সৌরজগতের গ্রহসমূহ যেমন, বুধ, শুক্র , পৃথিবী , মঙ্গল , বৃহস্পতি , ইউরেনাস , নেপচুন , এই সব গ্রহগুলির সম্পর্কে নীচে আলোচনা করা হয়েছে ।
সৌরজগতের গ্রহসমূহ বিবরণ :
1) বুধ (Mercury)
সূর্য পরিক্রমণের সময় = 88 দিন
আবর্তনের সময় = 58.65 দিন
উপগ্রহের সংখ্যা = 0 টি
বিশেষ বৈশিষ্ট্য -
(1) সূর্যের নিকটতম গ্রহ ।
(2) ক্ষুদ্রতম গ্রহ ।
(3) সূর্য প্রদক্ষিনের ক্ষেত্রে দ্রুততম ।
(4) দুই পৃষ্ঠের উষ্নতার পার্থক্য সর্বাধিক ।
2) শুক্র (Venus)
সূর্য পরিক্রমণের সময় = 225 দিন
আবর্তনের সময় = 243 দিন
উপগ্রহের সংখ্যা = 0 টি
বিশেষ বৈশিষ্ট্য -
(1) উষ্নতম গ্রহ ।
(2) উজ্জ্বলতম গ্রহ ।
(3) পৃথিবীর নিকটতম গ্রহ ।
(4) পূর্ব থেকে পশ্চিম বা দক্ষিণাবর্তী (Clockwise) আবর্তন করে ।
5) রাত্রি ও দিনের তাপমাত্রা এক ।
(6) একে শুকতারা বা সন্ধ্যাতারা নামেও ডাকা হয় ।
3) পৃথিবী (Earth)
সূর্য পরিক্রমণের সময় = 365 দিন
আবর্তনের সময় = 24 ঘন্টা
উপগ্রহের সংখ্যা = 1 টি
বিশেষ বৈশিষ্ট্য -
(1) পৃথিবীকে নীল গ্রহ বলা হয় ।
(2) পৃথিবীর ঘনত্ব সর্বোচ্চ (5.5 গ্রাম/সেমি3) ।
(3) পঞ্চম বৃহত্তম গ্রহ ।
4) মঙ্গল (Mars)
সূর্য পরিক্রমণের সময় = 687 দিন
আবর্তনের সময় = 24.6 ঘন্টা
উপগ্রহের সংখ্যা = 2 টি
বিশেষ বৈশিষ্ট্য -
(1) মঙ্গলকে লালগ্রহ বলা হয় ।
5) বৃহস্পতি (Jupiter)
সূর্য পরিক্রমণের সময় = 11.86 বছর
আবর্তনের সময় = 9 ঘন্টা 55 মিনিট 30 সেকেন্ড
উপগ্রহের সংখ্যা = 69 টি
বিশেষ বৈশিষ্ট্য -
(1) বৃহত্তম গ্রহ
(2) দৈত্য গ্রহ
6) শনি (Saturn)
সূর্য পরিক্রমণের সময় = 29.45 বছর
আবর্তনের সময় = 10 ঘন্টা 14 মিনিট
উপগ্রহের সংখ্যা = 62 টি
বিশেষ বৈশিষ্ট্য -
(1) উজ্জ্বল বলয়যুক্ত ।
(2) ঘনত্ব সর্বনিম্ন (0.7 গ্রাম/ সেমি3)
7) ইউরেনাস (Uranus)
সূর্য পরিক্রমণের সময় = 83.3 বছর
আবর্তনের সময় = 17 ঘন্টা 14 মিনিট 24 সেকেন্ড
উপগ্রহের সংখ্যা = 27 টি
বিশেষ বৈশিষ্ট্য -
(1) সবুজ গ্রহ নামে পরিচিত ।
(2) 9 টি অস্পষ্ট বলয়যুক্ত ।
8) নেপচুন (Neptune)
সূর্য পরিক্রমণের সময় = 164.79 বছর
আবর্তনের সময় = 16 ঘন্টা 6 মিনিট 36 সেকেন্ড
উপগ্রহের সংখ্যা = 14 টি
বিশেষ বৈশিষ্ট্য -
(1) শীতলতম গ্রহ ।
(2) সূর্যের থেকে দুরতম ।
বিশেষ দ্রষ্টব্য : 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (International Astronomical Union ) প্লুটোকে বামন গ্রহ হিসেবে (Dwarf Planet) চিহ্নিত করে ; অর্থাৎ প্লুটো আর গ্রহ হিসেবে স্বীকৃত নয় । এ ছাড়া যে যে মহাজাগতিক বস্তু বামন গ্রহ হিসেবে চিহ্নিত, সেগুলি হল - ইরিস (পূর্ব নাম জেনা) , সেরেস , হিউমিয়া ।
জেনে রাখা দরকার :-
1) সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?
ANS: বুধ
2) সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি ?
ANS: বুধ
3) সূর্য প্রদক্ষিণের ক্ষেত্রে দ্রুততম গ্রহ কোনটি ?
ANS: বুধ
4) দুই পৃষ্ঠের উষ্নতার পার্থক্য সর্বাধিক কোন গ্রহের ?
ANS: বুধ
5) সৌরজগতের উষ্নতম গ্রহ কোনটি ?
ANS: শুক্র
6) সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম কি ?
ANS: শুক্র
7) সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে বা দক্ষিণাবর্তী (Clockwise) আবর্তন করে ?
ANS: শুক্র
8) কোন গ্রহকে শুকতারা বা সন্ধ্যাতারা নামেও পরিচিত ?
ANS: শুক্র গ্রহ
9) সৌরজগতের কোন গ্রহের রাত্রি ও দিনের তাপমাত্রা প্রায় এক ?
ANS: শুক্র গ্রহ
10) কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় ?
ANS: পৃথিবী
11) সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বোচ্চ ?
ANS: পৃথিবী
12) সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত ?
ANS: মঙ্গল গ্রহ
13) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
ANS: বৃহস্পতি
14) সৌরজগতের কোন গ্রহ দৈত্য গ্রহ নামে পরিচিত ?
ANS: বৃহস্পতি
15) সৌরজগতের উজ্জ্বল বলয়যুক্ত গ্রহ কোনটি ?
ANS: শনি
16) সৌরজগতের কোন গ্রহ ঘনত্ব সর্বনিম্ন ?
ANS: শনি
17) সবুজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ ?
ANS: ইউরেনাস
18) 9 টি অস্পষ্ট বলয়যুক্ত গ্রহ কোনটি ?
ANS: ইউরেনাস
19) সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
ANS: নেপচুন
20) সৌরজগতের সবচেয়ে দুরতম গ্রহ কোনটি ?
ANS: শনি
লেবেল