রেলওয়ে Group-D Geography MCQ GK in Bengali

রেলওয়ে Group-D Geography MCQ GK in Bengali

যতসম্ভব খুব শীঘ্রই রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা শুরু হবে । আর এই পরীক্ষার জন্য যেসব পরীক্ষার্থীর অপেক্ষা করছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূগোলের MCQ জিকে প্রশ্ন উত্তর বাংলা তে দেয়া হলো একনজরে দেখে নেয়া যাক ।


Group-D Geography MCQ GK in Bengali 


1) পৃথিবীতে নাইট্রোজেনের সর্বাধিক সংগ্রাহক আধার হলো কি ?

ANS:  বাতাস 

2) দাক্ষিণাত্যের লাভা অঞ্চল গঠিত হয়েছে কোন যুগে ?

ANS:  ক্রিটাসিয়াস যুগে 

3) ইম্ফল কোন রাজ্যের রাজধানী ?

ANS:  মনিপুর 

4) পৃথিবীতে পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে ?

ANS:  5 ই জুন 

5) ভারতের বেশিরভাগ স্থান জুড়ে কোন অরণ্য বিভাগটি রয়েছে ?

ANS:  ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য 

6) পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?

ANS:  সান্দাকাফু 

7) বলটারো হিমাবাহ কোথায় অবস্থিত ?

ANS:  কারাকোরাম পর্বতে 

8) আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের আয়তন কোন দেশের সমান ?

ANS:  হাঙ্গেরি 

9) 200 সেন্টিমিটার এর বেশি বার্ষিক বৃষ্টিপাত ভারতের মোট আয়তনের কত শতাংশ স্থানে লক্ষ্য করা যায় ?

ANS:  37 শতাংশ 

10) তপশিলি উপজাতি জনসংখ্যা সর্বাধিক অনুপাত কোন রাজ্যে দেখা যায় ?

ANS:  মিজোরাম 

11) ভারতের পূর্বতম পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য কত ?

ANS:  1 ঘন্টা 57 মিনিট 

12) কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল ?

ANS:  1905 

13) পং ডেম কোন নদীর উপর নির্মিত হয়েছে ?

ANS:  বিপাশা নদীর উপর 

14) জারোয়া রা কোথায় বসবাস করে ?

ANS:  আন্দামান দ্বীপপুঞ্জে 

15) কারেওয়াস হল হিমাবাহের এর দ্বারা সৃষ্ট ধাপ বিশেষ কোথায় দেখা যায় ?

ANS:  ঝিলাম উপত্যকা 

16) গৌতমি ও বৈশিষ্ট্য হল কোন নদীর প্রধান শাখা নদী ?

ANS:  গোদাবরী 

17) অরুণাচল প্রদেশের শিবালিক কি নামে পরিচিত ?

ANS:  মিরি 

18) টাইটান কোন গ্রহের উপগ্রহ ?

ANS:  শনি 

19) ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্য সীমান্ত হল কোন রাজ্য ? 

ANS:  ঝাড়খন্ড 

20) আদম ব্রিজ সংযোগ রক্ষা করে 

ANS:  ভারত ও শ্রীলঙ্কা 

21) দামোদর উপত্যাকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি ?

ANS:  বোকারো 

22) সিকিম কবে ভারতবর্ষের অংশ হলো ?

ANS:   1975 সালে 

23) কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত ?

ANS:  কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশ 

24) কাথিয়াবাড় উপসাগর কোন প্রাকৃতিক বিভাগের অংশ ?

ANS:  পশ্চিম উপকূল ভূমি 

25) সল্টলেক কোন শিল্পের কেন্দ্র হয়েছে ?

ANS:  I.T 

26) ভারতে কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে ?

ANS:  কলকাতা 

27) রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল ?

ANS:  1956 

28) ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছে ?

ANS:  1951 

29) কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়েছে ? 

ANS:  মধ্যপ্রদেশ  

30) সিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয় ? 

ANS:  মংপু ও মুংসং