Gk Bangla, Bangla Gk, Gk in Bengali, General knowledge in Bengali 2021 বিষয়টির মধ্যে থাকছে বিভিন্ন পরীক্ষার যেমন , Railway Group-D, WBCS Preliminary Exam, WBP Constable, WBP Main, KP , রাজ্যের Group - D, সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ বা বাংলা জিকে ।
General Knowledge in Bengali 2021
1) সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি ?
ANS: শুক্র গ্রহ
2) গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে ছোট গ্রহ কোনটি ?
ANS: বুধ
3) গ্রহদের মধ্যে আয়তনে সবচেয়ে বড় গ্রহ কোনটি ?
ANS: বৃহস্পতি
4) পৃথিবীর জমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
ANS: শুক্র
5) সূর্যে সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি ?
ANS: করোনা
6) আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত ?
ANS: 180°
7) 1° দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় কত মিনিট ?
ANS: 4 মিনিট
8) সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি মাপা হয় ?
ANS: ভূমিকম্পের তীব্রতা মাপা হয়
9) পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয় ?
ANS: জাপান
10) পরিক্রমনের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কোন তারিখে ?
ANS: 3 জানুয়ারি
11) ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া কে রচনা করেন ?
ANS: জহরলাল নেহেরু
12) সংবিধানের মৌলিক অধিকার কে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেয়া হয়েছে কাকে ?
ANS: সুপ্রিম কোর্ট কে
13) ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা কাকে বলা হয় ?
ANS: সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কে
14) সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করার ক্ষমতা দেয়া হয়েছে কাকে ?
ANS: সংসদ কে
15) রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি কে করেন ?
ANS: সুপ্রিম কোর্ট
16) রাষ্ট্রপতি তার কার্যকাল শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগ পত্র দিতে হবে কার কাছে ?
ANS: উপরাষ্ট্রপতির কাছে
17) কোন কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় কত মাসের মধ্যে ?
ANS: 6 মাসের মধ্যে
18) পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন কে ?
ANS: ডঃ রাজেন্দ্র প্রসাদ
19) রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন কার কাছে ?
ANS: রাষ্ট্রপতির কাছে
20) রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কার সুপারিশে ?
ANS: মন্ত্রিপরিষদের সুপারিশ মত
21) বর্তমানে সিমেন্ট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য ?
ANS: অন্ধ্রপ্রদেশ
22) PAN এর সম্পূর্ণ রুপ কি ?
ANS: পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার
23) কয়েকটি বাণিজ্যিক ফসলের নাম করো ?
ANS: চা, কফি, রবার
24) কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয় ?
ANS: অশোক মেহতা কমিটি
25) কত বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট শহরে পৌরসভা গঠিত হয় ?
ANS: 10 লক্ষ
26) ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) গঠিত হয় ?
ANS: গুজরাট
27) পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন কোনটির সাথে জড়িত ?
ANS: রেল ইঞ্জিন নির্মাণ
28) ভারতের সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে কোন সংস্থা ?
ANS: ভারতীয় রেলওয়ে
29) কোন ক্ষেত্রটি সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা উপার্জন করে ?
ANS: আকরিক লোহা
30) ভারতের বৃহত্তম ব্যাংক হওয়ার পাশাপাশি যে ব্যাংকটি পৃথিবীর 100 টি শীর্ষস্থানীয় ব্যাংকের অন্যতম সেটি কোন ব্যাংক ?
ANS: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
31) পারসেক একক টি দিয়ে কি মাপা হয়় ?
ANS: মহাকাশীয় দূরত্ব
32) চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়় ?
ANS: আইরিশ
33) আকাশগঙ্গা ছায়াপথের আকৃতি হল -
ANS: সর্পিলাকার
34) স্থির অবস্থায় একটি বস্তুর কি থাকে ?
ANS: শক্তি
35) একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নীচে ফেলা হলো, যাত্রার অর্ধ পথে বস্তুতির কি থাকবে ?
ANS: গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ই
36) জিপসাম কোন ধাতুর আকরিক ?
ANS: ক্যালশিয়াম
37) কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় ?
ANS: ইরিডিয়াম
38) বায়ুমন্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ কেমন হতো ?
ANS: কালো
39) একটি স্টিম ইঞ্জিনের রূপান্তরিত হয় কি ?
ANS: তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
40) লেড পেন্সিলে কি থাকে ?
ANS: গ্রাফাইট
41) একটি উৎসেচকের নাম বল ?
ANS: ট্রিপসিন
42) কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয় ?
ANS: ভিটামিন C
43) জীব বিদ্যার জনক কাকে বলা হয় ?
ANS: অ্যারিস্টোটল কে
44) মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায় ?
ANS: টায়ালিন
45) একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতগুলি হাড় রয়েছে ?
ANS: 206 টি
46) মেডুলা অবলংগাটা মানব দেহের কোন অঙ্গের অংশ ?
ANS: মস্তিষ্কে
47) বৃক্কের প্রধান কাজ কি ?
ANS: দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা
48) মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণ হয় ?
ANS: প্যারোটিড গ্রন্থি
49) সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়় ?
ANS: পোলিও
50) কিসের অভাব এর জন্য অ্যানিমিয়া হয় ?
ANS: আইরন
লেবেল