ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও তার তাৎপর্য

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও তার তাৎপর্য

ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে - " আমরা ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, হিসাবে গড়ে তুলতে  সত্যনিষ্ঠার সঙ্গে শপথ করছি এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক  ও রাজনৈতিক ন্যায়বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ-সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্বের ভাব গরে তুলে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে 1949 সালের 26 নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি ।" 


ভারতীয় সংবিধানে সংবিধানের প্রস্তাবনা ও তার তাৎপর্য 


(1) বর্তমানে, ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় ভারতকে যেরূপ রাষ্ট্ররূপে বর্ণনা করা হয়েছে তা হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র । 

(2) 1950 সালের 26 শে জানুয়ারি, যখন ভারতীয় সংবিধান কার্যকরী হয়, তখন সংবিধানের প্রস্তাবনায় ও ভারতকে যেরূপ রাষ্ট্র রূপে বর্ণনা করা হয়েছিল, তা হল সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র । 

(3) ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি খসড়া কমিটির সম্মুখে উত্থাপন করেন জহরলাল নেহেরু । 

(4) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, সাম্য এবং ভাতৃত্বের আদর্শ গৃহীত হয়েছে ফরাসি বিপ্লবের আদর্শ থেকে ।

(5) 1976 সালে 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য ও সংহতি এই কথাগুলো সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে । আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছে মাত্র একবার । 

(6) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা টি কে ভারতীয় সংবিধানের আত্মা বলে মনে করা হয় ।

(7) বেরুবাড়ী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ নয় । 1973 সালে ভারতের সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতী মামলায় তার পূর্বের রায় পরিবর্তন করে রায় দান করে এবং যে সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ । 


রাষ্ট্রের প্রকৃতি ও শর্তগুলি নিচে আলোচনা করা হলো 

(1) রাষ্ট্রের প্রকৃতি  - সার্বভৌম

      শর্ত - রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্ত বিষয়ে চূড়ান্তরূপে স্বাধীন এবং সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণমুক্ত । 


(2) রাষ্ট্রের প্রকৃতি - ধর্মনিরপেক্ষ 

      শর্ত - রাষ্ট্র কোন ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, ধর্মের ভিত্তিতে কোন কর আরোপ করবে না । রাষ্ট্রের কোন জাতীয় ধর্ম থাকবে না ।রাষ্ট্রের সকল নাগরিকের প্রত্যেককে স্বাধীনভাবে আপন ধর্ম পালন ও তার প্রচার করতে পারবে । 


(3) রাষ্ট্রের প্রকৃতি - প্রজাতান্ত্রিক 

     শর্ত - রাস্ট্রের শাসনতান্ত্রিক প্রধানের পদটি একটি নির্বাচিত পদ হবে এবং শাসনতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্দিষ্ট টার্মের এর জন্য নির্বাচিত হতে হবে । 


(4) রাষ্ট্রের প্রকৃতি - গণতান্ত্রিক 

     শর্ত - জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে । 


(5) রাষ্ট্রের প্রকৃতি - সমাজতান্ত্রিক 

      শর্ত - রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত উদ্যোগ বা ব্যক্তি মালিকানা থাকবে না । রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্র সম্পূর্ণরূপে রাষ্ট্র নিয়ন্ত্রিত হবে । উৎপাদনের উৎসগুলি হবে রাষ্ট্রের মালিকাধীন এবং উৎপন্ন দ্রব্যসামগ্রীর বন্টন ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র । 


ভারতীয় সংবিধানে সংবিধানের প্রস্তাবনা ও তার তাৎপর্য 


(1) আলোকিত বিষয় - রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি 

     ভারতীয় সংবিধানের প্রস্তাবনা -  "আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সাথে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিকদের জন্য । 


(2) আলোকিত বিষয় - রাষ্ট্রব্যবস্থার আদর্শ 

     ভারতীয় সংবিধানের প্রস্তাবনা - সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের ; চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা ; মর্যাদা ও সুযোগ-সুবিধা সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য ।


(3) আলোকিত বিষয় - সংবিধানের উৎস ও সংবিধান গ্রহণের তারিখ 

   ভারতীয় সংবিধানের প্রস্তাবনা - আমাদের গণপরিষদে  1949 সালের 26 শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি । 


ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ও তার তাৎপর্য থেকে বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর  

(1) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে তার তাৎপর্য হলো - 

ANS:  রাষ্ট্র মনে করে ধর্ম নাগরিকের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোন রকম বৈষম্য করা হয় না ।

(2) সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে ? 

ANS:  1976 সালে 

(3) ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি - 

ANS:  সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র 

(4) ভারতীয় রাষ্ট্রব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্য : সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্রের মধ্যে কোন দুটি 1976 সালের 42 তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল ? 

ANS:  সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ 

(5) ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে ?

ANS:  ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কে 

(6) ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র কারণ - 

ANS:  ভারতের রাষ্টপতির পদটি একটি নির্বাচিত পদ 

(7) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ?

ANS:  42 তম সংশোধনীর মাধ্যমে

(8) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করলে নিম্নলিখিত কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা যায় ?

ANS:  রাষ্ট্ররূপে ভারতের আদর্শ ও লক্ষ্য 

(9) ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর অর্থ -

ANS:  সকল ধর্মের প্রতি নিরপেক্ষ 

10) কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় ?

ANS:  বেরুবাড়ি মামলা 

11) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা ও সাম্য ভ্রাতৃত্ববোধের যে ধারণা উল্লেখিত হয়েছে সেটি গৃহীত হয়েছে কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় ? 

ANS:  ফরাসি বিপ্লবের 

12) কত সালে প্রথমবার সংশোধিত হয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ?

ANS:  1976 সালে 

13) আজ পর্যন্ত মোট কতবার সংশোধন করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ?

ANS:  একবার 

14) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে ? 

ANS:  USA বা আমেরিকা যুক্তরাষ্ট্র 

15) কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় এই মর্মে রায় দান করে যে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ ? 

ANS:  কেশবানন্দ ভারতী মামলা 

16) সংবিধানের প্রস্তাবনায় যে তারিখটা উল্লেখ আছে সেটি হল ?

ANS:  1949 সালের 26 নভেম্বর 

17) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে সার্বভৌম রাষ্ট্র রুপে এর অর্থ কি - 

ANS:  রাষ্ট্র অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্ত বিষয়ে চূড়ান্ত রূপে স্বাধীন এবং সম্পূর্ণরূপে বৈদেশিক নিয়ন্ত্রণমুক্ত 

18) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ও ভারতকে বর্ণনা করা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র রূপে এর অর্থ কি ? 

ANS:  জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল সাবালক নাগরিক দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে ।