Railway Group-D Practice Set In Bengali

Railway Group-D Practice Set In Bengali

 1) ভারতপ্রেম কথা বইটির লেখক কে ? 

ANS:   সুবোধ ঘোষ 

2) আর্টিকেল 356 এ কিসের কথা বলা হয়েছে ?

ANS:   রাষ্ট্রপতি শাসন 

3) সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেন ? 

ANS:  এম এন জোশী 

4) নীলগিরি পর্বত কি ধরনের পর্বত এর উদাহরণ ?  

ANS:  সঞ্চয়জাত পর্বত 

5) 1 থেকে 150 পর্যন্ত জোড় সংখ্যা গুলির যোগফল কত হবে ?

ANS:   5700

6) প্রথম 11 টি স্বাভাবিক সংখ্যার গড় 6 হলে, প্রথম 10 টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে ?

ANS:   5.5

7) সুধা চন্দন কোন নাচটির সঙ্গে বিশেষভাবে জড়িত ?

ANS:  ভারতনাট্যম 

8) সারেঙ্গী তে কতগুলি পিতলের তার থাকে ?

ANS:   11টি 

9) 4,7,12,19, ? 

ANS:   28 

10) ক্ষুদিরাম বসু নিচের কোন মামলার সঙ্গে যুক্ত ? 

ANS:   আলিপুর 

11) ডল রাইট কি ধরনের শিলার উদাহরণ ? 

ANS:   আগ্নেয় শিলা 

12) ক্লাসিক্যাল জেনেটিক্স এর জনক কাকে বলা হয় ? 

ANS:   মেন্ডেল

13) কত ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সবথেকে বেশি হয় ? 

ANS:   4 ডিগ্রি সেলসিয়াস 

14)' দ্য লাস্ট সাপার ' চিত্রটি কার আঁকা ? 

ANS:   লিওনার্দো দ্যা ভিঞ্চি 

15) পেটা আইন প্রয়োগকারী প্রথম রাজ্য কোনটি ? 

ANS:   জম্মু ও কাশ্মীর 

16) ' ফ্রিডম ইজ দ্যা ভেরি ব্রেথ অফ আওয়ার লাইফ উই ওয়ান্ট ফ্রিডম ' উক্তিটি কার ? 

ANS:   দাদাভাই নৌরজী 

17) বায়ুমন্ডলের কোন স্তরে ঝড়, বৃষ্টি , প্রভৃতি হয় ? 

ANS:   ট্রপোস্ফিয়ার 

18) কোন বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়ালে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে ? 

ANS:   21% 

19) গ্রেম স্মিথের পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক কে হন ?

ANS:   হাসিম আমলা 

20) গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ম্যাননোজ এর মধ্যে কোনটি মনোস্যাকারাইড নয় ? 

ANS:   সুক্রোজ 

21) রেড রেভ্যুলেশন কোনটির সঙ্গে সম্পর্কিত ? 

ANS:   মাংস 

22) ইংরেজি কবিতার জনক কাকে বলা হয় ? 

ANS:   চসার 

23) কে 1853 সালে রেলওয়ে মিনিটস রচনা করেন ? 

ANS:   ডালহৌসি 

24)প্রাণী দেহে রাসায়নিক সমন্বয়ক কোনটি ? 

ANS:   জল 

25) একটি লেন্সের ক্ষমতা '+4' ফোর হলে তার ফোকাস দূরত্ব কত হবে ? 

ANS:   25 সেমি 

26) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন ? 

ANS:   আবুল কালাম আজাদ 

27) 'স্পিরিট অফ দা লজ' বইটির লেখক কে ? 

ANS:  মন্তেস্কু 

28) শিবাজীর তরবারির নাম কি ছিল ? 

ANS:   আনি 

29) কোন রাজ্যে সব থেকে বেশি সি কোস্ট দেখা যায় ? 

ANS:   অন্ধ্রপ্রদেশ 

30) বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 2সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ? 

ANS:  1sqcm  

31) ISRO কত সালে গঠিত হয়েছিল ? 

ANS:  1969 

32) হেলসিংকি কোথাকার রাজধানী ? 

ANS:   ফিনল্যান্ড 

33) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ? 

ANS:  দয়ানন্দ সরস্বতী