: চম্পারণ

100) প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে 'অধীনতামূলক মিত্রিতা' নীতি প্রয়োগ করেছিলেন ?

ANS: লর্ড ওয়েলেসলী

101) 'খালিমপুর তাম্রপট' পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে ?

ANS: ধর্মপাল

102) ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গন্য করা হয় ?

ANS: 1857 সালে সিপাহী বিদ্রোহ

103) স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন ?

ANS: লিয়াকত হোসেন

104) ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন ?

ANS: পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তির পরাজয়

105) 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন ?

ANS: লর্ড কর্ণওয়ালিস

106) All ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

ANS: M.N. যোশী

107) 'বিফোর মেমরি ফেডস' অ্যান অটোবায়োগ্রাফি' কার লেখা ?

ANS: ফালি এস . নারিমান

108) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন ?

ANS: বদরুদ্দিন তায়বজী

109) প্রধান বৌদ্ধ ধর্ম গ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত

ANS: পালি ভাষায়

110) কাকে বলা হয় ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা

ANS: রাজা রামমোহন রায় কে

111) আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন ?

ANS: 19 মাস

112) ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?

ANS: জে.বি. কৃপালিনি

113) 'বাবরনামার' লেখক কে ?

ANS: বাবর

114) বুদ্ধ কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন ?

ANS: সারনাথে

115) 'লৌহমানব' কাকে বলা হয় ?

ANS: সর্দার বল্লভভাই প্যাটেল কে

116) সাতবাহন রাজাদের আমলে একটি উল্লেখযোগ্য বন্দরের নাম কী ?

ANS: সোপারা

117) মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল ?

ANS: 1899 - 1900 খ্রিস্টাব্দে

118) "দীন-ই-ইলাহি" কে প্রবর্তন করেন ?

ANS: আকবর

119) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন ?

ANS: হরিষেণ

120) তহকিক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?

ANS: আলবেরুনি

121) ইম্পরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে ?

ANS: 1883 সালে

122) কোন গভর্নর জেনারেলর কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল ?

ANS: লর্ড ডালহৌসি

123) কে 'অমিত্রাঘাত'নামে পরিচিত ছিলেন ?

ANS: বিন্দুসার

124) বাংলায় নীল বিদ্রোহ কবে হয়েছিল ?

ANS: 1859 খ্রিস্টাব্দে

125) বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?

ANS: গিয়াসউদ্দিন মামুদ শাহ

126) নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন ?

ANS: গৌতমীপুত্র সাতকর্ণী

127) ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?

ANS: সারনাথে

128) কোন বছর কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল

ANS: 1857 খ্রিস্টাব্দে

129 ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন

ANS: মহম্মদ বিন তুঘলক

130) কোন অঞ্চল দখলের জন্য বাহমনী রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছিল ?

ANS: রায়চুর দোয়াব

131) দিল্লীর কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?

ANS: ফিরোজ শাহ তুঘলক

132) কে বলেছিলেন "কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহন করতে ইচ্ছুক হয় " তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে ?

ANS: গান্ধীজি

133) কোন সুলতানের রাজত্বকালে চিঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন ?

ANS: ইলতুৎমিস

134) গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?

ANS: চম্পারনে

135) দিল্লীতে কুতুব মিনার কে নির্মাণ করেন ?

ANS: কুতুবুদ্দিন আইবক

136) মুর্শিদকুলি খান ঢাকা থেকে তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ?

ANS: মুর্শিদাবাদ

137) "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগান কে দিয়েছিলেন ?

ANS: ভগৎ সিং

138) কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি

ANS: আসাম

39) ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্ররণাদাতা কে ছিলেন

ANS: ডিরোজিও

140) সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন

ANS: এই কমিশনে কোন ভারতীয় দের সদস্যরুপে নেওয়া হয়নি ?

141) গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

ANS: পাল বংশের

142) 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন ?

ANS: বাহাদুর শাহ জাফর

143) বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ-বিদ্রোহ ঘটেছিল ?

ANS: 1946 সালে

144) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্যকুঠি নির্মাণ করেন ?

ANS: জাহাঙ্গীর

145) জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে

ANS: 1919 খ্রিস্টাব্দে

146) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন

ANS: ওয়েলেসলি

147) লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমনকারী বাংলা জয় করেছিলেন ?

ANS: বখতিয়ার খলজী

148) সার্ভেন্ট অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

ANS: M.N. যোশী

149) দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ?

ANS: ফিরোজ শাহ তুঘলক

150) গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল ?

ANS: আমেরিকায়

151) নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন ?

ANS: মাইকেল মধুসূদন দত্ত

152) স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

ANS: ডেভিড হেয়ার

153) ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্য ভট্ট ও বরাহমিহির ?

ANS: গুপ্ত যুগের

154) আর্য ভট্ট কে ছিলেন ?

ANS: গুপ্ত যুগের একজন বিখ্যাত গণিতবিদ

155) বরাহমিহির কে ছিলেন ?

ANS: গুপ্ত যুগের একজন জ্যোতির্বিজ্ঞানী

156) খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিলেন

ANS: মোহাম্মদ আলি ও সৌকত আলি

157) নিখিল ভারত হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

ANS: অ্যানি বেসান্ত

158) দিব্য জীবন (লাইফ ডিভাইন) বইটি কার লেখা ?

ANS: অরবিন্দ ঘোষ

159) মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল ?

ANS: অক্টোবর 1946 সালে

160) রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা ?

ANS: কলহনের লেখা

161) মেগাস্থিনিস কে ছিলেন ?

ANS: সেলুকাসের দূত

162) কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?

ANS: 1809 খ্রিস্টাব্দে

163) হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো

ANS: সুমেরুর

164) সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয় ?

ANS: বিদ্যাসাগর কে

165) কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন ?

ANS: রয়েল টাইটেলস অ্যাক্ট 1876

166) সাইমন কমিশন কি জন্য নিয়োগ করা হয়েছিল ?

ANS: ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য

167) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন ?

ANS: চিত্তরঞ্জন দাশ

168) টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?

ANS: শ্রীরঙ্গপত্তম

169) ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে এই কথা বলেছিলেন ?

ANS: গান্ধীজীর সম্বন্ধে

170) ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ?

ANS: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

171) সুলতানি আমলে ইকতা বলতে কী বোঝায় ?

ANS: কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান

172) নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল ?

ANS: 1739 খ্রিস্টাব্দে

173) কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন

ANS: ওয়ারেন হেস্টিংস

174) গান্ধীজীর কোন আন্দোলন খিলাফৎ আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ?

ANS: অসহযোগ আন্দোলন

176) অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন ?

ANS: শিশির কুমার ঘোষ

177) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

ANS: লালা লাজপত রায়

178) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল

ANS: 1919 সালে

179) কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল ?

ANS: লর্ড ক্যানিং

180) ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত কে ?

ANS: মাদাম কামা

181) শিবাজীর রাজ্যভিষেক কবে হয়েছিল ?

ANS: 1674 খ্রিস্টাব্দে

182) চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন ?

ANS: 1221 খ্রিস্টাব্দে

183) ক্লাইভ কত সালে বাংলার দেওয়ানি লাভ করেছিল

ANS: 1765 খ্রিস্টাব্দে

184) বঙ্গভঙ্গ রদ কবে হয়েছিল ?

ANS: 1911 খ্রিস্টাব্দে

185) বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন ?

ANS: যতীন্দ্র নাথ মুখার্জী

186) কাকে শের-ই-পাঞ্জাব বলা হয় ?

ANS: লালা লাজপত রায়

187) কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষিত হয়েছিল ?

ANS: 1829 খ্রিস্টাব্দে

188) ভারতের আমুল অর্থনৈতিক সংস্কার ও উদার নীতি চালু হয়েছিল কত সালে ?

ANS: 1991 সালে

189) শাসনকার্য কালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ?

ANS: লর্ড মেয়ো

190) কে কলকাতায় ভারতসভা ( ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ) স্থাপন করেছিলে ?

ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি

191) ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন না তিনি কে ?

ANS: মোরারজি দেশাই

192) কলকাতা মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল ?

ANS: 1835 খ্রিস্টাব্দে

193) আকবরের রাজত্বকালে কোন রাজ কর্মচারীকে বক্সী বলা হত ?

ANS: সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারী কে

194) আলীগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কত সালে ?

ANS: 1875 সালে

195) কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যভুক্ত স্থাপন করেছিলেন ?

ANS: বাবর

196) খুতবা কি ?

ANS: শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পান

197) কোন বছরের দিল্লি দরবারে ইংল্যান্ডের রানী কে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল ?

ANS: 1876 - 1877 খ্রিস্টাব্দে

198) আদি গ্রন্থ কি ?

ANS: শিখদের একটি ধর্মীয় পুস্তক

199) নব্য বঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন ?

ANS: ডিরোজিও

200) ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

ANS: দাদাভাই নওরোজি

201) দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হত ?

ANS: আমির খসরু

202) একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন ?

ANS: বিনয় বসু

203) তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘোরী আর কার মধ্যে হয়েছিলো ?

ANS: পৃথ্বীরাজ চৌহান

204) মাতৃ ভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?

ANS: লর্ড লিটন

205) ইক্তা প্রথার প্রবর্তন কে করেন ?

ANS: ইলতুৎমিস

206) মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছর জারি হয় ?

ANS: 1878 খ্রিস্টাব্দে

207) বাংলায় আদিনা মসজিদ কে নির্মান করেন ?

ANS: সিকান্দার শাহ

208) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?

ANS: সমাচার দর্পণ

209) সুলতানি আমলে কোন বাঙালি কবি কে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল ?

ANS: মালাধর বসুকে

210) স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

ANS: 1923 সালে

211) কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?

ANS: 1906 সালে

212) হুমায়ুননামা কার রচনা ?

ANS: গুলবদন বেগম

213) তিতুমীর কে ছিলেন ?

ANS: ওয়াহাবি আন্দোলনের নেতা

214) কবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন ?

ANS: শেরশাহ

215) স্বরাজ্য দলের একজন নেতার নাম কী ?

ANS: চিত্তরঞ্জন দাশ

216) স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি ?

ANS: বর্তমান ভারত

217) মুঘল ভারতে কে জিন্দাপীর নামে অভিহিত ছিলেন ?

ANS: ওরঙ্গজেব

218) ডান্ডি অভিযান কবে হয়েছিল ?

ANS: 12 ই মার্চ 1930 সালে

219) কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন ?

ANS: আলাউদ্দিন খলজী

220) সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?

ANS: আবদুল গফফর খান

221) হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

ANS: নবগোপাল মিত্র

222) সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন ?

ANS: রাখালদাস ব্যানার্জি

223) ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?

ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি

224) সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?

ANS: ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড

225) সিন্ধু বাসীদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল ?

ANS: লোহা

226) ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় ?

ANS: 1876 খ্রিস্টাব্দে

227) বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় ?

ANS: 1500-1000 খ্রিস্টপূর্বাব্দে

228) ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল ?

ANS: 8 ই আগস্ট 1942 সালে

229) আর্য শব্দের অর্থ কি ?

ANS: চাষ করা

230) ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ?

ANS: পালি ভাষা তে

231) কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?

ANS: 1 লা সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে

232) প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন ?

ANS: 24 জন

233) হোমরুল আন্দোলনের একজন নেতার নাম বলো ?

ANS: অ্যানি বেসান্ত

234) সর্বশেষ তীর্থঙ্কর এর নাম কি ?

ANS: মহাবীর

235) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল ?

ANS: 13 ই এপ্রিল 1919 সালে

236) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

ANS: মহাপদ্ম নন্দ

237) মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

ANS: বালগঙ্গাধর তিলক

238) ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন ?

ANS: বিন্দুসার

239) গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?

ANS: 1913 সালে আমেরিকার সানফ্রান্সিসকো তে

240) কে শকাব্দ প্রচলন করেন ?

ANS: 78 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক

241) বুদ্ধচরিত কে রচনা করেন ?

ANS: অশ্বঘোষ

242) কাকে বলা হত ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ ?

ANS: দাদাভাই নওরোজি কে

243) মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করেন

ANS: কুষাণ যুগে

244) করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন ?

ANS: মহাত্মা গান্ধী

245) গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?

ANS: শ্রীগুপ্ত ?

246) ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ?

ANS: নেতাজি সুভাষচন্দ্র বসু

247) কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত ?

ANS: সম্রাট সমুদ্রগুপ্ত

248) ভারতের লৌহ মানব কাকে বলা হত ?

ANS: সর্দার বল্লভ ভাই প্যাটেল কে

249) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?

ANS: কর্ণসুবর্ণ তে

250) কবে ইক্তারা উদ্দিন বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেন ?

ANS: 1202 খ্রিস্টাব্দে

251) কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না ?

ANS: মোহনলাল

252) সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?

ANS: হরিষেন

253) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?

ANS: সরোজিনী নাইডু

254) দিল্লির কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন ?

ANS: বটুকেশ্বর দত্ত

255) স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন ?

ANS: অশ্বিনীকুমার দত্ত

256) আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষ কে আইনে সমর্থন করেছিলেন কে ?

ANS: চিত্তরঞ্জন দাশ

257) কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়

ANS: 1857 সালে

258) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

ANS: লর্ড ডাফরিন

259) কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল ?

ANS: মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে

260) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS: লর্ড ক্যানিং

261) আমির খসরু কার সভাকবি ছিলেন ?

ANS: আলাউদ্দিন খলজির

262) রামচরিত গ্রন্থটি কার রচনা ?

ANS: সন্ধ্যাকর নন্দী

263) রামচরিত মানস গ্রন্থটি কার রচনা ?

ANS: তুলসীদাস

264) 1540 খ্রিস্টাব্দে কনৌজ এর যুদ্ধে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন ?

ANS: হুমায়ুন

265) আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?

ANS: রাজা রামমোহন রায়

266) ভারতের জাতীয় কংগ্রেস কে কে একটি সেফটি ভাল্ব হিসেবে দেখতে চেয়েছিলেন ?

ANS: অ্যালান অক্টোভিয়ান হিউম

267) আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে এই কথা বলেছিলেন ?

ANS: স্বামী বিবেকানন্দ

268) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন ?

ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি

269) ভারতের সিভিল সার্ভিস এর প্রবর্তন কে করেছিলেন ?

ANS: কর্নওয়ালিস

270) ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1912 সালে নাগাদ কে করেছিলেন ?

ANS: রাসবিহারী বসু

271) চিরস্থায়ী ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি

ANS: জমিদারি ব্যবস্থা

272) রাওলাট আইন কোন সালে পাশ হয় ?

ANS: 1919 সালে

273) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ?

ANS: সেলুকাস কে

274) ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন ?

ANS: গুরুসদয় দত্ত

275) বন্দেমাতরম গানটি কে রচনা করেছিলেন ?

ANS: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

276) বন্দেমাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে ?

ANS: আনন্দমঠ উপন্যাস

277) যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

ANS: বারিন্দ্র ঘোষ

278) 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?

ANS: বাংলায়

279) শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন ?

ANS: সেন যুগের

280) ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন ?

ANS: নবাব সলিমুল্লাহ

281) কে একজন নরমপন্থী নেতা ছিলেন ?

ANS বিপিনচন্দ্র পাল

282) আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?

ANS: লালা হরদয়াল

283) ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটির গৃহীত হয়েছিল ?

ANS: 1929 লাহোর অধিবেশন

284) চট্টগ্রামের পাহাড়তলীতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন ?

ANS: প্রীতিলতা ওয়াদ্দেদার

285) অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?

ANS: সতীশচন্দ্র বসু

286) কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ এর সিদ্ধান্ত গ্রহণ করেছিল ?

ANS: 1929 সালে

287) বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

ANS: আলাউদ্দিন বাহমন শাহ

288) অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন 

ANS: ডিরোজিও

289) উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন ?

ANS: স্যার সৈয়দ আহমেদ খান

290) কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্ম' যুদ্ধের সূচনা হয় ?

ANS: লর্ড আমহার্স্ট

291) সীমান্ত গান্ধী কাকে বলা হয় ?

ANS: খান আবদুল গফফর খান কে

292) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?

ANS: মীরকাশিম

293) শকাব্দ প্রচলন কে করেছিলেন ?

ANS: 78 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক

294) বিক্রমশীলা মহাবিহার কে স্থাপন করেছিলেন ?

ANS: ধর্মপাল

295) আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন

ANS: রাজবিহারী বসু

296) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS: লর্ড মাউন্টব্যাটেন

297) কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহ কে সমর্থন বা সহায়তা করেছিলেন ?

ANS: হরিশ মুখার্জি

298) শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন ?

ANS: গুরু গোবিন্দ সিং

299) কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ?

ANS: প্রথম রাজেন্দ্র চোল

300) এ্যাংলো মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

ANS: স্যার সৈয়দ আহমেদ খান

301) কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কে শীর্ষ করেছিলেন ?

ANS: শ্রী চৈতন্যদেব

302) মারাঠা পেশোয়া দের মধ্যে কে হিন্দু-পদ-পাদশাহী আদর্শ অনুসরণ করেছিলেন ?

ANS: প্রথম বাজিরাও

303) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

ANS: উইলিয়াম জোন্স

304) সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় ?

ANS: 1936 সালে

305) ভারতের সর্ব প্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন ?

ANS: কুষাণ

306) লিবারহান কমিশন কিসের সাথে যুক্ত ?

ANS: বাবরি মসজিদ ধ্বংসের বিষয়ে অনুসন্ধান

307) অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় ?

ANS: 11 ফেব্রুয়ারি 1922 সালে

308) ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ?

ANS: ডঃ বি আর আম্বেদকর

309) শেরশাহের সেনাপতি কে ছিলেন ?

ANS: ব্রহ্মজিৎ গৌড়

310) 1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?

ANS: লর্ড রিপন

311) গান্ধীজীর কাছে অহিংসা বলতে কি ছিল ?

ANS: কোন উদ্দেশ্য অর্জনের একটি উপায়

312) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব ?

ANS: ডব্লিউ. সি . ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি

313) ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ?

ANS: বক্তিয়ার খলজি

314) ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?

ANS: সুরেন্দ্রনাথ ব্যানার্জি

315) ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?

ANS: মহারাষ্ট্রে

316) শিখ ধর্মের প্রবর্তক কে ?

ANS: গুরু নানক

317) কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার ?

ANS: বালগঙ্গাধর তিলক

318) জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন ?

ANS: নেতাজি সুভাষচন্দ্র বসু

319) মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিলে কোন সালে ?

ANS: 1940 সালে লাহোর অধিবেশনে

320) ঐতিহাসিক ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছন

ANS: ফিরোজ শাহ তুঘলক কে

321) আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি কে এই কথা বলেছিলেন ?

ANS: লর্ড কার্জন

322) কিসের জন্য গান্ধীজী চম্পারনে আন্দোলন করেছিলেন ?

ANS: নীলচাষীদের সমস্যার সমাধান

323) সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশল গৃহীত হয়েছে কোন সভায় ?

ANS: সাধারণ সভায়

324) ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন ?

ANS: রাসবিহারী বসু

325) কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?

ANS: জয়নাল আবেদীনকে

326) সম্মিলিত জাতিপুঞ্জের নতুন মহাসচিব কে ?

ANS: অ্যান্টোনিও গুতেরেস

327) আকবরনামা কে লিখেছিলেন ?

ANS: আবুল ফজল

328) হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?

ANS: আকবর

329) কোন সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস দল প্রথম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ?

ANS: 1977 সালে

330) বাংলার স্বাধীন সুলতানি পত্তন কে করেছিলেন ?

ANS: ইলিয়াস শাহ

331) লাহোর কংগ্রেস 1929 এর উদ্দেশ্য কি ছিল ?

ANS: ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা

332) কোন সালে দাসশম প্রথা বিলোপ আইন পাশ হয় ?

ANS: 1976 সালে

333) জাস্টিস মুখার্জি কমিশন কি জন্য গঠিত হয়েছিল ?

ANS: সুভাষচন্দ্র বসুর মৃত্যু সম্পর্কিত বিষয় অনুসন্ধানে

334) স্বরাজ্য দলের উদ্দেশ্য কি ছিল ?

ANS: আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা

335) সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

ANS: গান্ধীজী

336) কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন ?

ANS: 1896 সালে

337) অকালি আন্দোলন কবে শুরু হয় ?

ANS: 1921 সালে

338) 1881 খ্রিস্টাব্দে কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন ?

ANS: লর্ড রিপন

339) ব্রাহ্ম সভার প্রথম সচিব কে ছিলেন ?

ANS: তারাচাঁদ চক্রবর্তী

340) নব্য বঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন ?

ANS: হেনরি ভিভিয়ান ডিরোজিও

341) শকাব্দ কোন বছর শুরু হয় ?

ANS: 78 খ্রিস্টাব্দ

342) ওরঙ্গজেব কোন শিখ গুরু কে হত্যা করেছিলেন ?

ANS: তেগ বাহাদুর কে

343) হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় ?

ANS: আমির খসরু কে

344) 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন ?

ANS: সরোজিনী নাইডু

345) মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় ?

ANS: নানা ফড়নবিশ কে

346) 1908 সালে মুজাফফরপুর খুনের সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন ?

ANS: ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী

347) মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে জিন্দাপীর নামে পরিচিত ছিলেন ?

ANS: ওরঙ্গজেব

348) সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন ?

ANS: ইলতুৎমিস

349) হিন্দু মেলার আয়োজন কে করেছিলেন ?

ANS: নবগোপাল মিত্র

350) we shall make the settled fact unsettled কে বলেছিলেন ?

ANS: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

351) ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ?

ANS: দাদাভাই নওরোজি

352) বঙ্গভঙ্গ কবে রদ হয় ?

ANS: 1911 সালে

353) গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় ?

ANS: আমেরিকায় সানফ্রান্সিস্কো তে

354) লাইফ ডিভাইন কে রচনা করেন ?

ANS: অরবিন্দ ঘোষ

355) কাকাসাহেব নামে কে পরিচিত ছিলেন ?

ANS: জি.ভি. যোশী

356) new lamps for old প্রবন্ধটি কে লিখেছিলেন ?

ANS: শ্রী অরবিন্দ ঘোষ

357) ভারত মাতা কে প্রকাশ করেন ?

ANS: অজিত সিং

358) লক্ষনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

ANS: 1916 সালে

359) কোন ভাইসরয় কে উজ্জল বিফলতা বলা হয় ?

ANS: লর্ড লিটন

360) বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা কে ?

ANS: শ্রীমতি অ্যানি বেসান্ত

361) ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয় ?

ANS: বিদ্যাসাগরকে

362) হিন্দু পুনরুজ্জীবন বাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়

ANS: স্বামী দয়ানন্দ সরস্বতী

363) শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল ?

ANS: 1893 সালে

364) মারাঠা পত্রিকার সম্পাদক কে ?

ANS: বালগঙ্গাধর তিলক

365) মাসিক পত্রিকা দিকদর্শন কে প্রকাশ করেন ?

ANS: মার্শম্যান

366) ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন ?

ANS: উপরাষ্ট্রপতি

367) ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয় ?

ANS: 1991 সাল থেকে

368) আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ?

ANS: রাজা রামমোহন রায় কে

369) স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন ?

ANS: লর্ড রিপন

370) বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

ANS: লর্ড ক্যানিং

371) আমার কথা দিয়ে নয়, কাজ নিয়ে আমাকে বিচার করুন এ কথা কে বলেছিলেন ?

ANS: লর্ড রিপন

372) নাছ ওয়াৎ অল উলেমা কে প্রতিষ্ঠা করেন ?

ANS: শিবালি নোমানী

373) Times of India প্রথম কবে প্রকাশিত হয় ?

ANS: 1862 সালে

374) মহাযানা বইটি কে রচনা করেন ?

ANS: রাধানাথ রায়

375) বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন সালে ?

ANS: 1885 সালে

376) দোবানি মুদ্রা চালু করেছিলেন কে ?

ANS: মুহাম্মদ বিন তুঘলক

377) কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন ?

ANS: রয়েল টাইটেল আইন, 1878

378) কত খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল ?

ANS: 1526 খ্রিস্টাব্দে

379) প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে ?

ANS: 1905 সালে

380) সাইমন কমিশন কি জন্য নিযুক্ত হয়েছিল ?

ANS: ভারতের সংবিধান সংস্কারের জন্য

381) বাবরনামা কে রচনা করেছিলেন ?

ANS: বাবর

382) মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান কবে করে ?

ANS: অক্টোবর 1946 সালে

383) দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?

ANS: হিমু

384) ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয় ?

ANS: 1950 সালে 26 জানুয়ারি

385) ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল ?

ANS: 1911 সাল

386) রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা ?

ANS: কলহন

387) সিন্ধু সভ্যতা কী ভিত্তিক সভ্যতা ?

ANS: শহর ভিত্তিক

388) রেগুলেটিং আইন কারা পাশ করেছিল ?

ANS: ব্রিটিশ পার্লামেন্ট

389) মহাবলীপুরমের রথ মন্দির গুলি নির্মাণকালে ঐ অঞ্চলে কে রাজত্ব করতেন ?

ANS: দ্বিতীয় নরসিংহ বর্মন

390) সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ কবে ঘটেছিল ?

ANS: 468 খ্রিস্টপূর্বাব্দে