ভারতে স্ট্যাম এবং টাকা মুদ্রণকেন্দ্র

Stamp and money printing centers in India

ডাকসামগ্রী , ডাকটিকিট , ননপোস্টাল স্ট্যাম, জুডিসিয়াল এবং নন জুডিসিয়াল স্ট্যাম, চেক, বন্ড, জাতীয় সঞ্চয় পত্র , কিষান বিকাশ পত্র , এবং রাজ্য সরকার, বিভিন্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ও আর্থিক কর্পোরেশনের সিকিউরিটি , দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির জন্য ডাকসামগ্রী , ইউনিয়ন এক্সাইজ ডিউটি স্ট্যাম , 10 টাকা , 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা , ব্যাংক ও কারেন্সি নোটের কাগজ সমস্ত কিছু ছাপানোর স্থান ও কেন্দ্র গুলি সম্পর্কে নীচে আলোচনা করা হলো । 


ভারতে স্ট্যাম এবং টাকার মুদ্রণকেন্দ্র 


(1) কেন্দ্র :-  ইন্ডিয়া সিকিউরিটি প্রেস (1925)

      স্থান :-  নাসিক 

যা ছাপানো হয় :-  ডাকসামগ্রী , ডাকটিকিট , ননপোস্টাল স্ট্যাম, জুডিসিয়াল এবং নন জুডিসিয়াল স্ট্যাম, চেক, বন্ড, জাতীয় সঞ্চয় পত্র , কিষান বিকাশ পত্র , এবং রাজ্য সরকার, বিভিন্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ও আর্থিক কর্পোরেশনের সিকিউরিটি । 


(2) কেন্দ্র :-  সিকিউরিটি প্রিন্টিং প্রেস (1982) 

      স্থান :-  হায়দরাবাদ 

যা ছাপানো হয় :-  দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির জন্য ডাকসামগ্রী , ইউনিয়ন এক্সাইজ ডিউটি স্ট্যাম । 


(3) কেন্দ্র :-  কারেন্সি নোট প্রেস (1928) 

      স্থান :-  নাসিক 

যা ছাপানো হয় :-  10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা  ( 1991 সাল থেকে এখানে টাকা ছাপানো হয় ) 


(4) কেন্দ্র :-  ব্যাংক নোট প্রেস 

      স্থান :-  দিওয়াস 

যা ছাপানো হয় :-  20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা ।


(5) কেন্দ্র :-  সিকিউরিটি পেপার মিল (1967-68)

      স্থান :-  হোসাঙ্গাবাদ ( মধ্যপ্রদেশ ) 

যা ছাপানো হয় :- ব্যাংক ও কারেন্সি নোটের কাগজ ।


(6) কেন্দ্র :-  ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট 

      স্থান :-  মুম্বাই, কলকাতা, হায়দরাবাদ, নয়ডা 

যা ছাপানো হয় :-  মুদ্রা তৈরি করা হয় ।