WBCS History Previous Years Questions Paper 2013


WBCS History Previous Years Questions Paper 2013

এই POST টিতে WBCS ইতিহাস বিগত বছরের সমস্ত MCQ প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হয়েছে । যে প্রশ্ন গুলি আগামী কেন্দ্র ও রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষায়, যেমন রাজ্য WBP, WBP SI, KP, রাজ্যের Group - D, আবগারি, PSC ক্লার্ক , WBCS প্রিলিমিনারী ও কেন্দ্রীয় সরকারের POST OFFICE , রেল ও ব্যাংক সমস্ত চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে ।

WBCS History Previous Years Questions Paper 2013 


1) কোন বছর জাতীয় কংগ্রেস 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গ্রহণ করে ?

ANS: 1929 লাহোর অধিবেশনে 

2) 1940 -এ মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?

ANS: লাহোর অধিবেশনে

3) 'স্যার ক্রীক' সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে ?

ANS: ভারতবর্ষ ও পাকিস্তান 

4) কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?

ANS: মতিলাল নেহেরু 

5) কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছিলেন 

ANS: মনুস্মৃতি 

6) বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?

ANS: মহেঞ্জোদারো 

7) 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?

ANS: নেতাজি সুভাষচন্দ্র বসুর 

8) 'আইহোল' প্রশস্তি কে রচনা করেন ?

ANS: রবিকীর্তী 

9) কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ?

ANS: 1920 সালে 

10) গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন ?

ANS: 563 খ্রীস্টাব্দ 

11) রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?

ANS: ঘরে বাইরে 

12) ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী ভাবে বসতি স্থাপন করে ?

ANS: পাঞ্জাবে 

13) কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?

ANS: পুরু 

14) কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?

ANS: পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ 

15) তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?

ANS: দেবনামপ্রিয় প্রিয়দর্শিন 

16) নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রুপে পরিচিত 

ANS: দ্বিতীয় চন্দ্রগুপ্ত 

17) বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?

ANS: 1946 সালে 

18) কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্দু দখল করেন ?

ANS: 712 খ্রীস্টাব্দে 

19) 1942 এ কোথায় 'স্বরাজ পঞ্চায়েত' তৈরি হয় 

ANS: তমলুক 

20) গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমন করেন 

ANS: 17 বার 

21) কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না ?

ANS: শাহনাওয়াজ খান 

22) বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?

ANS: বল্লাল সেন 

23) 'যুক্ত সার্বভৌম বাংলা'র একজন প্রবক্তা কে ছিলেন ?

ANS: H.S. সুরাওয়ার্দি 

24) দাশ বংশের প্রতিষ্ঠাতা কে ?

ANS: কুতুবুদ্দিন আইবক 

25) 'ইন্ডিয়া উইনস ফ্রীডম' বইটি কার লেখা ?

ANS: মৌলানা আবুল কালাম আজাদ 

26) জালাল উদ্দিন মঙ্গবারণী কে ছিলেন ?

ANS: খোয়ারজিম বা খিবার শাসক 

27) ভারত আক্রমনে কে বাবর কে আমন্ত্রণ করেছিলেন ?

ANS: দৌলদ খাঁ লোদি 

28) 'বাংলাদেশ' রাষ্ট্র' তৈরী হয় কোন বছরে ?

ANS: 1971 সালে 

29) কে 'দীন-ই-ইলাহী' এর সদস্য হন ?

ANS: রাজা বীরবল 

30) 'দাম' কী ? 

ANS: শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা 

31) কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?

ANS: শাজাহান 

32) সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?

ANS: 1756 খ্রিস্টাব্দে 

33) কে 'নীলদর্পন' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন 

ANS: মাইকেল মধুসূদন দত্ত 

34) কে বলেছিলেন 'সব লাল হো যায়েগা ' 

ANS: রঞ্জিত সিং 

35) কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় 

ANS: 1784 সালে 

36) ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ?

ANS: খন্দেশ 

37) কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?

ANS: লর্ড কর্ণওয়ালিস 

38) বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?

ANS: সৈয়দ আহমেদ 

39) "স্বত্ব বিলোপ নীতি" কে প্রবর্তন করেছিলেন 

ANS: লর্ড ডালহৌসি 

40) কোন জায়গায় কে সাঁওতালরা 'দামিনী-ই-কোহ' বলত ?

ANS: রাজমহল পাহাড় 

41) কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?

ANS: 1856 খ্রিস্টাব্দে 

42) 'প্রার্থনা সমাজ' কে প্রতিষ্ঠা করেন ?

ANS: আত্মারাম পান্ডুরঙ্গ

43) কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশে ছাড় পত্র পায় ?

ANS: 1813 এর চার্টার আইন 

44) কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন ?

ANS: 1920 সালে 

45) বিখ্যাত ছবি ' ভারত মাতা' কে এঁকেছিলেন ?

ANS: অবনীন্দ্রনাথ ঠাকুর 

46) সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন 

ANS: ড: রাজেন্দ্র প্রসাদ 

47) কাকে গদর পার্টি মারতে চেয়েছিল ?

ANS: টেগার্ট কে 

48) ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা কবে অর্জিত হয়েছিল কবে ?

ANS: 26 শে জানুয়ারি 1950 সালে

49) কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?

ANS: 1817 খ্রিস্টাব্দে 

50) কে বলেছিলেন ' আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে' ?

ANS: গোপাল কৃষ্ণ গোখলে 

51) ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ?

ANS: 1855 সালে হুগলীর রিষড়ায় 

52) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?

ANS: বম্বে বা মুম্বাই