সংবিধানের 2 নং থেকে 4 নং ধারায় ভারতীয় অঙ্গরাজ্য গঠন ও পুনর্গঠন বিষয়ে আলোচনা করা হয়েছে । আইন প্রণয়ন করে নতুন রাজ্য গঠন কিংবা পুনর্গঠন, আয়তন পরিবর্তন / সীমানা পরিবর্তন / নাম পরিবর্তন /একটি রাজ্যকে দুটি বা তার অধিক রাজ্যে বিভাজন / দুটি রাজ্যের সংযুক্তিকরণ - এর ক্ষমতা সংবিধান প্রদান করেছে পার্লামেন্টে হাতে (2 নং ধারায়) ।
কেবলমাত্র জম্বু কাশ্মীরের ক্ষেত্রে সংবিধানের 370 নং ধারা মোতাবেক ঐ রাজ্যর মতামত ছাড়া রাজ্যের নাম, আয়তন, সীমানা পরিবর্তন জনিত কোন বিল পার্লামেন্টে পেশ করা যায় না ।
ভারতীয় অঙ্গরাজ্য পুনর্গঠন এর ইতিহাস
1) ভারতের অঙ্গরাজ্য পুনর্গঠন এর নীতি নির্ধারণের উদ্দেশ্য 1948 সালে এসকে ধরে নেতৃত্বে গঠিত হয় ধর কমিশন ।
2) 1948 সালের ডিসেম্বর মাসে, ঐ একই উদ্দেশ্যে জহরলাল নেহেরু, বল্লভ ভাই প্যাটেল এবং পট্টভি সীতা রামাইয়ার নেতৃত্বে গঠিত হয় জে ভি পি কমিটি ।
3) 1953 সালে, অন্ধপ্রদেশ তেলেগু ভাষাভাষী ভারতীয়দের জন্য একটি পৃথক রাজ্য গঠনের দাবিতে আন্দোলনরত পট্টি শ্রীরামালু 56 দিন অনশন এর পর মৃত্যুবরণ করলে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক অস্থিরতা ও গণবিক্ষোভের পটভূমিতে ভারত সরকার বাধ্য হয় তেলেগু ভাষাভাষী ভারতীয় নাগরিকদের জন্য 'অন্ধপ্রদেশ' নামক একটি রাজ্য অঙ্গরাজ্য গঠনে, 1953 সালের 22 শে ডিসেম্বর । ধর কমিশন এবং জে ভি পি কমিটি রিপোর্ট ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্য গঠনের নিষধ- নির্দেশ অমান্য করেই । গঠিত হয় অন্ধ্রপ্রদেশ, ভাষার ভিত্তিতে গঠিত হয় ভারতের প্রথম অঙ্গরাজ্য ।
4) 1956 সালে, ভারতীয় পার্লামেন্টে পাস হয় "ভারতীয় অঙ্গরাজ্য পুনর্গঠন আইন " যার মাধ্যমে মূলত: ভাষার ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করা হয় 14 টি অঙ্গরাজ্য এবং 6 টি কেন্দ্রশাসিত অঞ্চলে ।
5) 1960 সালে, বোম্বে নামক রাজ্যটিকে বিভক্ত করা হয় গুজরাট এবং মহারাষ্ট্র নামক দুটি অঙ্গরাজ্যের ।
6) 1960 সালে দশম সংবিধান সংশোধনীর মাধ্যমে, পর্তুগিজ অধিগৃহীত দাদরা ও নগর হাভেলি ভারতের অন্তর্ভুক্তিকরণের পরে তাদের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা প্রদান করা হয় ।
7) 1962 সালে, দ্বাদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে, পর্তুগীজদের অধীনতা থেকে মুক্ত গোয়া, দমন ও দিউ কে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা প্রদান করা হয় ।
8) 1962 সালের সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগাল্যান্ড কে একটি পৃথক অঙ্গ রাজ্যের মর্যাদা প্রদান করা হয় ।
9) 1966 সালে, শাহ কমিশনের রিপোর্টের ভিত্তিতে পাস হয় "পাঞ্জাব পুনর্গঠন আইন" । এই আইনের মাধ্যমে পাঞ্জাব বিভক্ত হয় পাঞ্জাব ও হরিয়ানা নামক দুটি রাজ্যে, একই সাথে গঠিত হয় ' চন্ডিগড় ' নামক একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল ।
10) 1969 সালে আসামের কিছুটা অঞ্চল নিয়ে তৈরি হয় একটি নতুন অঙ্গরাজ্য 'মেঘালয় ' । (22 তম সংবিধান সংশোধনী)
11) 1971 সালে হিমাচল প্রদেশ নামক কেন্দ্রশাসিত অঞ্চলটি একটি পৃথক অঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে ।
12) 1975 সালে, 36 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, সিকিম ভারতের 22 তম অঙ্গরাজ্যের স্বীকৃতি লাভ করে ।
13) 1986 সালে মিজোরাম, 1987 সালে অরুণাচল প্রদেশ, 1987 সালে গোয়া, এই তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল তিনটি পৃথক অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে ।
14) 2000 সালে গঠিত হয় তিনটি নতুন ভারতীয় অঙ্গরাজ্য ছত্রিশগড়, ঝারখন্ড ও উত্তরাঞ্চল ।
15) বর্তমানে ভারতের 28 টি অঙ্গরাজ্যে এবং 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ।
ভারতের রাজ্যগঠনের সম্পর্কে বিগত বছরের প্রশ্ন উত্তর
1) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গ রাজ্যের মর্যাদা প্রদান করা হয় ?
ANS: 36 তম
2) কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের 22 তম অঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে ?
ANS: 1975 সালে
3) কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয়েছে ?
ANS: মধ্যপ্রদেশ
4) কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয় ?
ANS: 1975 সালে
5) রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল ?
ANS: 1956 সালে
6) নিম্নোক্ত দের মধ্যে কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ?
ANS: ত্রিপুরা
7) দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্টি প্রথম ভারতীয় রাজ্য কোনটি ?
ANS: অন্ধপ্রদেশ
8) ভারতীয় সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন করা বা বর্তমান রাজ্য গুলির সীমানা পরিবর্তন করার অধিকার হলো -
ANS: সংসদ
9) বর্তমানে ভারতে কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে ?
ANS: 28 টি রাজ্য ও 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল
10) স্বাধীনোত্তর ভারতে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্য গুলির পুনর্গঠিত হয় কত সালে ?
ANS: 1956 সালে
11) ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন এর বিষয়টি পরীক্ষার জন্য 1948 সালে প্রথম কমিশন গঠিত হয় কোন বিচারপতির অধীনে ?
ANS: বিচারপতি এস কে ধরে নেতৃত্বে
12) ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য 1953 সালে গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন কার নেতৃত্বে ?
ANS: ফজল আলীর নেতৃত্বে
13) 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন গোটা দেশকে বিভক্ত করে কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ?
ANS: 14 টি রাজ্য ও 6 টি কেন্দ্রশাসিত অঞ্চল
লেবেল