আবগারি মেন পরীক্ষা আর বেশি দিন দেরি নেই । আবগারির মেন পরীক্ষা 2022 সালের 2 জানুয়ারি অনুষ্ঠিত হবে। তাই এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আবগারি মেন 2021 লাস্ট মিনিট সাজেশন দেয়া হলো।
আবগারি মেন 2021 লাস্ট মিনিট সাজেশন
1) প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কোনটি ?
ANS: রাজতরঙ্গিনী (কলহন) রচয়িতা
2) এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
ANS: কবি হরিসেন
3) এলাহাবাদ প্রশস্তি কার সম্পর্কে রচিত ?
ANS: সম্রাট সমুদ্র গুপ্ত
4) আইহোল প্রশস্তি কে রচনা করেন ?
ANS: কবি রবিকীর্তি
5) হর্ষচরিত এর রচয়িতা কে ?
ANS: কবি বানভট্ট
6) ইন্ডিকা গ্রন্থের রচিয়তা কে ?
ANS: মেগাস্থিনিস
7) নাশিক শিলালিপি কার আমলের ?
ANS: গৌতমীপুত্র সাতকর্ণী
8) ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি ?
ANS: হরপ্পা সভ্যতা
9) কবে প্রথম মহেঞ্জোদারোর নিদর্শন আবিষ্কৃত হয় ?
ANS: 1922 খ্রিস্টাব্দে
10) আর্যরা কোন সময় ভারতে আসে ?
ANS: খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দের মধ্যে
11) পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি ?
ANS: ঋকবেদ
12) উপনিষদ কি ?
ANS: বেদের শেষ ভাগ বা বেদান্ত কে উপনিষদ বলে
13) আর্যদের প্রধান জীবিকা কি ছিল ?
ANS: কৃষি ও পশুপালন
14) আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি ?
ANS: নিষ্ক ও মনা
15) প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধান কে কি বলা হত ?
ANS: গ্রামণী
16) শেষ জৈন তীর্থঙ্কর এর নাম কি ?
ANS: বর্ধমান মহাবীর
17) গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন ?
ANS: কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে
18) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ?
ANS: ত্রিপিটক
19) ত্রিপিটক কোন ভাষায় রচিত ?
ANS: পালি ভাষায় রচিত
20) বিম্বিসার কে ছিলেন ?
ANS: মগধের সিংহাসনে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা
21) শ্রেণিক কোন রাজার উপাধি ?
ANS: বিম্বিসার
22) নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?
ANS: মহাপদ্ম নন্দ
23) চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন ?
ANS: 324 খ্রিস্টপূর্বাব্দে
24) মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
ANS: সম্রাট অশোক
25) কোন সময় অশোকের রাজ্যভিষেক হয় ?
ANS: খ্রিস্টপূর্ব 273
26) মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
ANS: বৃহদ্রথ
27) আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন ?
ANS: 327 খ্রীষ্টপূর্বাব্দে
28) হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?
ANS: আলেকজান্ডার ও পুরুর মধ্যে
29) কত খ্রীষ্টপূর্বাব্দে আলেকজান্ডার এর সঙ্গে পুরুষ যুদ্ধ হয় ?
ANS: 326 খ্রিস্টপূর্বাব্দে
30) মেগাস্থিনিস কে ছিলেন ?
ANS: চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রীক দূত
31) কনিষ্কের রাজধানী কোথায় ছিল ?
ANS: পুরুষপুর ( বর্তমান পেশোয়া )
32) শকাব্দ প্রচলন করেন কে ?
ANS: কনিষ্ক
33) শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয় ?
ANS: 78 খ্রিস্টাব্দে থেকে
34) কাকে দ্বিতীয় অশোক বলা হয় ?
ANS: কুষাণ সম্রাট কনিষ্ক কে
35) বুদ্ধচরিত এর রচয়িতা কে ?
ANS: কবি অশ্বঘোষ
36) কুষাণ যুগের শ্রেষ্ঠ শিল্প কি ?
ANS: গান্ধার শিল্প
37) সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ?
ANS: গৌতমীপুত্র সাতকর্ণী
38) গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ?
ANS: শ্রী গুপ্ত
39) পরাক্রমাঙ্ক কার উপাধি ?
ANS: সম্রাট সমুদ্রগুপ্তের
40) ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
ANS: সম্রাট সমুদ্র গুপ্ত
41) কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন ?
ANS: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
42) কোন গুপ্ত সম্রাট এর রাজসভায় নবরত্ন ছিল ?
ANS: সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের
43) দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন ?
ANS: ফা-হিয়েন
44) হুন আক্রমণ প্রতিহত করেন কে ?
ANS: সম্রাট স্কন্দগুপ্ত
45) গুপ্ত যুগের সর্বশেষ্ঠ চিকিৎসক কে ছিলেন ?
ANS: ধন্বন্তরি
46) ভারতের এ্যাটিলা কে ?
ANS: মিহিরকুল
47) বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ?
ANS: শশাঙ্ক
48) হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক এদেশে আসেন ?
ANS: হিউয়েন সাঙ
49) হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম কি ?
ANS: রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা
50) হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা করেন ?
ANS: নালন্দা বিশ্ববিদ্যালয়ের
লেবেল