Wbp 2021 Preliminary Exam Gk Practice Set in Bengali

Wbp gk 2021

WBP Police 2021 Gk Practice set টি আগামী wbp exam 2021 পরীক্ষায় পরীক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করবে । নীচে এই practice set টি সম্পর্কে আলোচনা করা হলো ।



Wbp exam 2021 Gk Practice set 



(1) প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন ? 

(A) কপিল দেব (B) অনিল কুম্বলে 

(C) রবি শাস্ত্রী    (D) হরভজন সিং 

ANS: (D) 



(2) প্রথম কোন মহিলা সাহিত্য অকাদেমি পুরস্কার পান ? 

(A) মহাশ্বেতা দেবী (B) মহাদেবী বর্মা 

(C) অমৃতা প্রীতম   (D) ইন্দিরা গোস্বামী 

ANS: (C) 



(3) নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন ? 

(A) পুদুচেরি    (B) দমন ও দিউ

(C) লাক্ষাদ্বীপ (D) আন্দামান ও নিকোবর 

ANS: (A) 



(4) প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন ?

(A) সমিনা বেগ   (B) অরুনিমা সিনহা 

(C) বাচেন্দ্রি পাল (D) রাহাক মোহর্রক  

ANS: (B) 



(5) নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর সবচেয়ে পুরোনো এবং গভীরতম স্বাদু জলের হ্রদ ?

(A) টিটিকাকা (B) বৈকাল

(C) চিল্কা        (D) সুপিরিয়র 

ANS: (B) 



(6) আয়করের সঙ্গে জড়িত PAN CARD এ PAN এর পুরো কথাটি কী ?

(A) Permanent Account Number 

(B) Payment Account Number

(C) Passbook Account Number

(D) Past Account Number 

ANS: (A) 



(7) গ্রেট ব্যারিয়ার রিফ হলো - 

(A) পর্বতশ্রেণী               (B) প্রবাল সংগঠন

(C) মনুষ্য নির্মিত দেয়াল (D) জোয়ার 

ANS: (B) 



(8) বাংলাদেশে প্রচলিত মুদ্রার নাম কি ? 

(A) রুপি    (B) টাকা

(C) রুপিয়া (D) কিয়াত

ANS: (B) 



(9) ব্রাজিলের রাজধানী শহরের নাম কি ?

(A) ব্রাসিলিয়া           (B) সাও পাওলো

(C) রিও ডি জেনিরো (D) সালভাডোর  

ANS: (A) 



(10) কোন রাস্ট্রের জনসংখ্যা সর্বাধিক ?

(A) USA (B) কানাডা

(C) চিন   (D) ভারত 

ANS: (C)