www এর জনক , ইতিহাসের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক, বাংলার জনক, জাতির জনক, কম্পিউটারের জনক, এছাড়া বিশ্বের বিভিন্ন বিষয়ে জনকের নাম গুলি সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে ।
বিশ্বের বিভিন্ন বিষয়ে জনকের নাম
1) www এর জনক কে ?
ANS: টিম বার্নার্স লি
2) ইতিহাসের জনক কে ?
ANS: হেরোডোটাস
3) রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
ANS: অ্যারিস্টোটল
4) কম্পিউটারের জনক কে ?
ANS: চার্লস ব্যাবেজ
5) বাংলার জনক কে ?
ANS: ইলিয়াস শাহ
6) ভারতের জাতির জনক কে ?
ANS: মহাত্মা গান্ধী
7) অস্ট্রেলিয়ার জনক কে ?
ANS: ল্যাকলান ম্যাকওয়ার
8) গ্রিক ট্র্যাজেডির জনক কে ?
ANS: অ্যাসাইলাস
9) কমেডির জনক কে ?
ANS: অ্যারিস্টোফেনিস
10) অর্থনীতির জনক কে
ANS: অ্যাডাম স্মিথ
11) রসায়নের জনক কে
ANS: ল্যাঁভয়সিয়ের
12) টেলিফোনের জনক কে ?
ANS: আলেকজান্ডার গ্রাহাম বেল
13) রেলের জনক কে ?
ANS: জর্জ স্টিফেনসন
14) নিউক্লিয় পদার্থ বিদ্যার জনক কে ?
ANS: আর্নেস্ট রাদারফোর্ড
15) আধুনিক গোয়েন্দা গল্পের জনক কে ?
ANS: এডগার অ্যালান পো
16) ইংরেজি কাব্যের জনক কে ?
ANS: জিওফ্রে চসার
17) রবিবাসরীয় কাগজের জনক কে ?
ANS: জন বেল
18) আধুনিক প্রিন্টিং এর জনক কে ?
ANS: জোহানেস গুটেনবার্গ
19) উড়ান এর জনক কে ?
ANS: স্যার জর্জ কেলে
20) টিকাকরণের জনক কে ?
ANS: এডওয়ার্ড জেনার
21) পারমাণবিক বোমার জনক কে ?
ANS: রবার্ট ওপেনহাইমার
22) উপন্যাসের জনক কে ?
ANS: জিওভান্নি বোকাচ্চিও
23) আধুনিক ভূগোলের জনক কে ?
ANS: কার্ল রিটার
24) চিকিৎসা শাস্ত্রের জনক কে ?
ANS: হিপোক্রেটাস
25) আধুনিক নাটকের জনক কে ?
ANS: হেনরিক ইবসেন
26) আধুনিক পর্যটন এর জনক কে ?
ANS: টমাস কুক
27) ভারতীয় চিত্র শিল্পের জনক কে ?
ANS: নন্দলাল বসু
28) ভারতীয় নবজাগরণের জনক কে ?
ANS: রাজা রামমোহন রায়
29) ভারতীয় শিল্পের জনক কে ?
ANS: জামশেদজি টাটা
30) ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক কে ?
ANS: হোমিও জাহাঙ্গীর ভাবা
31) ভারতীয় চলচ্চিত্রের জনক কে ?
ANS: দাদাসাহেব ফালকে
32) ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক কে ?
ANS: দাদাভাই নওরোজি
33) বাংলা গদ্যের জনক কে ?
ANS: ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়
লেবেল