বিভিন্ন রকম পরিমাপক যন্ত্রের নাম

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম

বিভিন্ন রকম পরিমাপক যন্ত্র যেমন, ভর মাপার সাধারণ তুলাযন্ত্র, ভার বা ওজন মাপার স্প্রিং তুলাযন্ত্র, তারের ব্যাস মাপার স্ক্র-গেজ, পাতের বেধ মাপার স্লাইড ক্যালিপার্স যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। নীচে বিভিন্ন রকম পরিমাপক যন্ত্রের তালিকা প্রকাশ করা হয়েছে , এক নজরে দেখে নিন। 


বিভিন্ন রকম পরিমাপক যন্ত্রের নামের তালিকা 


   ভৌত রাশি        পরিমাপক যন্ত্র 

1) ভর            -     সাধারণ তুলাযন্ত্র 

2) ভার(ওজন) -    স্প্রিং তুলাযন্ত্র

3) তারের ব্যাস -    স্ক্র-গেজ 

4) পাতের বেধ -    স্লাইড ক্যালিপার্স

5) সূক্ষ্য দৈর্ঘ্য  -    ভার্নিয়ার স্কেল 

6) উচ্চতা       -    অল্টিমিটার 

7) বাতাস বা ঝড়ের গতি - অ্যানিমোমিটার 

8) আপেক্ষিক গুরুত্ব - হাইড্রোমিটার 

9) আপেক্ষিক আর্দ্রতা - হাইগ্রোমিটার 

9) গৃহীত বা বর্জিত তাপ - ক্যালোরিমিটার 

10) উষ্ণতা - থার্মোমিটার 

11) ভূকম্পনের তীব্রতা - সিসমোগ্রাফ

12) শব্দের প্রাবল্য - অডিয়োমিটার 

13) বিভবপ্রভেদ - ভোল্টমিটার 

14) রক্তচাপ - স্ফিগমোম্যানোমিটার 

15) উচ্চ উষ্ণতা - পাইরোমিটার 

16) বায়ুমন্ডলীয় চাপ - ব্যারোমিটার 

17) কোশের তড়িচ্চালক বল - পোটেনসিওমিটার 

18) তেজস্ক্রিয় বিকিরণ - গিগার মুলার কাউন্টার 

19) সান্দ্রতা - ভিসকোমিটার 

20) ইলেকট্রনিক্সের ভিত্তি - ডায়োড 

21) পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহের রুপান্তর - রেকটিফায়ার 

22) তড়িৎশক্তি সঞ্চয় - ক্যাপাসিটার 

23) তড়িৎপ্রবাহ নির্ণয় - অ্যামিটার 

24) আলোর বর্ণালি বিশ্লেষণ - স্পেকট্রোমিটার 

25) শব্দতরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় - সনোমিটার 

26) সঠিক সময় পরিমাপ - ক্রোনোমিটার 

27) দুধের বিশুদ্ধতা পরিমান - ল্যাকটোমিটার