WBP 2021 প্রিলিমিনারি পরীক্ষা সম্ভবত জুলাই অগাস্ট সম্পন্ন হতে পারে । আর এই প্রিলিমিনারি পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য , ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ বিষয় । ইতিহাস বিষয়টি যদি ভালো করে পড়াশোনা ও প্র্যাক্টিস করা য়ায়। তাহলে এই WBP 2021 প্রিলিমিনারি পরীক্ষায় খুব সহজেই পাশ করা যাবে । নীচে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো আলোচনা করা হয়েছে ।
WBP 2021 History MCQ GK Practice Set
1) সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ?
(A) শহরের গৃহনির্মাণ পরিকল্পন (B) প্রশস্ত পাকা রাস্তা ঘাট
(C) নিকাশি ব্যবস্থা ও পয়:প্রণালি নির্মান (D) বাসনপত্রের ব্যবহার
ANS: (C)
2) সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল।তার নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
(A) লোকাল (B) হরপ্পা
(C) মহেন-জো-দারো (D) রোপার
ANS: (C)
3) হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কী ছিল ?
(A) মহালক্ষী (B) শিব
(C) কালী (D) কোনটিই নয়
ANS: (B)
4) হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় "ডকের" (Dock) অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে ?
(A) আলমগির পুর (B) মহেন-জো-দারো
(C) হরপ্পা (D) লোথাল
ANS: (D)
5) সিন্ধু সভ্যতার যুগে বাড়ি গুলি কী দিয়ে নির্মিত হয়েছিল ?
(A) প্রস্তর (B) ইট
(C) কাঠ (D) বাঁশ
ANS: (B)
6) সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বানিজ্য সম্পর্ক ছিল ?
(A) মেসোপটেমিয়া (B) শ্রীলঙ্কা
(C) ইজিপ্ট (D) গ্রিস
ANS: (A)
7) হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কী দিয়ে তৈরি হয়েছিল ?
(A) প্রস্তর (B) লোহা ও তামা
(C) তামা ও ব্রোঞ্জ (D) প্রস্তর ও কাঠ
ANS: (A)
8) সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ?
(A) ঋগবেদ (B) যজুর্বেদ
(C) সামবেদ (D) অথর্ববেদ
ANS: (A)
9) কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?
(A) সামবেদ (B) যজুর্বেদ
(C) অথর্ববেদ (D) ঋগবেদ
ANS: (D)
10) বেদের অপর নাম কি ?
(A) উপনিষদ (B) শ্রুতি
(C) পুরাণ (D) জাতক
ANS: (B)
11) কোন বেদের স্তোত্রগুলো যঙ্গের সময় গান হিসাবে গাওয়া হতো ?
(A) খগবেদ (B) সামবেদ
(C) যজুর্বেদ (D) অথর্ববেদ
ANS: (B)
12) খগবেদে কতগুলি স্তোত্র আছে ?
(A) 224 (B) 864
(C) 1028 (D) 1800
ANS: (C)
13) পৃথিবীর কোন অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল ?
(A) ইউরোপ (B) দঃপূর্ব এশিয়া
(C) মধ্যে এশিয়া (D) পারস্য অঞ্চল
ANS: (C)
14) নীচের কোন অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করেন ?
(A) গুজরাট (B) কাশ্মীর
(C) সিন্ধু (D) পাঞ্জাব
ANS: (D)
15) কোন বেদে যাগ-যঙ্গ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে ?
(A) ঋগবেদ (B) যজুর্বেদ
(C) সামবেদ (D) অথর্ববেদ
ANS: (B)
16) ভারতীয় ইতিহাসের ওপর বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নীচের কোনটি ?
(A) সংস্কৃত ভাষায় অগ্রগতি (B) জাত-প্রধার প্রাধান্য
(C) দর্শনের অগ্রগতি (D) আধ্যাত্মিক ভাবনার বিস্তৃতি
ANS: (B)
17) নীচের কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎস বলা যেতে পারে ?
(A) সামবেদ (B) যজুর্বেদ
(C) অথর্ববেদ (D) ঋগবেদ
ANS: (A)
18) জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে ?
(A) পার্শ্বনাথ (B) মহাবীর
(C) তীর্থঙ্কর (D) ঋষভদেব
ANS: (D)
19) বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন ?
(A) সারনাথ (B) বোধিগয়া
(C) লুম্বিনী (D) বৈশালী
ANS: (C)
20) প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাষক তাঁর জীবনের শেষভাগে জৈনধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন ?
(A) অজাতশত্রু (B) বিম্বিসার
(C) চন্দ্রগুপ্ত (D) অশোক
ANS: (C)
21) আদি বৌদ্ধ ধর্ম গ্রন্থ নীচের কোন ভাষায় লেখা হয়েছিল ?
(A) সংস্কৃত (B) পালি
(C) মগধী (D) ব্রাহ্মী
ANS: (B)
22) কার শাসনকালে ভারতে জৈনধর্মের প্রসার ঘটেছিল ?
(A) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য (B) হর্ষবর্ধন
(C) চন্দ্রগুপ্ত মৌর্য (D) সমুদ্র গুপ্ত
ANS: (C)
(23) 'ত্রিপিটক' কোন ধর্মের প্রবিত্র গ্রন্থ ?
(A) হিন্দু (B) বৌদ্ধ
(C) জৈন (D) শৈব
ANS: (B)
24) প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল ?
(A) পাটলিপুত্র (B) রাজগৃহ
(C) কনৌজ (D) সাঁচী
ANS: (B)
25) কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল ?
(A) অজাতশত্রু (B) অশোক
(C) হর্ষবর্ধন (D) কনিষ্ক
ANS: (A)
লেবেল