কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন

A few notable operations


ভারতের কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন ও তাদের মুখ্য উদ্দেশ্য গুলি সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে । 


কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন ও উদ্দেশ্য


1) অপারেশন গম্ভীর 

➠  ইন্দোনেশিয়াতে সুনামির জন্য ভারতীয় ত্রাণ 


2) অপারেশন সি-ওয়েভস 

  আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সুনামির জন্য ত্রাণ


3) অপারেশন কাস্টার 

➠  মালদ্বীপে সুনামিরর জন্য ত্রাণ  


4) অপারেশন পবন 

➠  শ্রীলংকার গৃহযুদ্ধে LTTE এর বিরুদ্ধে ভারতীয় সৈন্যের  সাহায্য 


5) অপারেশন পাইপলাইন  

➠  মায়ানমার থেকে ভারতে প্রাকৃতিক গ্যাস আমদানি বাংলাদেশ হয়ে 


6) অপারেশন কোকুন 

➠  চন্দন দস্যু বীরাপ্পন হত্যা 


7) অপারেশন রেড ডন 

➠  মার্কিন সৈন্য কর্তৃক ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের বন্দী করণ 


8) অপারেশন সানশাইন 

➠  কলকাতায় হকার উচ্ছেদ 


9) অপারেশন অল ক্লিয়ার

➠  ভুটানের জঙ্গি মুক্তি 


10) অপারেশন ফ্লাড 

➠  ভারতে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি 


11) অপারেশন ব্লু স্টার 

➠  অমৃতসরের স্বর্ণমন্দিরে অপারেশন 


12) অপারেশন জেন্টলম্যান 

➠  ভারতীয় ক্রিকেটে ম্যাচ গড়াপেটা রোধে অভিযান 


13) অপারেশন বিজয় 

➠  কারগিল যুদ্ধে ভারতীয় সৈন্য কর্তৃক পাকিস্তানের সৈন্যের ওপর পাল্টা আক্রমণ 


14) অপারেশন সফেদ সাগর 

➠  কারগিলে ভারতীয় বায়ুসেনার অভিযান 


15) অপারেশন সহায়তা 

➠  গুজরাটের ভূজে ভূমিকম্পের জন্য ত্রাণ 


16) অপারেশন রাইনো 

  ভারতের সৈন্য কর্তৃক অসমে উলফা দমন অভিযান 


17) অপারেশন ব্ল্যাকবোর্ড 

➠  ভারতের সাক্ষরতা অভিযান 


18) অপারেশন ডেজার্ট ফক্স 

 1998 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক ইরাকে বোমা হামলা


19) অপারেশন ক্যাকটাস লিলি 

 1971 সালে বাংলাদেশের যুদ্ধে ভারতীয় বায়ুসেনার অভিযান 


20) অপারেশন সাইলেন্স 

➠  পাকিস্তানের লাল মসজিদে জঙ্গি দমন 


21) অপারেশন মেঘদুত 

 1984 সালে ভারতীয় বায়ুসেনার সিয়াচেন হিমবাহে কর্তৃত্ব কায়েম 


22) অপারেশন নেপচুন স্পিয়ার 

  আমেরিকান সৈন্য কর্তৃক ওসামা বিন লাদেনের হত্যা 


23) অপারেশন ব্ল্যাক টর্নেডো 

  2008 সালে তাজ হোটেলে কমান্ডো কর্তৃক মুম্বাই আক্রমণকারীদের হত্যা এবং বন্দিমুক্তি করণ 


24) অপারেশন থ্রি স্টার  

➠ তিহার জেলে আফজল গুরুর ফাঁসি 


25) অপারেশন এক্সিকিউশন বা এক্স 

➠  আর্থার রোড জেলে আজমল কাসাভের ফাঁসি 


26) অপারেশন সূর্য হোপ 

➠  ভারতীয় সৈন্য কর্তৃক উত্তরখণ্ডে বন্যাত্রাণ 


27) অপারেশন রাহাত (2013) 

➠  ভারতীয় বিমান বাহিনী কর্তৃক উত্তরখণ্ডে উদ্ধার কার্য 


28) অপারেশন রাহাত (2015)

➠  ইয়েমেন থেকে ভারতীয়দের উদ্ধার কার্য