মৌলিক কর্তব্য

Fundamental duties

মৌলিক কর্তব্য এর ধারণাটি সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে । ভারতীয় সংবিধান কার্যকর হয়, তখন মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত ছিল না । 1976 সালে 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানে । ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্তিকরণের মূল উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের অসাংবিধানিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা । প্রতিটি ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যের শংখ্যাছিল দশটি বর্তমানে (এগারটি ) । এগুলি non- justiciable, অর্থাৎ পালন না করা আইনত দণ্ডনীয় নয় । 1976 সালে 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ভারতীয় নাগরিকদের জন্য অবশ্য পালনীয় 10টি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে । 2002 সালে 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় মৌলিক কর্তব্যের তালিকায় বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সংখ্যা 11 । 


ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য 

(1) সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ, প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ।

(2) যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলিকে প্রোষণ এবং অনুসরণ করতে হবে ।

(3) ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি কে সমর্থন ও সংরক্ষণ করতে হবে ।

(4) দেশ রক্ষা ও জাতীয় সেবাকার্যে আত্মনিয়োগের জন্য আহূত হলে সারা দিতে হবে ।

(5) ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত, শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভাতৃত্ববোধ কে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদাহানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে । 

(6) আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য কে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে ।

(7) বনভূমি, নদী, বন্যপ্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে ।

(8) বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানবিকতাবোধ অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে ।

(9) জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হবে ও হিংসার পথ পরিহার করতে হবে ।

10) সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে ।

(11) 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে । (এটা হল পিতা-মাতা ও অভিভাবকদের পালনীয় মৌলিক কর্তব্য) ।


মৌলিক কর্তব্য থেকে সম্ভাব্য প্রশ্ন উত্তর 

(1) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 'মৌলিক দায়িত্ব' এর ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে ?

ANS:  42 তম 

(2) কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্তঃ অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে ? 

ANS:  1976 সালে 

(3) ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?

ANS:  সোভিয়েত রাশিয়া 

(4) ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য গুলি সংবিধানের কোন পাটে বর্ণিত হয়েছে ?

ANS:  চতুর্থ 

(5) ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য এর উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ? 

ANS:  51 নম্বর

(6) বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য সংখ্যা কত ?

ANS:  11 টি 

(7) সংবিধানের মৌলিক কর্তব্য ধারণার অন্তর্ভুক্তির প্রধান কারণ কি ? 

ANS:  অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা ।

(8) কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য ধারণা অন্তর্ভুক্ত হয় ?

ANS:  সরণ সিং কমিটি