পৃথিবীর বহু দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধান রচয়িতারা উপাদান সংগ্রহ করেছেন । কিন্তু এক্ষেত্রে কয়েকটি দেশের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । ভারতীয় সংবিধানের কোনো কোনো বিষয়ের উপর মার্কিন সংবিধানের প্রভাব খুব বেশি । আবার নির্দিষ্ট কতগুলি ক্ষেত্রে ভারতের সংবিধান পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ও আয়ারল্যান্ডের শাসনব্যবস্থাকে অনুসরণ করেছে । তবে গ্রেট বৃটেনের শাসন ব্যবস্থা এবং ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত ভারত শাসন আইন, বিশেষত ভারত শাসন আইন, 1935 হলো স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস ।
ভারতীয় সংবিধানের উৎস রূপে বিদেশি সংবিধান ও ব্রিটিশ আইন
1) সংসদীয় শাসন ব্যবস্থা - ব্রিটেন
2) আইনের শাসন - ব্রিটেন
3) আইন প্রণয়ন পদ্ধতি - ব্রিটেন
4) একক নাগরিকত্বের ধারণা - ব্রিটেন
5) পাবলিক একাউন্টস কমিটি - ব্রিটেন
6) সংবিধান সংশোধনের পদ্ধতি - দক্ষিণ আফ্রিকা
7) জরুরি অবস্থা - জার্মানি
8) শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্র ব্যবস্থা - কানাডা
9) লোকপাল - সুইডেন
10) মৌলিক দায়িত্ব - সোভিয়েত রাশিয়া
11) যুগ্ম তালিকা - অস্ট্রেলিয়া
12) রাস্তে নির্দেশাত্মক নীতি - আয়ারল্যান্ড
13) মৌলিক অধিকার - মার্কিন যুক্তরাষ্ট্র
14) বিচারব্যবস্থার স্বাধীনতা - মার্কিন যুক্তরাষ্ট্র
15) বিচার বিভাগীয় পুনর্বিবেচনা - মার্কিন যুক্তরাষ্ট্র
16) সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি - মার্কিন যুক্তরাষ্ট্র
17) প্রস্তাবনা - মার্কিন যুক্তরাষ্ট্র
18) রাজ্যপাল - ভারত শাসন আইন 1935
19) যুক্তরাষ্ট্রীয় বিচারব্যবস্থার ক্ষমতা - ভারত শাসন আইন 1935
20) যুক্তরাষ্ট্রীয় কাঠামো - ভারত শাসন আইন 1935
ভারতীয় সংবিধানের উৎস থেকে বিগত পরীক্ষার প্রশ্নোত্তর
1) ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে পার্লামেন্টারী শাসনব্যবস্থা রূপায়ণ করেছে ?
ANS: ব্রিটেন
2) কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে ?
ANS: আয়ারল্যান্ডের সংবিধান থেকে
3) ভারতবর্ষের সংবিধান কোন আইনকে মডেল করে গড়ে উঠেছে ?
ANS: ভারত শাসন আইন 1935
4) ইদানিং কালে ভারতের বিচার-সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করেছে " জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন " এর ধারণা । এই ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে ?
ANS: ইউ.কে বা ব্রিটেন থেকে
5) ভারতীয় সংবিধানে বর্ণিত ' বিচারবিভাগীয় পুনর্বিবেচনা ' এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে ?
ANS: USA বা মার্কিন যুক্তরাষ্ট্র
6) ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধান কে অনুসরণ করে ?
ANS: দক্ষিণ আফ্রিকা
7) মৌলিক অধিকার এর ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
ANS: USA বা মার্কিন যুক্তরাষ্ট্র
8) ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য এর ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
ANS: সোভিয়েত রাশিয়া
9) ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
ANS: ইউ.কে বা ব্রিটেন
10) ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
ANS: জার্মানি
11) শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
ANS: কানাডা
12) ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
ANS: সুইডেন
13) কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা ?
ANS: USA বা মার্কিন যুক্তরাষ্ট্র
14) ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক একাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
ANS: গ্রেট ব্রিটেন
লেবেল